Best Stocks for Long Term: শেয়ারবাজারে এরকম অনেক কোম্পানি আছে যাদের ব্যবসা সবার থেকে আলাদা এবং এইসব কোম্পানিগুলোর প্রতিদ্বন্দীয় অনেক কম থাকে। এরকম কোম্পানি পরবর্তীকালে ইনভেস্টারদের Multibagger Return দেয়। এরকমই একটা কোম্পানি সিডিএসএল (CDSL)।
সিডিএসএল তার শেয়ার হোল্ডারদের গত পাঁচ বছরে 450% এর থেকেও বেশি রিটার্ন দিয়েছে। সব থেকে এক্টিভ ডিম্যাট একাউন্ট এর সংখ্যা যদি কারো কাছে থেকে থাকে সেটা হচ্ছে সিডিএসএলের কাছে।
সেপ্টেম্বরের রিপোর্ট অনুযায়ী CDSL এর কাছে 9,62,00,036 অ্যাক্টিভ ডিম্যাট একাউন্ট আছে, এখানেই প্রমাণ হয় NSDL এর থেকেও বেশি কাস্টমার সিডিএসএল এর কাছে আছে। কিন্তু এনএসডিএল এখনো শেয়ার বাজারে লিস্টিং নয় সেই কারণে এর লাভটা সরাসরি সিডিএসএল পাচ্ছে।
২৮ এ অক্টোবর রেজাল্ট আসবে
১০ই অক্টোবর কোম্পানি শেয়ার বাজার কে একটা মেসেজ দিয়েছে, সেই কারণেই ধরা হচ্ছে CDSL ২৮ শে অক্টোবর তার দ্বিতীয় কোয়ার্টার রেজাল্ট বার করবে। এই খবরটা আসার পর থেকেই CDSL এর শেয়ার প্রাইজে দারুন বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে।
শুক্রবার CDSL Share Price 1.50% বেড়ে 1412.55 লেভেলে ট্রেড করছে। 880 টাকা 52 Week লো ছিলো, 52 week লো থেকে শেয়ারটি কমপক্ষে 50% উপরে উঠেছে।
এই কোয়ার্টারে কোম্পানিটির রেজাল্ট ভালো হতে পারে
সিডিএসএল এর প্রধান কাজ ডিপোজিটরি সার্ভিস দেওয়া, যা শেয়ার হোল্ডারদের শেয়ার নিজের কাছে রাখা। এবং যত নতুন IPO লঞ্চ হয় তার জন্য এই কোম্পানি ফিসচার্জ করে। বাজার উপরে যাক বা নিচে এই কোম্পানির ব্যবসা শুধু কেনা বেচার উপর নির্ভর করে। দ্বিতীয় কোয়ার্টারে 50 টিরও বেশি আইপিও এসেছে যার কারনে কোম্পানির রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে।
এই 13 বছরের মধ্যে শুধু সেপ্টেম্বরে 14 টারও বেশি মেইন বোর্ড আইপিও লিসটিং হয়েছে। কোম্পানিটি শুধু IPO-র মাধ্যমে 11,800 কোটি টাকা সংগ্রহ করেছে। SME IPO তেও বড়সড়ো বৃদ্ধি লক্ষ্য করা গেছে। কমপক্ষে 37টি কোম্পানি এই সেপ্টেম্বরের মধ্যে লিস্টিং হয়েছে।
2012 সালের পর এটাই সব থেকে বেশি সংখ্যা। এটাই আসল কারণ এবং বাজারের বিশেষজ্ঞরা মনে করছে এর কারণে CDSL এর শেয়ারে আগামী দিনে একটা বড়সড়ো তেজী আসতে পারে। CDSL এর প্রোমোটার কোম্পানি হচ্ছে BSE সেই কারণে BSE-র শেয়ারেও তেজী লক্ষ্য করা যাচ্ছে।
অনবরত বাড়ছে ডিম্যাট একাউন্ট এর সংখ্যা
করোনাভাইরাসের পর থেকে শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট অনেক গুণ বেড়েছে, এখন মানুষ শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট করতে পছন্দ করছে। কারণ এই সময়েই মানুষ শেয়ার বাজার থেকে ভালো লাভ পেয়েছে। এর কারণেই প্রতিদিন বাড়ছে ডিম্যাট একাউন্টের সংখ্যা। এই সেপ্টেম্বর মাসেই রেকর্ড ডিম্যাট একাউন্ট ওপেন হয়েছে।
গত বছরের তুলনায় সেপ্টেম্বরে এই সংখ্যা 26% বেড়ে 12.97 কোটি হয়েছে। এনএসডিএল এবং সিডিএসএল এর রিপোর্ট অনুসারে এই সেপ্টেম্বর মাসে 30.6 লক্ষেরও বেশি ডিম্যাট একাউন্ট খোলা হয়েছে। তবে আগস্টে এই সংখ্যা ছিল 31 লাখ।
📨আমাদের ওয়েবসাইটের নিউজগুলো মিস করতে না চাইল আমাদের Whatsapp এবং Telegram গ্রুপে জয়েন হয়ে থাকুন।
এটাও পড়তে পারেন:
IT কোম্পানির এই শেয়ারগুলো ইনভেস্টারদের কোটিপতি বানিয়েছে, থাকলে একটা শেয়ারও বিক্রি করবেন না