Parineeti Chopra Raghav Chadha Net Worth: রাঘব চাড্ডা এবং পরিণীতি চোপড়া দীর্ঘদিন ধরে একে অপরের বন্ধু। ২৫ সেপ্টেম্বর, সাত পাকে বাঁধা পড়লেন পরিণীতি-রাঘব। এই রাজকীয় বিয়েতে বলিউড থেকে রাজনীতির অনেক বড় বড় ব্যক্তিত্ব অংশ নেন। বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে।
বলিউডের জনপ্রিয় পোশাকশিল্পী মণীশ মলহোত্রার পোশাকে সেজেছিলেন নায়িকা। আর গল্পের নায়ক অর্থাৎ আম আদমি পার্টির নেতার পোশাক ডিজাইন করেন পবন সচদেবা। এই মুহূর্তে পরিণীতি-রাঘব জুটির সম্পর্কে ছোটখাটো খুঁটিনাটি তথ্য জানতে পেরে ভক্তরা খুবই উচ্ছ্বসিত।
Parineeti এবং Raghav Chadha Net Worth
২০১১ সালে পরিণীতি চোপড়া ‘লেডিস vs রিকি বাহল’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন। খুব বিলাসবহুল জীবনযাপন করেন তিনি। হেভিওয়েট রাজনীতিক রাঘব চাড্ডা, যিনি একটি মধ্যবিত্ত পরিবারের অন্তর্গত। তিনি সাধারণ জীবনযাপন করতে পছন্দ করেন।
তাঁদের উভয়ের উপার্জনে বিস্তর পার্থক্য
পরিণীতি ও রাঘবের সম্পত্তির মধ্যে রয়েছে বিশাল ফারাক। caknowledge.com-এর একটি প্রতিবেদন অনুসারে, পরিণীতির মোট সম্পদের পরিমাণ প্রায় 60 কোটি টকা। এদিকে রাঘবের সম্পত্তির পরিমাণ ৫০ লাখ টাকা, অস্থাবর সম্পত্তির মূল্য ৩৭ লাখ টাকা। এছাড়াও ৫২ হাজার ৮৩৯ টাকার বিমা পলিসি রয়েছে রাঘবের। সেভিংসের পরিমাণ ১৪ লাখ ৫৭ হাজার ৮০৬ টাকা। নগদ রয়েছে ৩০ হাজার টাকা।
সিনেমা ছাড়াও, পরিণীতি ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট থেকে কোটি কোটি টাকা আয় করেন। পরিণীতি দামি গাড়িও পছন্দ করেন। তাঁর কাছে A-6 Jaguar, XJL, Audi Q-5 এর মতো বিলাসবহুল গাড়ির কালেকসন রয়েছে। রাঘবের কথা বলতে গেলে, তাঁর কাছে রয়েছে মারুতির সুইফট ডিজায়ার গাড়ি।
দম্পতির প্রথম প্রকাশ্যে উপস্থিতি
বিয়ের পর পরিণীতি এখন দিল্লিতে শ্বশুর বাড়িতে পৌঁছে গিয়েছেন। তেমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে পরিণীতিকে স্বামীর সঙ্গে হাসতে হাসতে দেখা যাচ্ছে। সবুজ ঘেঁষা হলুদ রঙের চুড়িদার পরে দেখা গেল পরিণীতিকে। তাতে নীল রঙের সূক্ষ্ম কাজ। হাতে চুড়া, সিঁথিতে সিঁদুর, গলায় মঙ্গলসূত্র, মুখে চওড়া হাসি।
এটাও পড়ুন:
Namrata Malla হট-লুক দেখে নেটিজেনরা কুপোকাত। এই ভোজপুরি অভিনেত্রীর কাছে বলিউডের সব অভিনেত্রী ফেল।