Blue Jet Healthcare IPO: কালকে খুলতে চলেছে ব্লু জেট হেলথ কেয়ারের ৮৪০ কোটি টাকার আইপিও এর আগে কোম্পানিটি ২৫২ কোটি টাকা জড়ো করেছিল এংকার ইনভেস্টারদের কাছ থেকে।
Blue Jet Healthcare IPO: আইপিওতে যেসব ইনভেস্টাররা টাকা ইনভেস্ট করে তাদের জন্য আবার এসেছে একটা দারুণ সুযোগ। কারণ ব্লু হেলথ কেয়ার তাদের আইপিও বাজারে নিয়ে আসছে। এই IPOটি কাল মানে ২৫ শে অক্টোবর ২০২৩ বাজারে ওপেন হতে চলেছে। এই আইপিওতে আপনি ২৭ শে অক্টোবর ২০২৩ পর্যন্ত সাবস্ক্রাইব করতে পারবেন। যদি আপনি এই আইপিওতে ইনভেস্ট করতে চান তাহলে আমরা আপনাকে এই IPO টার ব্যাপারে ডিটেলসে জানাতে চলেছি, তাহলে চলুন জেনে নিই এই IPO -র সম্বন্ধে ডিটেলসে।
এই আইপিওটার প্রাইজ ব্যান্ড কত?
ব্লু জেট হেলথ কেয়ার তাদের IPO -র প্রাইজ ব্যান্ড প্রকাশ্যে এনেছে। এই আইপিওর প্রাইজ ব্যান্ড ৩২৯ টাকা থেকে ৩৪৬ টাকার মধ্যে রাখা হয়েছে। কোম্পানির ফেস ভ্যালু ২ টাকা করে প্রতি শেয়ার রাখা হয়েছে। IPO-র মাধ্যমে এই কোম্পানিটি টোটাল ৮৪০.২৭ কোটি টাকা সংগ্রহ করবে।
এই আইপিওতে আপনি যদি টাকা লাগাতে চান তাহলে এই আইপিওতে আপনাকে কম করে ৪৩টার একটা লট এপ্লাই হবে। আইপিওতে এপ্লাই করার পর আপনি যদি এই কোম্পানিটির আইপিও পান, তাহলে আপনার ডিম্যাট একাউন্টে আপনি এই কোম্পানিটি শেয়ার ১লা নভেম্বর ২০২৩ থেকে দেখতে পাবেন। এছাড়াও বাজারে এই শেয়ারটির কেনাবেচা ৬ নভেম্বর ২০২৩ থেকে শুরু হবে। এই শেয়াররের লিস্টিং বম্বে স্টক এক্সচেঞ্জ এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ দুটোতেই হবে।
বড় ইনভেস্টাররা কত টাকা ইনভেস্টমেন্ট করেছে
এই বুধবারে ব্লু জেট হেলথকেয়ারের আইপিও বাজারে ওপেন হচ্ছে, রিটেল ইনভেস্টারদের জন্য। কিন্তু রিটেল ইনভেস্টারদের জন্য এই আইপিও ওপেন হওয়ার আগে ২২টি বড় ইনভেস্টার এর কাছ থেকে কোম্পানি ২৫২.০৮ কোটি টাকা সংগ্রহ করেছে। কোম্পানির কাছ থেকে অফিশিয়ালি জানা গেছে কোম্পানি ২৪৬ টাকা হিসাবে বাজারে মোট ৭২,৮৫,৫৪৮ টি শেয়ার ছাড়বে।
বড় ইন্ডাস্টারদের মধ্যে ICICI Prudential Funds, Government Pension Fund Global, HDFC Mutual Fund, Nippon Life India, Aditya Birla Sun Life Insurance, HSBC Global Investment Funds ইত্যাদি এংকার ইনভেস্টাররা ইনভেস্টমেন্ট করেছে।
Blue Jet Healthcare কোম্পানিটি কি করে
এই কোম্পানিটি ফার্মাসিটিক্যাল ইন্ডাস্ট্রিতে কাজ করে স্পেশালি কোম্পানি API ম্যানুফ্যাকচারিং করে। এর উপাদান বিভিন্ন ওষুধ তৈরিতে কাজে লাগে। কোম্পানির এই ফিল্ডে ৫০ বছরেরও বেশি অভিজ্ঞতা আছে। ১৪০ টারও বেশি কাস্টমার কোম্পানির হাতে আছে। ৫০+ কান্ট্রিতে কোম্পানিটি ব্যবসা করে এবং ৪টে ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে।
ব্লু জেট হেলথকেয়ারের আর্থিক অবস্থা সম্পর্কে কথা বললে, কোম্পানির মোট মুনাফা গত বছর বার্ষিক ভিত্তিতে ১৮১.৫৯ কোটি টাকা থেকে কমে ১৬০.০৩ কোটি টাকা হয়েছে। কোম্পানিটির এপ্রিল থেকে জুন ২০২৩ পর্যন্ত কোয়ার্টারলি মোট মুনাফার কথা বললে কোম্পানিটি ৪৪.১২ কোটি টাকার মোট মুনাফা পোস্ট করেছে কোয়ার্টারলি।
আমাদের ওয়েবসাইটের নিউজগুলো মিস করতে না চাইল আমাদের Whatsapp এবং Telegram গ্রুপে জয়েন হয়ে থাকুন।
এটাও পড়ুন: