Nokia C12 Pro: ভারতে স্মার্টফোনের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে প্রতিটি মোবাইল কোম্পানি ক্রমাগত নতুন স্মার্টফোন লঞ্চ করছে। এদিকে ভারতের সবচেয়ে পুরনো কোম্পানি এবার ভারতের বাজারে একটি চমকপ্রদ স্মার্টফোন লঞ্চ করেছে। নোকিয়া দীর্ঘদিন একটি দারুন স্মার্টফোন লঞ্চ করেছে, যার নাম, Nokia C12 Pro।
ei Nokia স্মার্টফোনটি নতুন নতুন features দিয়ে পরিপূর্ণ। এছাড়াও এই স্মার্ট ফোনে একটি দারুন পাওয়ারফুল 4000 Mah ব্যাটারিও রয়েছে, যা এই মোবাইলটিকে শুধু মোবাইল নয় বরং একটি পাওয়ার ব্যাঙ্কও হিসেবেও কাজ করে। এবার জেনে নেওয়া যাক এই স্মার্ট ফোনের ফিচার সম্পর্কে —
Nokia C12 Pro এর Specifications
- ডিসপ্লে সাইজ: 6.3 ইঞ্চি
- ব্যাটারি: লিথিয়াম-আয়ন 4000 MAH
- ব্যাক ক্যামেরা: 8MP
- ফ্রন্ট ক্যামেরা: 5MP
- ইউএসবি পোর্ট মাইক্রোইউএসবি: 2.0
- ইন্টারনাল স্টোরেজ: 64GB 2GB RAM, 64GB 3GB RAM, 64GB 4GB RAM
- প্রসেসর: অক্টা-কোর (4×1.6 GHz কর্টেক্স-A55 এবং 4×1.2 GHz কর্টেক্স-A55)
- মূল্য: 6,799 টাকা।
Nokia C12 Pro এর features
অনেক দিন পর নোকিয়া কোম্পানি এই মোবাইলটি লঞ্চ করেছে। এটিতে থাকছে Always On ডিসপ্লে, Flash On call, Fast charging, জিম্বাল মোড, ইমার্জেন্সি সলিউশন সহ অন্যান্য অনেক নতুন features।
Nokia C12 Pro এর ক্যামেরা কোয়ালিটি
Nokia C12 Pro-এর রয়েছে একটি 8MP রিয়ার ক্যামেরা এবং 5MP ফ্রন্ট-ফেসিং ক্যামেরা, যা চমৎকার HD মানের ছবি তৈরি করে।
Nokia C12 Pro এর দাম
Nokia এই মোবাইলটি তিনটি ভ্যারিয়েন্টে লঞ্চ করেছে। এর মধ্যে সর্বনিম্ন ভ্যারিয়েন্ট অর্থাৎ 2GB RAM-এর দাম মাত্র 6,799 টাকা এবং 3GB র্যামের সঙ্গে এর দাম 7,499 টাকা। এই স্মার্টফোনের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে অনেক স্মার্টফোন।
📨সরকারি সুবিধা এবং গুরুত্বপূর্ণ খবর মিস করতে না চাইলে আমাদের Whatsapp এবং Telegram গ্রুপে জয়েন হয়ে থাকুন।
এটাও পড়ুন:
আইফোনের মত ফিচার্স নিয়ে খুব তাড়াতাড়ি লঞ্চ হচ্ছে ভারতে itel S23+ স্মার্টফোনটি! দাম জেনে নিন।