Gpay Cashback: বর্তমানে ক্যাশলেস আর্থিক লেনদেনের ক্ষেত্রে UPI এর গুরুত্ব অপরিসীম। কম বা বেশি যে কোনো পরিমাণ অর্থ লেনদেনের জন্য অনেকে ভরসা করেন এই UPI অ্যাপ গুলির উপর। ভারতে সরকার দ্বারা পরিচালিত ভিম অ্যাপ তো আছেই, সেই সঙ্গে ভারতে অর্থ লেনদেনের ক্ষেত্রে সবথেকে জনপ্রিয় UPI গুলি হলো Google pay, PhonePe এবং Paytm। প্রতিদিন এই অ্যাপ গুলির মাধ্যমে প্রচুর টাকা লেনদেন করেন সাধারণ মানুষ।
Gpay Cashback: গুগল পে ক্যাশব্যাক অফার কি?
গুগল পে ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ন একটি UPI অ্যাপ। এই অ্যাপের মাধ্যমেই ক্যাশব্যাক-এর সুবিধা উপভোগ করতে পারেন ব্যবহারকারীরা। আসলে গুগল পে-র মাধ্যমে কোনো একটি লেনদেন সম্পন্ন করলে এই UPI সংস্থার পক্ষ থেকে অর্থদাতাকে কিছুটা টাকা ফিরিয়ে দেওয়া হতো। এই টাকার পরিমাণ অল্প হলেও, তা সরাসরি জমা হতো অর্থদাতার অ্যাকাউন্টে। এতে স্বাভাবিক ভাবেই উপকৃত হতেন ব্যবহারকারীরা।
যদিও বর্তমানে Google pay ব্যবহারকারীরা অভিযোগ করছেন প্রথম দিকে অর্থ লেনদেন করলে তারা যেমন ক্যাশব্যাক পেতেন, এখন আর তেমন পান না। কেনো এই ক্যাশব্যাক এখন আর পাওয়া যায় না তার উত্তর খোঁজার চেষ্টা ও করেছেন অনেকে। যদিও এবিষয়ে বিশেষ কোনো সদুত্তর মেলেনি। তবে কয়েকটি পদ্ধতি মেনে চললে অর্থদাতার ক্যাশব্যাক পাওয়ার সম্ভাবনা বাড়বে। সেই পদ্ধতিগুলি কি তাই আপনাদের জানাবো এই প্রতিবেদনে।
Gpay Cashback: Google Pay তে ক্যাশব্যাক পাওয়ার উপায়গুলি কি কি?
গুগল পে তে আগের মতো ক্যাশব্যাক এখন না পেলেও নিম্নোক্ত কয়েকটি পদ্ধতি মেনে চললে আবার সেই সুবিধা গুলি পেতে পারেন।
1. আপনি যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে গুগল পে-র মাধ্যমে অন্য কোনো অ্যাকাউন্টে মোটা অঙ্কের টাকা পাঠাতে চান, সেক্ষেত্রে আপনি একবারে সম্পূর্ন টাকাটি না পাঠিয়ে বার বার অল্প অল্প পরিমাণ টাকা পাঠাতে পারেন। কারণ কম পরিমাণ টাকা লেনদেন করলে আপনি ক্যাশব্যাক-এর সুবিধা উপভোগ করতে পারেন।
2. গুগল পে অ্যাপের মাধ্যমে লেনদেন করে ক্যাশব্যাক পেতে চাইলে আপনি বারবার একই ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার না করে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন। আপনার একাধিক ব্যাংক অ্যাকাউন্ট এই অ্যাপের সঙ্গে সংযুক্ত করে যদি লেনদেনের কাজটি সম্পন্ন করেন তবে আপনার অর্থ রিটার্ন পাওয়ার সম্ভাবনা বাড়বে।
3. google pay-র মাধ্যমে একই গ্রাহকের অ্যাকাউন্টে যদি বারবার টাকা পাঠাতে থাকেন সেক্ষেত্রে ক্যাশব্যাকের সম্ভাবনা কম থাকে। তাই আপনি যদি বিভিন্ন অ্যাকাউন্টে টাকা পাঠান তবে ক্যাশব্যাক-এর সম্ভাবনা বাড়বে।
4. গুগল পের মাধ্যমে বিভিন্ন পদ্ধতিতে টাকা পাঠানো সম্ভব। যেমন এই অ্যাপের দ্বারা আপনি অ্যাকাউন্ট ট্রান্সফার করতে পারবেন, ঠিক তেমনি মোবাইল নম্বরে টাকা পাঠাতে পারবেন। আবার QR কোড স্ক্যান করেও টাকা পাঠাতে পারবেন। ক্যাশব্যাকের সুবিধা উপভোগ করার জন্য কোনো একটি পদ্ধতিতে বারবার ব্যবহার না করে একেকবার একেক ভাবে অর্থ পাঠানো শুরু করুন। অর্থাৎ উপরিউক্ত সবকটি পদ্ধতি ব্যবহার করেই অর্থ লেনদেন করুন।
5. বর্তমানে গুগল পে-তে বিভিন্ন ধরনের ইভেন্ট বা গেম-এর আয়োজন করা হয়। Google pay থেকে ক্যাশব্যাক-এর সুবিধা পেতে এই বিভিন্ন ইভেন্ট গুলিতে অংশগ্রহণ করতে পারেন। এর মাধ্যমে 100 থেকে 500 টাকা পর্যন্ত লাভ করতে পারেন আপনি।
আমাদের ওয়েবসাইটের টেকনোলজি নিউজগুলো মিস করতে না চাইল আমাদের Whatsapp এবং Telegram গ্রুপে জয়েন হয়ে থাকুন।
আরো পড়ুন:
Google Pay: গুগল পে ব্যবহার করছেন? তাহলে পেয়ে যাবেন ১৫০০০ টাকা, কিভাবে পাবেন জেনে নিন।