প্রতিটা মানুষই চায় ভবিষ্যৎ জীবনের জন্য অর্থ সঞ্চয় করতে। কম বয়সী মানুষের কাজ করার শক্তি থাকে, কিন্তু বৃদ্ধকালে মানুষের শরীরের শক্তি কমে যায়। বৃদ্ধকালের দিনগুলি যাতে ভালো কাটে সেই জন্য সকলেই চায় সেই সময় আর্থিক সঙ্গতি যেন থাকে।
যে সমস্ত মানুষ স্টেট গভমেন্ট বা সেন্ট্রাল গর্ভমেন্টের চাকুরী করেন তারা চাকরি থেকে অবসর নেওয়ার পরে মোটা টাকা প্রতি মাসে পেনশন পাবেন। কিন্তু যে সমস্ত মানুষজন বেসরকারি স্তরে কর্ম করে তাদের তো আর পেনশনের সুবিধা নেই। এইজন্য সমস্ত স্তরের মানুষের জন্য তৎকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক বিশেষ ধরনের পেনশন স্কিমের প্রচলন করেছেন যে স্কিমটির নাম Atal Pension Yojana।
এই পেনশন যোজনাটি সরকারি প্রকল্পের আওতায় রয়েছে। ২০১৫ সালে প্রথম Atal Pension Yojana এই স্কিমটির সূচনা করা হয়। এই বিনিয়োগে ক্ষতির ঝুঁকিও অনেকটাই কম থাকে। এই পেনশন যোজনা করতে গেলে কি কি শর্ত পূরণ করতে হবে? এই স্কিমের প্রিমিয়াম কত? সমস্ত কিছু উত্তর পেতে এই লেখাটি সম্পূর্ণ পড়ুন।
Atal Pension Yojana বিনিয়োগের শর্ত
- এই পেনশন যোজনাতে নাম লেখাতে গেলে একজন ব্যক্তিকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে।
- একজন ব্যক্তি যদি কোনো অসংগঠনিক কর্মক্ষেত্রে কাজ করেন তবেই তিনি এই পেনশন যোজনার আওতায় আসতে পারবেন।
- ব্যক্তিটির নামে আধার কার্ড প্যান কার্ড সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি থাকতে হবে।
- ব্যক্তিটি নিজস্ব নামে একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক। ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিংক করানো থাকতে হবে।
- অটল পেনশন যোজনার পলিসি হোল্ডারের ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর।
- এই পেনশন যোজনার আওতায় আসতে গেলে একজন ব্যক্তির সর্বাধিক বয়স থাকতে হবে ৪০।
- এই পেনশন যোজনায় সকল শ্রেণীর মানুষই নাম লেখাতে পারেন।
Atal Pension Yojana সুবিধা
- Policy holder এই পেনশন যোজনায় প্রতি মাসে ৪২ টাকা থেকে ২১০ টাকা করে জমা করতে পারবেন।
- এই স্কিম শেষ হওয়ার আগেই যদি পলিসি হোল্ডারের মৃত্যু হয় সে ক্ষেত্রে পলিসি হোল্ডারের পরিবার এই অটল পেনশন যোজনার টাকা পেয়ে যাবেন।
- অটল পেনশন যোজনার মাধ্যমে একজন ব্যক্তি প্রতি মাসে কত টাকা পেনশন হিসেবে পেতে চান তা নিজেই সিলেক্ট করতে পারবেন। যত টাকা পেনশন হিসেবে পেতে চান সেই অনুযায়ী পলিসি হোল্ডার প্রিমিয়াম জমা দেবেন।
- এই স্কিমের মাধ্যমে একজন ব্যক্তি প্রতিমাসে সর্বনিম্ন হাজার টাকা পেনশন হিসেবে পেতে পারেন।
- অটল পেনশন যোজনার মাধ্যমে সর্বোচ্চ পেনশনের পরিমাণ হল পাঁচ হাজার টাকা।
Atal Pension Yojana-য় টাকা পাওয়ার পদ্ধতি
বিনিয়োগের হিসাব- যদি কোনো ব্যক্তি ১৮ বছর বয়সে প্রতিমাসে ২১০ টাকা দিয়ে অটল পেনশন যোজনায় বিনিয়োগ করা শুরু করেন। তবে ওই ব্যক্তি মেয়াদ শেষে মাসে ৫০০০ টাকা করে পেনশন পাবেন। আবার যদি কেউ ৪০ বছর বয়সে বিনিয়োগ করা শুরু করেন তবে ওই ব্যক্তির ৫০০০ টাকা করে পেনশন পেতে চাইলে প্রতি মাসে তাকে প্রিমিয়াম হিসেবে দিতে হবে ১৪৫৪ টাকা। কোনো ব্যক্তি ৪০ বছর বয়সে বিনিয়োগ শুরু করলে তাকে ৬০ বছর পর্যন্ত প্রিমিয়াম জমা দিতে হবে।
আমাদের ওয়েবসাইটের নিউজগুলো মিস করতে না চাইল আমাদের Whatsapp এবং Telegram গ্রুপে জয়েন হয়ে থাকুন।
এটাও পড়ুন:
পোস্ট অফিসে এই স্কিমে মাত্র 50 টাকা জমা রাখলেই পেয়ে যাবেন 35 লক্ষ টাকা, জানুন পুরো ডিটেলস