Google Pixel 8 এবং 8 Pro: লঞ্চের আগেই Google Pixel 8 এবং 8 প্রো স্মার্টফোনের যাবতীয় ফাঁস হতে চলেছে। কোম্পানি আগামী মাসের 4 অক্টোবর এই স্মার্টফোনগুলি লঞ্চ করার কথা। Android 14ও এই দিনে লঞ্চ হতে পারে। নতুন সিরিজ লঞ্চের আগে, কিছু টিপস্টার টুইটারে ফোনের ইউকে এবং মার্কিন দাম শেয়ার করেছেন। এগুলি থেকে নতুন সিরিজটি ভারতে কী দামে লঞ্চ হবে তার ধারণা পাওয়া সম্ভব। টিপস্টার WinLatest-এর Roland Quandt-এর মতে, UK-এ Pixel 8 এবং 8 Pro-এর দাম হতে পারে 699 GBP এবং 999 GBP অর্থাৎ প্রায় 70,919 টাকা এবং 1,01,356 টাকা।
Google Pixel 8 এবং 8 Pro এর দাম
মার্কিন যুক্তরাষ্ট্রে Pixel 8 এবং 8 Pro-এর দাম, টিপস্টার কামিলার মতে, $699 যা ভারতীয় মুদ্রায় প্রায় 58,000 টাকা এবং $899 যা ভারতীয় প্রায় 75,000 টাকা হতে পারে। এবার কোম্পানিটি আরো $100 মূল্যে বেস মডেল লঞ্চ করছে। ভারতে ফোনটির দাম প্রায় 68,000 এবং 85,000 টাকা হতে পারে বলে মনে করা হচ্ছে।
91Mobile-এর রিপোর্ট
91Mobile-এর রিপোর্ট অনুযায়ী, Google-এর ইন-হাউস টেনসর G3 চিপসেট Pixel 8 এবং Pixel 8 Pro-তে পাওয়া যাবে। থাকবে, Titan M2 সিকিউরিটি প্রসেসর। এছাড়াও, কোম্পানি উভয় স্মার্টফোনেই একটি 10.5MP ফ্রন্ট ক্যামেরা দিতে পারে। Pixel 8 Pro তে একটি 6.7 ইঞ্চি 120Hz LTPO OLED স্ক্রিন থাকবে। এবার কোম্পানি 120Hz রিফ্রেশ রেট সহ একটি নন-প্রো ভ্যারিয়েন্টও লঞ্চ করতে পারে বলে জানা গিয়েছে। আগের সিরিজের মতো, দুটি স্মার্টফোনই 8GB এবং 12GB RAM ভ্যারিয়েন্ট পাওয়া যাবে বলে জানা গিয়েছে।
Google Pixel 8 এবং 8 Pro এর ক্যামেরা কোয়ালিটি
ফটোগ্রাফি সম্পর্কে বলতে গেলে, Pixel 8 এ থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যাতে 50MP প্রাইমারি শ্যুটার এবং 12MP আল্ট্রাওয়াইড লেন্স। Pixel 8 Pro-তে, একটি ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে, যাতে থাকতে পারে 50MP প্রাইমারি ক্যামেরা, 5x জুম সহ 48MP টেলিফটো লেন্স এবং 48MP আল্ট্রাওয়াইড সেন্সর।
Google Pixel 8 এবং 8 Pro এর স্টোরেজ
128GB এবং 256GB, এই 2টি স্টোরেজ বিকল্পে বেস ভ্যারিয়েন্ট লঞ্চ করতে পারে কোম্পানি। Pixel 8 Pro তে 512GB স্টোরেজ সহ একাধিক ভ্যারিয়েন্টে পাওয়া যেতে পারে। 1TB স্টোরেজ ব্যা রিয়েন্টও মার্কিন যুক্তরাষ্ট্রে লঞ্চ করা যেতে পারে।
ভারতে Google Pixel 8 এবং 8 Pro
আগামী মাসে এই সিরিজটি চালু হবে। গুগল ছাড়াও ভিভোও আগামী মাসে একটি নতুন সিরিজ লঞ্চ করবে। Vivo V29 সিরিজ লঞ্চ করার কথা রয়েছে। স্মার্টফোনে আপনি ট্রিপল ক্যামেরা সেটআপ সহ অরা লাইট পাবেন। স্মার্টফোনটিতে একটি কার্ভড AMOLED ডিসপ্লে এবং নচ ডিসপ্লে থাকবে। ভারতে আগামী 5 অক্টোবর থেকে নতুন ফোনটি প্রি-অর্ডার করা যাবে।
📨সরকারি সুবিধা এবং গুরুত্বপূর্ণ খবর মিস করতে না চাইলে আমাদের Whatsapp এবং Telegram গ্রুপে জয়েন হয়ে থাকুন।
এগুলো পড়ুন:
Amazon Great Indian Festival 2023: শুরু হতে চলেছে! এই প্রোডাক্ট গুলির উপর মিলবে 75% ছাড়
আইফোনের মত ফিচার্স নিয়ে খুব তাড়াতাড়ি লঞ্চ হচ্ছে ভারতে itel S23+ স্মার্টফোনটি! দাম জেনে নিন।