Government Emergency Alert Message: আপনি হয়তো লক্ষ্য করবেন আপনার মোবাইলে হঠাৎ করে একটা মেসেজ পপআপ হচ্ছে বিকট আওয়াজ করে এবং আপনার ফোনের ভাইব্রেট টা অটোমেটিক্যালি অন হয়ে যাচ্ছে যেটাতে লেখা আছে এমার্জেন্সি অ্যালার্ট এক্সট্রিম।
এই মেসেজটা আপনি যখনই আপনার মোবাইলে দেখতে পাচ্ছেন তখনই হয়তো আপনি একটু ভয় পেয়ে যাচ্ছেন। হয়তো ভাবছেন আমার মোবাইল কি খারাপ হয়ে গেল নাকি এটার মাধ্যমে কোন রকম আবার স্ক্যাম এর শিকার হতে চলেছি বা কেউ কেউ ভাবছে আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে বোধহয় টাকা কেটে নেয়া হলো। এই সব কারণ নিয়ে হয়তো আপনি মেসেজটার নিচে ওকে বোতমটায় ক্লিক করতেও ভয় পাচ্ছেন।
Government Emergency Alert Message আসার কারণ কি?
সেন্ট্রাল গভর্নমেন্টের অন্তর্ভুক্ত জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার কর্তৃপক্ষ তরফ থেকে টেলিফোন সংস্থা দ্বারা এই মেসেজটা সকলের মোবাইলে দেওয়া হচ্ছে।
আপনার মোবাইলে আপনি হঠাৎ করে একটা এমার্জেন্সি অ্যালার্ট এবং ভাইব্রেটের সঙ্গে একটা জরুরী মেসেজ পেতে পারেন। দয়া করে এতে ভয় পাবেন না, এই মেসেজটা সত্যিই Government Of India দ্বারা পাঠানো হচ্ছে কিন্তু এই মেসেজটা কোনভাবেই জরুরি অবস্থাকে নির্দেশ করে না অতএব এটাতে ভয় পাওয়ার কিছু নেই।
এই এসএমএসটাকে আপনার একটা সাধারণ এসএমএস হিসেবে নেবেন যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের অন্তর্ভুক্ত জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার কর্তৃপক্ষ তরফ থেকে টেলিফোন সংস্থা দ্বারা সকলের মোবাইলে দেওয়া হচ্ছে। একচুয়ালি এই মেসেজটা হচ্ছে একটা ট্রায়াল ম্যাসেজ। যেটা পরীক্ষা করার জন্য সকলের মোবাইলে পাঠানো হয়েছে এই মেসেজটা দ্বারা এটা বোঝানো হয়েছে ভবিষ্যতে কোন ঘটনা ঘটার আগে এই ধরনের মেসেজ মোবাইলে ভারত সরকার দ্বারা পাঠিয়ে জনসাধারণকে আগে থেকে সতর্ক করা।
সরকারি সুবিধা এবং গুরুত্বপূর্ণ খবর মিস করতে না চাইলে আমাদের Whatsapp এবং Telegram গ্রুপে জয়েন হয়ে থাকুন।
এটাও পড়ুন: