চলতি বছরের ফেব্রুয়ারিতে, Xiaomi 13 Pro ভারতে লঞ্চ করে। এখনও পর্যন্ত ভারতে সবচেয়ে দামি Xiaomi ফোন ছিল এটিই। ফ্ল্যাগশিপ ফোনটি সমালোচকদের পাশাপাশি ব্যবহারকারীদের কাছ থেকে ইতিবাচক রিভিউ পেয়েছে। এবার Xiaomi 14 সিরিজের গ্লোবাল লঞ্চের জন্য প্রস্তুতি নিচ্ছে Xiaomi কোম্পানী। এই সিরিজে দুটি মডেল থাকবে- Xiaomi 14 এবং Xiaomi 14 Pro। যদিও ফোন দুটি কবে লঞ্চ হবে, সেই বিষয়ে এখনও জানা যায়নি। তবে যা জানা যাচ্ছে, ফোনগুলি আগামী 11 নভেম্বরের আগেই লঞ্চ হবে।
Xiaomi 14, Xiaomi 14 Pro লঞ্চের সম্ভাব্য তারিখ
আগামী 24 অক্টোবর স্ন্যাপড্রাগন 8 Gen 3 প্রসেসর উন্মোচনের কথা রয়েছে। তাই Xiaomi 14 সিরিজের ফোনগুলি 24 অক্টোবরের কিছু পরেই লঞ্চ হতে পারে। xiaomiui-এর একটি প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে। এছাড়াও, 11 আগেই এই ফোন লঞ্চ করা হতে পারে বলে মনে করা হচ্ছে। কারণ 11 নভেম্বর ডাবল ইলেভেন সেলস ইভেন্ট হয়। 11 নভেম্বর দিনটি চিনে “সিঙ্গেলস ডে” হিসেবেও পালিত হয়। এই সময়টি চিনে শপিংয়ের মরশুম হিসেবেই পরিচিত। তাই Xiaomi এই সময়টাকেই কাজে লাগাতে চাইছে।
Xiaomi 14, Xiaomi 14 Pro-র প্রত্যাশিত স্পেসিফিকেশন ও দাম
Xiaomi 14-তে 6.4-ইঞ্চি স্ক্রিন থাকবে বলে জানা গিয়েছে। Xiaomi 14 Pro-এর স্ক্রিন আরও বড়, 6.7-ইঞ্চি হতে পারে বলে আশা করা হচ্ছে। দুটি ফোনেই 522 ppi সহ 1440 x 3200 পিক্সেল রেজোলিউশন থাকবে। ফোনগুলি কর্নিং গরিলা গ্লাস এবং পাঞ্চ-হোল নচ ডিজাইন সহ পাওয়া যাবে। রিপোর্টে আরও বলা হয়েছে যে, Xiaomi অ্যান্ড্রয়েড 14-এর উপর ভিত্তি করে MIUI 15 পরীক্ষা নিরীক্ষা করছে। এর পাশাপাশি, উভয় ফোনই 24 অক্টোবর লঞ্চ হতে চলা Qualcomm-এর Snapdragon 8 Gen 3 চিপসেটের মাধ্যমে পরিচালিত হবে।
Xiaomi 14, Xiaomi 14 Pro দুটিতেই একটি ভ্যারিয়েন্ট রাখা হচ্ছে বলে খবর। 12GB RAM এবং 256GB স্টোরেজ স্পেস থাকবে।
Xiaomi 14-তে 4860 mAh ব্যাটারি থাকছে এবং এটি 67W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফোনটিতে OIS সহ তিনটি 50-মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং একটি ট্রিপল ক্যামেরা সেটআপ থাকতে পারে। আশা করা হচ্ছে, ফোনটির দাম 54,999 টাকা হতে পারে।
Xiaomi 14 Pro ফোনটিতে 5000 mAh ব্যাটারি থাকার পাশাপাশি, 120W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। কয়েকটি প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে যে, ফোনের বডিতে টাইটানিয়াম বিল্ড থাকতে পারে। উল্লেখ্য, একই উপাদান আইফোন 15 প্রো’তে ব্যবহৃত হয়। ফোনটির দাম 64,990 টাকা হতে পারে বলে আশা করা হচ্ছে।
তবে উল্লেখ্য যে, এই মুহুর্তে সংশ্লিষ্ট কোম্পানীর পক্ষ থেকে কোনো কিছুই অফিসিয়ালি ঘোষণা করা হয়নি। এগুলো সবই গুজব। ডিভাইসগুলির সঠিক লঞ্চ তারিখ এবং স্পেস এবং বৈশিষ্ট্যগুলি জানতে অবশ্যই Xiaomi-র অফিসিয়াল বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করতে হবে৷
আরো পড়ুন:
Redmi Note 13 Ultra: রেডমির নতুন আশ্চর্যজনক ফোন, 200MP ক্যামেরা এবং অসাধারণ ব্যাটারি ব্যাকআপ