Fundamentally Strong Stocks: আজকে আমি এই প্রতিবেদনটায় একটা ফান্ডামেন্টাল স্ট্রং স্টককে নিয়ে কথা বলব। আগামী দিনে এই কোম্পানিটি তার শেয়ারহোল্ডারদের দারুন মুনাফা দিতে পারে। এটি একটি স্মল ক্যাপ কোম্পানি এবং কোম্পানিটির ব্যবসা প্রত্যেক বছর মার্কেটে বৃদ্ধি পাচ্ছে। ধৈর্যের সাথে দীর্ঘ সময়ের জন্য যদি এই কোম্পানিটির শেয়ারে ইনভেস্টমেন্ট করা যায় তাহলে ইনভেস্টার Multibagger Return জেনারেট করতে পারে।
আজকে আমি কথা বলব Agarwal Industrial Corporation Ltd এর ব্যাপারে এই কোম্পানিটি ইন্ডিয়ান স্টক মার্কেট NSE এবং BSE তে লিস্টিং। তাহলে চলুন জেনে নিই, আগরওয়াল ইন্ডাস্ট্রিয়াল কর্পোরেশন এর ব্যাপারে ডিটেলসে।
কোম্পানিটি কি ব্যবসা করে
Fundamentally Strong Stocks: Agarwal Industrial Corporation কোম্পানিটি পেট্রো কেমিক্যাল ব্যবসার সঙ্গে যুক্ত, কোম্পানি (বিটুমিন ও বিটুমিনাস) বানিয়ে থাকে। কোম্পানিটির প্রডাক্ট রোড কন্সট্রাকশন, পাওয়ার এবং LPG ইন্ডাস্ট্রিতে ব্যবহার হয়ে থাকে। বিটুমিন ম্যানুফ্যাকচারিং এ এই কোম্পানিটি মার্কেট লিডার। ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম ও হিন্দুস্তান পেট্রোলিয়াম ইত্যাদি কোম্পানির সঙ্গে আগরওয়াল ইন্ডাস্ট্রিয়াল কর্পোরেশন মার্কেটিং পার্টনারশিপ করে রেখেছে।
Agarwal Industrial Corporation ফিনান্সিয়াল
কোম্পানিটি 2019 সালে 531 কোটি টাকার সেল করেছিল। সেই সেল বৃদ্ধি পেয়ে 2023 সালে 2,015 কোটি টাকা হয়েছে। পাঁচ বছরে কোম্পানিটির সেল 37% হারে বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটির প্রফিট 2019 সালে 13 কোটি টাকা ছিল, এই প্রফিট বৃদ্ধি পেয়ে 2023 সালে 96 কোটি টাকা হয়েছে। গত পাঁচ বছরে কোম্পানিটির প্রফিট 55% হারে বৃদ্ধি পেয়েছে। 2023 সালে কোম্পানিটি অপারেটিং প্রফিট মার্জিন 7% পোস্ট করেছে এবং অপারেটিং প্রফিট 136 কোটি টাকা পোস্ট করেছে।
Agarwal Industrial Corporation ফিনান্সিয়াল রেশিও
বর্তমানে এই কোম্পানিটির মার্কেট ক্যাপ 1,273 কোটি টাকা এবং এটি একটি স্মল ক্যাপ পেট্রো কেমিক্যাল কোম্পানি। শেয়ারটির এখন মার্কেটে PE চলছে 13.2 এর মাল্টিপ্লাইএ। ROCE 23.6% ROE 26.2 % এবং EPS 64.8। এই কোম্পানির শেয়ারটি 52 সপ্তাহে হাই করেছিল 1,099 টাকা এবং 52 সপ্তাহ লো করেছিল 531 টাকা।
Agarwal Industrial Corporation রিটার্ন হিস্ট্রি
গত দশ বছরে কোম্পানিটি তার শেয়ারহোল্ডারদের 408% রিটার্ন দিয়েছে। গত পাঁচ বছরে 330% রিটার্ন দিয়েছে। গত ছয় মাসে 33% রিটার্ন দিয়েছে। এই কোম্পানিটি তার শেয়ারহোল্ডারদের গত পাঁচ বছর ধরে 34 শতাংশ হারে অ্যাভারেজ রিটার্ন দিয়ে চলেছে। এই কোম্পানিটির ব্যবসা প্রত্যেক বছর ভালো হচ্ছে তাই আশা করা যাচ্ছে আগামী দিনেও এই কোম্পানিটি তার শেয়ারহোল্ডারদের অনবরত একটা ভালো রিটার্ন দিতে থাকবে। আগরওয়াল ইন্ডাস্ট্রিয়াল কর্পোরেশন লিমিটেডের প্রোমোটার নিজেদের কাছে 57% এরও বেশি শেয়ার হোল্ড করে রেখেছে।
বর্তমানে Agarwal Industrial Corporation এর Share Price 861.50 করে চলছে। এখন এই শেয়ারটি তার 52 সপ্তাহের হাই থেকে 23% ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে।
Agarwal Industrial Corporation Share Price Today
কোম্পানিটির নাম | শেয়ারের দাম |
Agarwal Industrial Corporation | শেয়ার প্রতি 861.50 টাকা (Closing Time) |
আপনি যদি শেয়ার বাজারে Agarwal Industrial Corporation এর শেয়ার কিনতে চান অথবা শেয়ার বাজারে আপনার টাকা ইনভেস্ট করতে চান তবে এর জন্য আপনার একটি Demat Account প্রয়োজন। একটি ডিম্যাট অ্যাকাউন্ট ছাড়া, আপনি শেয়ার বাজারে কোনো কোম্পানির শেয়ার কিনতে পারবেন না। একটি Demat Account খুলতে, আপনি Upstox , Zerodha এর মতো স্টক ব্রোকার প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারেন। এই সমস্ত প্ল্যাটফর্মগুলির সাহায্যে, আপনি সহজেই বিনামূল্যে একটি Demat Account তৈরি করে Fineotex Chemical Ltd এর Share-এ আপনার টাকা ইনভেস্ট করতে পারেন।
সরকারি সুবিধা এবং গুরুত্বপূর্ণ খবর মিস করতে না চাইলে আমাদের Whatsapp এবং Telegram গ্রুপে জয়েন হয়ে থাকুন।
এটাও পড়ুন:
Disclaimer
এই প্রতিবেদনটা কোনরকম ভাবে কোন স্টক এর উপর কেনা বেচার রিকমেন্ডেশন দেয় না এটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশন এর জন্য দেওয়া হয়েছে। কোন স্টকে ইনভেস্টমেন্ট করার আগে ভালো করে রিসার্চ করে তবেই ইনভেস্টমেন্ট করুন। শেয়ার কিনে কোন রকম লস হলে moneyline24.com কোনভাবেই দায়ী নয়।