RD Interest Rate: সাধারণত অর্থনৈতিক বিনিয়োগের বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসাবে যারা বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক গুলিকে বেছে নেন তাদের কাছে অর্থ বিনিয়োগের উল্লেখযোগ্য দুটি স্কিম হল ফিক্সড ডিপোজিট স্কিম(FD) এবং রেকারিং ডিপোজিট স্কিম(RD)। সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের নতুন অর্থনৈতিক নীতি জারি করে ফিক্সড ডিপোজিট এবং রেকারিং ডিপোজিটের ক্ষেত্রে দারুন রেটে সুদের হারের কথা ঘোষণা করেছে। যার ফলে এই দুটি স্কিমে অর্থ বিনিয়োগকারী মানুষরা দারুণ ভাবে উপকৃত হবেন।
রেকারিং ডিপোজিট স্কিম (RD) কি?
রেকারিং ডিপোজিট হলো ব্যাঙ্কের বিশেষ একটি প্রকল্প, যায় মাধ্যমে বিনিয়োগকারীরা নিয়মিত টাকা জমা করতে পারেন। এই স্কিমে টাকা বিনিয়োগ করলে, সেই টাকার পরিমাণের উপর ভিত্তি করে নির্দিষ্ট সুদের হারে অর্থ রিটার্ন পাওয়া যায়। RD স্কিম মূলত একটি ছোট বিনিয়োগ প্রকল্প, যায় মাধ্যমে বিনিয়োগকারীরা নিজেদের সুবিধামতো নূন্যতম অর্থ বিনিয়োগ করতে পারেন।
RD Interest Rate: কোন ব্যাঙ্ক রেকারিং ডিপোজিটে বেশি সুদ প্রদান করে?
বিভিন্ন ব্যাঙ্ক বিশেষে এই RD স্কিমে সুদের হারে ভিন্নতা প্রকাশ পায়। তবে চলতি মাসে বিভিন্ন ব্যাঙ্ক ২ কোটি টাকার কম মূল্যের রেকারিং ডিপোজিটের সুদের ক্ষেত্রে নানা রকম পরিবর্তন এনেছে। তবে বর্তমানে এই স্কিমে সব থেকে ভালো পরিমাণ সুদ দিয়ে গ্রাহকদের উপকৃত করছে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
বর্তমানে 6 মাস থেকে 10 বছর মেয়াদী রেকারিং ডিপোজিটের ক্ষেত্রে বন্ধন ব্যাঙ্ক সাধারণ গ্রাহকদের 5.00 শতাংশ এবং প্রবীণ নাগরিক বা সিনিয়ার সিটিজেন দের জন্য 5.50 শতাংশ সুদ প্রদান করছে। সেদিক থেকে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গ্রাহকদের জন্য নানা লাভজনক অফার নিয়ে এসেছে। এই ব্যাঙ্ক-এ নূন্যতম মাত্র 100 টাকা থেকে বিনিয়োগ করেই RD স্কিমের সুবিধা উপভোগ করতে পারবেন গ্রাহকরা।
Central Bank of India-র রেকারিং ডিপোজিটের মেয়াদ কত?
সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়াতে রেকারিং ডিপোজিটের সুবিধা পাওয়ার জন্য কমপক্ষে 6 মাস মেয়াদে অর্থ বিনিয়োগ করতেই হয়। তবে এর অধিক সময়ের জন্যও গ্রাহকরা নিজেদের অর্থ বিনিয়োগ করতে পারেন। আর এই ব্যাঙ্কে নির্দিষ্ট সময় অন্তর অর্থ বিনিয়োগ করার নূন্যতম সীমা হলো 100 টাকা। বিনিয়োগ করা অর্থের উপর নির্দিষ্ট সুদের হারে অতিরিক্ত অর্থ জমা হয়। তবে সুদের হার বিভিন্ন সময় পরিবর্তিত হতে পারে।
RD Interest Rate: সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার রেকারিং ডিপোজিটের সুদের পরিমাণ কত?
অর্থ বিনিয়োগের সময়ের উপর নির্ভর করে এই ব্যাঙ্কের RD স্কিমের সুদের পরিমাণ নির্ধারিত হয়। সেগুলি নিচে উল্লেখ করা হলো।
1. এই ব্যাঙ্ক 180 দিন থেকে 269 দিনের মেয়াদে রেকারিং ডিপোজিট স্কিমে সাধারণ গ্রাহকদের 4.25 শতাংশ সুদ প্রদান করে।
2. 270 দিন থেকে 364 দিনের রেকারিং ডিপোজিটের জন্য সাধারণ গ্রাহকরা সুদ পান 4.25 শতাংশ।
3. 1 বছর 1 দিন থেকে 1 বছর 364 দিনের ক্ষেত্রে সাধারণ গ্রাহকদের 5.00 শতাংশ হারে সুদ দেওয়া হয়।
4. এই ব্যাঙ্কে 2 বছর থেকে 2 বছর 364 দিনের জন্য রেকারিং ডিপোজিটে বিনিয়োগ করলে সাধারণ গ্রাহকরা 5.00 শতাংশ সুদের সুবিধা লাভ করেন।
5. 3 বছর থেকে 4 বছর 364 দিন মেয়াদী রেকারিং ডিপোজিটের গ্রাহকরা 5.00 শতাংশ সুদ পান।
6. 5 বছর থেকে 10 বছরের মেয়াদের রেকারিং ডিপোজিট স্কিমের জন্য সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সাধারণ গ্রাহকদের 5.00 শতাংশ পরিমাণ সুদ দেয়।
তবে সময় সাপেক্ষে এই সুদের হার পরিবর্তিত হতে পারে। তাই এই রেকারিং ডিপোজিট স্কিমে বিনিয়োগ করার আগে সুদের হার সম্পর্কে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে আরো বিস্তারিত ভাবে জেনে নেওয়া প্রয়োজন।
FAQ কিছু জিজ্ঞাসিত প্রশ্ন
What is the minimum RD amount in Central Bank of India?
আপনি এই ব্যাঙ্কে ন্যূনতম ১০০ টাকা থেকে RD শুরু করতে পারেন
What is FD rates in Central Bank of India 555 days?
এই স্কিমের আন্ডারে আপনি যদি এই ব্যাংকে FD করেন তাহলে আপনি ৫.৫ শতাংশ হারে সুদ পাবেন।
সরকারি সুবিধা এবং গুরুত্বপূর্ণ খবর মিস করতে না চাইলে আমাদের Whatsapp এবং Telegram গ্রুপে জয়েন হয়ে থাকুন।
আরো পড়ুন: