FD Rates: অর্থ বিনিয়োগ করার জন্য যেসব মানুষ সরকারি বা বেসরকারি ব্যাংক গুলিকে বেছে নেন, তাদের কাছে অন্যতম বিশ্বাসযোগ্য একটি স্কিম হলো Fixed Deposit বা FD। এই স্কিমের মাধ্যমে কোনো বিনিয়োগকারী এককালীন বেশ কিছুটা পরিমাণ অর্থ জমা করলে তার উপর নির্দিষ্ট পরিমাণ সুদের অর্থ সংযুক্ত হয়। এর ফলে মেয়াদ শেষে অর্থ বিনিয়োগকারী ব্যাক্তি তার বিনিয়োগ করা টাকার পরিমাণ-এর থেকেও বেশ কিছুটা বেশি টাকা হাতে পান।
সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে ঘোষণা করা নতুন আর্থিক নীতির মাধ্যমে এই ফিক্সড ডিপোজিট স্কিমে সুদের হার আরো কিছুটা বৃদ্ধি করেছে দেশের বিভিন্ন ব্যাংক গুলি। এই কারণেই ফিক্সড ডিপোজিট স্কিমটি বর্তমানে অর্থ বিনিয়োগকারী ব্যক্তিদের কাছে আরও বেশি লাভজনক হয়ে উঠেছে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার রেপো রেট অনুযায়ী শুধু সরকারি ব্যাংক গুলি নয়, বেসরকারি ব্যাংক গুলিও FD-তে সুদের হার বাড়িয়ে উপকৃত করেছে সাধারণ মানুষকে।
FD Rates: বর্তমানে কোন কোন বেসরকারি ব্যাংক সুদের হার বৃদ্ধি করেছে?
রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ঘোষণা করা রেপো রেট অনুযায়ী বর্তমানে দেশের কয়েকটি বেসরকারি ব্যাংক নিজেদের ফিক্সড ডিপোজিট স্কিমের সুদের হার বাড়িয়েছে। বর্তমানে যে বেসরকারি ব্যাংক গুলির কাছ থেকে গ্রাহকরা বেশি সুদ পাবেন সেগুলি হল আইসিআইসিআই ব্যাংক (ICICI Bank), এইচডিএফসি ব্যাংক (HDFC Bank), অ্যাক্সিস ব্যাংক (Axis Bank), কোটাক মাহিন্দ্রা ব্যাংক (Kotak Mahindra Bank) এবং RBL ব্যাংক। এই ব্যাংক গুলি গ্রাহকদের ফিক্সড ডিপোজিট স্কিমে কি পরিমাণ সুদ দিচ্ছে তা জেনে নিন।
1. ICICI ব্যাংকে সুদের হার
ICICI ব্যাংকে গ্রাহকরা সর্বনিম্ন 7 দিন থেকে 10 বছর পর্যন্ত মেয়াদের Fixed Deposit করতে পারেন। এই ব্যাংক ফিক্সড ডিপোজিট- এর ক্ষেত্রে 3.00 শতাংশ থেকে সর্বোচ্চ 7.65 শতাংশ পর্যন্ত সুদ সাধারণ গ্রাহকদের দিয়ে থাকে। তবে সাধারণ গ্রাহকদের থেকে প্রবীণ গ্রাহকরা একটু বেশি সুবিধা লাভ করেন। প্রবীণ নাগরিক অর্থাৎ সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে এই ব্যাংক ফিক্সড ডিপোজিটে 50 বেসিস পয়েন্ট সুদ বেশি দেয়।
2. HDFC ব্যাংকে সুদের হার
HDFC ব্যাংকের ক্ষেত্রেও গ্রাহকরা 7 দিন থেকে 10 বছরের জন্য ফিক্সড ডিপোজিট স্কিমে নিজের টাকা বিনিয়োগ করতে পারেন। এই ব্যাংকে সর্বনিম্ন 3.00 শতাংশ থেকে সর্বোচ্চ 7.75 শতাংশ সুদ দেয় সাধারণ গ্রাহকদের। HDFC ব্যাংক তার সিনিয়র সিটিজেন গ্রাহকদের ফিক্সড ডিপোজিট স্কিমের ক্ষেত্রে 50 bps সুদ বেশি দেয়।
3. Axis ব্যাংকে সুদের হার
বর্তমানে Axis ব্যাংক তার অধীনে 7 দিন থেকে 10 বছর মেয়াদী FD স্কিমের ক্ষেত্রে 3.00 শতাংশ থেকে সর্বোচ্চ 7.75 শতাংশ সুদ প্রদান করছে। এখানেও গ্রাহকদের জন্য সাধারণ গ্রাহকদের তুলনায় কিছুটা বেশি সুদ প্রদান করা হয়। সাধারণ গ্রাহকদের তুলনায় এই ব্যাংকের সিনিয়র সিটিজেন গ্রাহকরা 50 বেসিস পয়েন্ট বেশি সুদের সুবিধা লাভ করেন।
4. Kotak Mahindra ব্যাংকে সুদের হার
বর্তমানে কোটাক মাহিন্দ্রা ব্যাংক 7 দিন থেকে 10 বছর মেয়াদের ফিক্সড ডিপোজিট স্কিমের জন্য সাধারণ গ্রাহকদের 2.75 শতাংশ থেকে 7.75 শতাংশ হারে সুদ দিয়ে থাকে। আর সিনিয়ার সিটিজেন গ্রাহকরা এই ব্যাংকের ক্ষেত্রেও FD স্কিমের জন্য 50 বেসিস পয়েন্ট বেশি সুদ পান।
5. RBL ব্যাংকে সুদের হার
RBL ব্যাংক বর্তমানে সাধারণ গ্রাহকদের FD স্কিমে 7 দিন থেকে 10 বছর মেয়াদের জন্য 3.50 শতাংশ থেকে 8.30 শতাংশ হারে সুদ প্রদান করছে। অর্থাৎ এই ব্যাংক বর্তমানে সবথেকে বেশি সুদ দিচ্ছে 8.30% হারে। অন্যান্য ব্যাংক গুলির মতো এই ব্যাংক ও সিনিয়র সিটিজেন গ্রাহকদের সাধারণ গ্রাহকের তুলনায় 50 bps বেশি সুদের সুবিধা দিচ্ছে।
সরকারি সুবিধা এবং গুরুত্বপূর্ণ খবর মিস করতে না চাইলে আমাদের Whatsapp এবং Telegram গ্রুপে জয়েন হয়ে থাকুন।
আরো পড়ুন:
পোস্ট অফিসে এই স্কিমে মাত্র 50 টাকা জমা রাখলেই পেয়ে যাবেন 35 লক্ষ টাকা, জানুন পুরো ডিটেলস