TATA আগামী মাসে Tata Punch EV এর সঙ্গে আরও 2টি শক্তিশালী ইলেকট্রিক গাড়ি লঞ্চ করবে বলে মনে করা হচ্ছে, প্রতিটি গাড়ি দারুন হবে গ্রাহকদের জন্য। TATA তার এই ইলেকট্রিক কার গুলোর সাথে মার্কেটে আলোড়ন সৃষ্টি করবে। Tata ভারতের একটি খুব বিখ্যাত কোম্পানি, ইলেকট্রিক গাড়ি বিক্রিতে টাটা একদম শীর্ষস্থানে অবস্থান করছে। মনে করা হচ্ছে আগামী মাসের মধ্যেই Tata তার তিনটি শক্তিশালী ইলেকট্রিক গাড়ি বাজারে আনতে পারে।
Tata Punch EV
টাটার এই গাড়িটির ডিজাইন এলিমেন্ট ICE ভেরিয়েন্ট থেকে নেওয়া হয়েছে। Tata punch EV 2023 সালের অক্টোবর মাসে লঞ্চ হবে। টাটা পাঞ্চ, টিয়াগো/টিগোরের মতো হবে বলে আশা করা হচ্ছে। বলেদি এটার বডিতে ফ্লেয়ার্ড-আউট আর্কস, ইন্টিগ্রেটেড স্পয়লার, ব্ল্যাক ক্ল্যাডিং ইত্যাদি অনেক কিছু রয়েছে।
TATA Curvv EV
TATA Curvv EVতে আপনি সানরুপের মতো ফিচারস দেখতে পাবেন। ইলেকট্রিক সেগমেন্টে কুপে-স্টাইলে রুপ লাইনের নিচে কিছু রুপ রেল আছে, আর SUV তে ড্রেগ কম করতে আর রেঞ্জ বাড়ানোর জন্য উইল কভারও দেয়া হয়েছে। সাথে এটি আরো অনেক ফিচার্সের সঙ্গে যুক্ত। এই গাড়িটির দাম 15 থেকে 20 লাখ টাকা হতে পারে।
Tata Harrier EV
টাটা কোম্পানির হ্যারিয়ার বাজারে বেশ আলোড়ন সৃষ্টি করেছিল। এর পরে টাটা তার হ্যারিয়ার ইভি লঞ্চ করার সিদ্ধান্ত নিয়েছে। আমরা যদি এই গাড়িটির দামের কথা বলি, এটি প্রায় 25 লাখ টাকা হতে পারে। টাটা হারিয়ার ইভি তে অল ডিজিটাল ক্লাস্টার ইন্সট্রুমেন্ট পাওয়া যাবে। সাথে গাড়িটির মধ্যে যে এলইডি লাইট ব্যবহার করা হয়েছে সেটাও খুব সুন্দর।
আরো পড়ুন:
Hero Splendor Electric Bike: একবার চার্জে 240 কিলোমিটার যাবে, তবুও দাম এত সস্তা, দারুন ফিচারস
Tata Punch: টাটার টাইগার, ভারতে সবথেকে বেশি বিক্রি SUV, বিক্রিতে সবাইয়ের রেকর্ড ভেঙে দিয়েছে