সম্প্রতি কৃষকদের জন্য আসতে চলেছে বড় ধরনের একটি সুখবর। প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার (PM Kisan Yojana) আওতায় রয়েছেন ৬ কোটি কৃষক। কৃষকদের ১৫ তম কিস্তির টাকা দিতে চলেছেন মোদি সরকার। তবে তারা কিন্তু এবার আগের মত ৬০০০ টাকা নয় আরো ২০০০ বেশি অর্থাৎ ৮০০০ টাকা পেতে চলেছে।
PM Kisan Yojana 15th Installment date
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার ১৫ তম কিস্তির টাকা কবে কৃষকরা পাবেন সেই বিষয়ে এখনো কোনো নোটিশ দেওয়া হয়নি। তবে শোনা যাচ্ছে আগামী মাসে অর্থাৎ নভেম্বরের ১৫ তারিখের মধ্যেই কৃষকদের অ্যাকাউন্টে এই কিস্তির টাকা আসতে পারে।
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি কি?
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি হল কেন্দ্র সরকারের একটি প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে দরিদ্র কৃষকদের আর্থিক সহায়তা করা হয়। বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৮ সালে এই প্রকল্পের সূচনা করেছেন।
কি কি সুবিধা পাওয়া যায় এই প্রকল্পের মাধ্যমে?
এই প্রকল্পের আওতায় কৃষকরা ২০০০ টাকা করে বছরে তিনবার অর্থাৎ ৬০০০ টাকা পেয়ে থাকেন। এইবার শোনা যাচ্ছে ৬০০০ টাকা থেকে বাড়িয়ে ৮ ০০০ টাকা দেওয়া হবে। তবে এই বিষয়ে সরকারের তরফ থেকে এখনো কোনো নোটিশ দেওয়া হয়নি।
১৪ তম কিস্তি কবে এসেছিল?
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পে ১৪ তম কিস্তির টাকা এসেছিল জুলাই মাসে। ৬ কোটি কৃষককের জন্য ১৬,৮০০ কোটি টাকা বরাদ্দ হয়েছিল এই জুলাই মাসেই।
পিএম কিষান যোজনার টাকা পেতে হলে কী করণীয়?
আপনার যদি ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিংক থাকে তবেই আপনি পিএম কিষান যোজনার ১৫ তম কিস্তির টাকাটা পাবেন। এক্ষেত্রে রেজিস্ট্রেশন করা কৃষকদের জন্য ই-কেওয়াইসি বাধ্যতামূলক।
যদি কোনো কৃষকের EKYC করা না থাকে সে ক্ষেত্রে তারা কিন্তু ১৫ তম কিস্তি টাকা পাবেন না। PM Kisan পোর্টালে OTP এর মাধ্যমে EKYC করিয়ে নিতে পারবেন কৃষকরা। আবার বায়োমেট্রিক এর মাধ্যমে EKYC করার জন্য আপনার নিকটতম CSP সেন্টারে যোগাযোগ করুন। এই প্রকল্পের যেকোনো সাহায্যের জন্য PM-Kisan হেল্পলাইন নম্বর 155261/ 011- 24300606 ফোন করতে পারেন।
PM Kisan এর টাকা কারা পাবেন না?
রাজ্য সরকারি কর্মচারী, কেন্দ্রীয় সরকারি কর্মচারী, ডাক্তার, আইনজীবী, মন্ত্রী বিধায়ক প্রভৃতি মানুষেরা এই প্রকল্পের আওতায় আসতে পারবেন না। আবার যে কৃষকরা ১০০০০ টাকার বেশি পেনশন পান তারাও এই প্রকল্পে নাম লেখাতে পারবেন না।
পিএম কিষান যোজনার স্ট্যাটাস চেক করবেন কীভাবে?
- পিএম কৃষান যোজনার স্ট্যাটাস চেক করতে আপনাকে প্রথমে pmkisan.gov.in-এ যেতে হবে।
- এর পর হোম পেজে Formers অপশন ক্লিক করুন।
- Formers অপশন ক্লিক করার পর Beneficiary Status অপশনে ক্লিক করুন।
- এরপর আপনি রাজ্য, জেলা, উপ-জেলা, ব্লক বা গ্রাম নির্বাচন করুন।
- Get Report- বাটনে ক্লিক করতে হবে সেখানে আপনি দেখতে পাবেন আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা।
আমাদের ওয়েবসাইটের নিউজগুলো মিস করতে না চাইল আমাদের Whatsapp এবং Telegram গ্রুপে জয়েন হয়ে থাকুন।