FD Rates: নিজের ভবিষ্যতের অর্থনৈতিক সুরক্ষা বৃদ্ধি করতে সাধারণ মানুষ চান তার কষ্টার্জিত অর্থ নির্দিষ্ট কোনো স্থানে বিনিয়োগ করতে। সেই সঙ্গে প্রতিটি বিনিয়োগকারী চান তার বিনিয়োগ করা অর্থের পরিমাণের উপর মোটা অঙ্কের সুদ জমা হয়ে মেয়াদ শেষে আরো কিছুটা বেশি টাকা তার হাতে আসুক। এই সমস্ত চাহিদা মেটানোর জন্য তারা নির্ভর করতে চান সরকারি কোনো বিশ্বস্ত প্রতিষ্ঠানের উপর। আর অর্থ বিনিয়োগের ক্ষেত্রে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসাবে সরকারি ব্যাংকগুলির গুরুত্ব যে কতটা, তা আর বলার অপেক্ষা রাখে না।
ব্যাংকগুলিও সাধারণ মানুষের সুবিধার জন্য নিজেদের নানা ধরনের স্কিম চালু করে রেখেছে। যার মাধ্যমে বিনিয়োগ করলে নির্দিষ্ট সময় পর মোটা অংকের টাকা রিটার্ন পাওয়া সম্ভব। ব্যাংকের এই লাভজনক স্কিমগুলির মধ্যে বিশেষ জনপ্রিয় একটি স্কিম হলো ফিক্সড ডিপোজিট স্কিম বা FD। এই স্কিমে এককালীন একটি নির্দিষ্ট অঙ্কের টাকা বিনিয়োগ করলে সেই বিনিয়োগ করা অর্থের পরিমাণের ভিত্তিতে সুদের টাকা পান গ্রাহকরা। তবে বিভিন্ন ব্যাংক ভেদে এই সুদের অঙ্কে বিভিন্নতা দেখা যায়।
FD Rates: কোন ব্যাংক FD স্কিমে সুদের হার বৃদ্ধি করতে চলেছে?
বর্তমানে ভারতের বিভিন্ন সরকারি ব্যাংক গুলির মধ্যে অন্যতম জনপ্রিয় একটি নাম হলো কানারা ব্যাংক। এই কানারা ব্যাংকই এবার তার গ্রাহকদের আরো বেশি উপকৃত করতে নিজেদের ফিক্সড ডিপোজিটে সুদের হার বৃদ্ধি করতে চলেছে। এই ব্যাংক 7 দিন থেকে 10 বছর মেয়াদী ফিক্সড ডিপোজিটের জন্য গ্রাহকদের 4.00 শতাংশ থেকে সর্বোচ্চ 7.75 শতাংশ হারে সুদ প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তি অনুসারে জানা গেছে নতুন এই সুদ বৃদ্ধির নিয়মটি ব্যাংকের FD অ্যাকাউন্টধারী সমস্ত গ্রাহকদের জন্য 27 অক্টোবর 2023 তারিখ থেকে কার্যকর করা হয়েছে।
কানারা ব্যাংকে বিভিন্ন মেয়াদের Fixed Deposit-এ কতো সুদ প্রদান করা হয়?
সাধারণত যে কোনো ব্যাংকের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সুদের পরিমাণটি নির্ভর করে অর্থ বিনিয়োগ করার সময়সীমার উপর। কানারা ব্যাংকের ক্ষেত্রেও এর অন্যথা হয় না। বিভিন্ন মেয়াদের FD স্কিমে এই ব্যাংক কত সুদ দেয় দেখে নেওয়া যাক-
1. এই ব্যাংক 7 দিন থেকে 45 দিনের FD স্কিমের ক্ষেত্রে 4.00 শতাংশ সুদ দেয়।
2. 46 দিন থেকে 90 দিনের ফিক্সড ডিপোজিট -এর ক্ষেত্রে 5.25 শতাংশ সুদ প্রদান করা হয়।
3. 91 দিন থেকে 179 দিনের ক্ষেত্রে দেওয়া হয় 5.50 শতাংশ সুদ।
4. 180 দিন থেকে 269 দিনের ফিক্সড ডিপোজিট স্কিমের জন্য গ্রাহকরা 6.15 শতাংশ সুদ পান।
5. 270 দিন থেকে 1 বছরের ফিক্সড ডিপোজিট এর জন্য ব্যাংক 6.25 শতাংশ সুদ দেয়।
6. 1 বছরের ফিক্সড ডিপোজিট এর ক্ষেত্রে সুদের পরিমাণ 6.90 শতাংশ ।
7. 444 দিনের ফিক্সড ডিপোজিটে গ্রাহকরা 7.25 শতাংশ সুদ এর সুবিধা লাভ করেন।
8. 1 বছর থেকে 2 বছরের ক্ষেত্রে সুদের পরিমাণ 6.85 শতাংশ।
9. 2 বছর থেকে 3 বছরের FD তে এই ব্যাংক 6.85 শতাংশ সুদ পায়।
10. 3 বছর থেকে 5 বছরের ফিক্সড ডিপোজিটে গ্রাহকরা এই ব্যাংক থেকে 6.80 শতাংশ সুদের সুবিধা লাভ করতে পারেন।
11. 5 বছর থেকে 10 বছরের জন্য এই ব্যাংক 6.70 শতাংশ সুদ দেয়।
সময়সীমা | সুদের হার |
7 দিন থেকে 45 দিনের FD | 4.00 শতাংশ সুদ |
46 দিন থেকে 90 দিনের FD | 5.25 শতাংশ সুদ |
91 দিন থেকে 179 দিনের FD | 5.50 শতাংশ সুদ |
180 দিন থেকে 269 দিনের FD | 6.15 শতাংশ সুদ |
270 দিন থেকে 1 বছরের FD | 6.25 শতাংশ সুদ |
1 বছরের ফিক্সড ডিপোজিট | সুদের পরিমাণ 6.90 শতাংশ |
444 দিনের ফিক্সড ডিপোজিটে | 7.25 শতাংশ সুদ |
1 বছর থেকে 2 বছরের | 6.85 শতাংশ সুদ |
2 বছর থেকে 3 বছরের FD | 6.85 শতাংশ সুদ |
3 বছর থেকে 5 বছরের FD | 6.80 শতাংশ সুদ |
5 বছর থেকে 10 বছরের জন্য FD | 6.70 শতাংশ সুদ |
FD Rates: প্রবীণ ব্যাক্তিরা এই ব্যাংকের FD স্কিম থেকে কত সুদ পান?
অন্যান্য ব্যাংকের মতো এই ব্যাংকেও প্রবীণ নাগরিকরা সাধারণ গ্রাহকের থেকে একটু বেশি পরিমাণে সুদ পেয়ে থাকেন। কানারা ব্যাংকে ফিক্সড ডিপোজিট স্কিম-এর ক্ষেত্রে প্রবীন নাগরিকরা অন্যান্য সাধারণ গ্রাহকদের থেকে 50 বেসিস পয়েন্ট বেশি সুদের সুবিধা উপভোগ করতে পারেন।
সরকারি সুবিধা এবং গুরুত্বপূর্ণ খবর মিস করতে না চাইলে আমাদের Whatsapp এবং Telegram গ্রুপে জয়েন হয়ে থাকুন।
আরো পড়ুন: