Vijaya Dashami 2023: এবারে বিজয় দশমী ২০২৩ সালে ২৪ শে অক্টোবর পালন করা হবে।এই বিজয় দশমীর দিনটিকে খুবই শুভ দিন মানা হয়ে থাকে। এই বিজয় দশমীর দিনে এমন কিছু কাজ আছে যেগুলো করলে ধন-সম্পত্তি, চাকরি, ব্যবসা এই সব ব্যাপারে কোন সমস্যা থাকলে সেটা থেকে মুক্তি পাওয়া যায় এবং শত্রু ধ্বংস হয়।
Vijaya Dashami 2023: আমাদের জীবনে যত খারাপ জিনিস আছে সেগুলো যেন আমাদের থেকে অনেক দূরে সরে যায় এবং ভালো জিনিসের আগমন ঘটে সেই কারণেই বিজয় দশমী পালন করা হয়। প্রতি বছর আশ্বিন শুক্লপক্ষের দশমী তিথিতে বিজয়াদশমী পালন করা হয়।
এই দিনে ভগবান পুরুষোত্তম রাম দশ মাথাওয়ালা রাবণকে বধ করেছিলেন। সেই সঙ্গে মা দুর্গার বিসর্জন করা হয়। প্রতেক বছর এই দশমীর (Dussehra) দিনটিকে শুভ বলে মনে করা হয়। এই দিনে কিছু বিশেষ কাজ করলে অক্ষয় (যা কখনো ক্ষয় হয় না) লাভ করে। জেনে নিন সেই কাজ গুলি কি।
Dussehra Upay (Vijaya Dashami)
রোগ ব্যাধি থেকে মুক্তি- এই দিন ঘরেতে Sundara Kanda পাঠ করলে রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায়। এই দিন বাড়িতে হোম যজ্ঞ করলেও ভালো ফল পাওয়া যায়। সেই সঙ্গে বাড়িতে কেউ যদি মাঝে মাঝেই অসুস্থ হয়ে পড়ে তাহলে দশেরার দিন রোগীর মাথায় একটি নারকেল 7 বার ঠেকিয়ে রাবণ পোড়ানোর আগুনে নিক্ষেপ করুন। এটিতে স্বাস্থ্যর উন্নতি হবে।
ব্যবসায় উন্নতি- বিশ্বাস করা হয় যে দশেরার (Vijaya Dashami) দিন একটি নারিকেল হলুদ কাপড়ে মুড়ে, রাম মন্দিরে মিষ্টি এবং একটি নতুন সুতো দান করলে পিছিয়ে থাকা ব্যবসায় লাভ হয়।
শনির দশা থেকে মুক্তি- বিজয় দশমীর দিনে শমী গাছ লাগালে বা সন্ধ্যায় শমী গাছের নিচে সরিষার তেলের প্রদীপ জ্বালালে শনির সাড়ে সাথী ও শনির অশুভ প্রভাব কমে যায়।
অপরাজিতা পূজা- দশেরার বা বিজয়া দশমীর দিনে বিজয় মুহুর্তে অপরাজিতা দেবীর রীতি অনুযায়ী অপরাজিতা দেবীর পূজা করতে হবে। বিজয় দশমীর দিন এই দেবীর পূজা করলে মানা হয় প্রত্যেকটা শুভ কাজে বিজয় প্রাপ্তি হয়। দেবী অপরাজিতা পূজা করার সময়, ওম অপরাজিতায় নমঃ মন্ত্রটি 108 বার জপ করুন। রাবণকে পরাজিত করার জন্য শ্রী রামও দেবী অপরাজিতা পূজা করেছিলেন।
গোপনে দান করুন- দশেরার সন্ধ্যায় লক্ষ্মীর পূজা করার পর গোপনে অন্ন, ঝাড়ু এবং বস্ত্র দান করলে দেবী লক্ষ্মী খুব খুশি হন। এর ফলে সংসারের আর্থিক সংকট দূর হয় এবং জমি জায়গা কেনা সোনা কেনা এগুলো বেড়ে যায়।
খারাপ অভ্যাস থেকে মুক্তি- প্রত্যেক বছর এই বিজয় দশমীর দিন বা দশেরার দিনে দশ মাথা ওয়ালা রাবণের পুতুল পোড়ানো হয়। এই ব্যাপারটা মানুষের ভিতর বেড়ে ওঠা রাগ, লোভ, মায়া, হিংসা, স্বার্থপরতা, অমানবিকতা, নেশা ও অহংকার এর সঙ্গে জড়িয়ে থাকে। বলা হয় রাবণের কুসপুতুল পোড়ানোর সাথে সাথেই মানুষের মন থেকে এসব বাজে অভ্যাসগুলো পুড়িয়ে ফেলা উচিত। এতে জীবনে সুখ ও সমৃদ্ধি আসে।
অস্ত্র পূজা- বলা হয় Vijaya Dashami তে অস্ত্রের পূজা করলে সকল কর্ম সিদ্ধ হয়। কোন না কোন জয়ী মানুষের আশীর্বাদ পাওয়া যায়। এই দিনে লোকেরা যানবাহন, যন্ত্র, বাদ্যযন্ত্র, সমস্ত সরঞ্জামের পূজা করে যা তাদের দৈনন্দিন রুটিনের একটি অংশ। বলা হয় বিজয় দশমীর দিন এইসব জিনিসের পূজা করলে জীবনে উন্নতি লাভ হয়।
আমাদের ওয়েবসাইটের নিউজগুলো মিস করতে না চাইল আমাদের Whatsapp এবং Telegram গ্রুপে জয়েন হয়ে থাকুন।
এটাও পড়ুন:
Chanakya Niti: খারাপ সময় আসার আগেই এই 5টি লক্ষণ দেখা দেয়, উপেক্ষা না করে সতর্ক হোন