Indian Railways: আগে থেকে এই কাজটি না করলে মোবাইল বা ল্যাপটপ নিয়ে ট্রেনে উঠলে পড়তে হবে সমস্যায়! বিশদে জানুনসমগ্র ভারতবর্ষের গণ পরিবহন ব্যবস্থার একটি অন্যতম মাধ্যম হলো রেলপথ। ভারতে ব্রিটিশ শাসকদের আমলে চালু হওয়া রেল ব্যবস্থা দীর্ঘ এতগুলি দশক পেরিয়ে আজও পরিবহনের সবথেকে গুরুত্বপূর্ন মাধ্যম হিসাবেই সাধারণ মানুষকে সাহায্য করে চলেছে। ভারতীয় রেল নিজস্ব বিভিন্ন নিয়ম অনুসরণ করে এতো বছর ধরে নিজের গন্তব্যে এগিয়ে চলেছে। প্রয়োজন অনুসারে রেলের নিয়মেও এসেছে নানা পরিবর্তন।
সম্প্রতি এমনই একটি নতুন নিয়ম জারি করে রেলের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে জানানো হয়েছে যে, এবার থেকে ইলেকট্রনিক্স দ্রব্যের ক্ষেত্রে রেল বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করতে চলেছে। আজ এই প্রতিবেদনে সেই নিষেধাজ্ঞা সম্পর্কেই বিস্তারিত তথ্য জানাবো আপনাদের।
Indian Railways: ইলেকট্রনিক্স দ্রব্যের উপর রেলের নতুন নিয়মটি কি?
চলতি বছর ফেব্রুয়ারি মাসে রেলওয়ে রেড টারিফ রুল 2000 কে পরিবর্তন করে ইলেকট্রনিক্স দ্রব্যের বিষয়ে বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। সে সময় লিথিয়াম এবং লিথিয়াম-আয়ন ব্যাটারি যুক্ত পণ্যগুলি রেলের পার্সেল পরিষেবার মাধ্যমে পরিবহণের অনুমতি লাভ করেছিল। রেল কতৃপক্ষের এই সিদ্ধান্তে মোবাইল ফোন, ল্যাপটপ ও ছোটো বৈদ্যুতিক গাড়ি ইত্যাদি বিভিন্ন পণ্য, যার মধ্যে লিথিয়াম যুক্ত ব্যাটারি অবস্থিত, সেগুলি রেলের পার্সেল পরিষেবার দ্বারা এক স্থান থেকে অন্য স্থানে পাঠানো সম্ভব হতো।
তবে সম্প্রতি এই বিষয়ে রেল আবার তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে নিজেদের নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছে। এই সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে লিথিয়াম এবং লিথিয়াম-আয়ন ব্যাটারি যুক্ত পন্য রেলের মাধ্যমে পাঠাতে গেলে সেগুলি রেলের নিয়ম অনুযায়ীই প্যাকেজিং করতে হবে। একটি সর্ব ভারতীয় সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী জানা গেছে এ জাতীয় পণ্য কোথাও পাঠাতে হলে বা নিয়ে যেতে হলে তার 48 ঘণ্টা আগে অবশ্যই ভারতীয় রেল কর্তৃপক্ষের কাছে নোটিশের মাধ্যমে জানাতে হবে।
ইলেকট্রনিক্স পণ্য বিষয়ে রেলের এই নতুন সিদ্ধান্তের কারণ কি?
ভারতীয় রেলের তরফ থেকে জানানো হয়েছে লিথিয়াম এবং লিথিয়াম-আয়ন ব্যাটারি যুক্ত পন্যগুলি অত্যন্ত দাহ্য পদার্থ হওয়ায় এগুলির মাধ্যমে আগুন লাগার একটি সম্ভাবনা তৈরি হচ্ছে। শুধু তাই নয় গত সেপ্টেম্বর মাসে 2 বার এই পণ্যে আগুন লাগার ঘটনা ঘটেছে। চলতি অর্থবর্ষে প্রথম তিন মাসের মধ্যেই পাঁচ বার এমন ঘটনার সম্মুখীন হতে হয়েছে ভারতীয় রেল কে।
প্রসঙ্গত উল্লেখ্য রেলের পার্সেল পরিষেবার মাধ্যমে লাইটার বা লাইটার রিফিল, দাহ্য পারফিউম, অগ্নি নির্বাপক, লিকুইড দ্রব্য, লিথিয়াম ও লিথিয়াম-আয়ন ব্যাটারি যুক্ত পণ্য (মোবাইল, ট্যাবলেট, ল্যাপটপ ইত্যাদি) পরিবহনের অনুমতি পাওয়া যায়।তবে এবার থেকে এই দ্রব্যগুলির জন্য আগে থেকে রেল কতৃপক্ষের অনুমতি নেওয়া ও সঠিক নিয়ম মেনে চলা অবশ্য করণীয়।
Indian Railways: রেলের নতুন নিয়ম সম্পর্কে উচ্চপদস্থ কর্তাদের বক্তব্য কি?
একজন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা রেলের এই নতুন নিয়ম প্রসঙ্গে বলেছেন “এই জিনিসগুলি পরিবহণের আগে ভারতীয় রেলের কর্মকর্তাদের কাছে চেক করাতে হবে। আর এর পরই ট্রেনে তোলা যাবে।” সেই সঙ্গে তিনি আরো জানিয়েছেন রেলের পক্ষ থেকে এই জিনিসগুলির সঠিক ক্লাসিফিকেশনের ব্যবস্থাও করা হয়েছে। রেল কর্তৃপক্ষ আশাবাদী তাদের এই নতুন ব্যবস্থাপনার মাধ্যমে অনেক বড় দুর্ঘটনা থেকে রেলের সম্পদকে রক্ষা করা সম্ভব হবে।
সরকারি সুবিধা এবং গুরুত্বপূর্ণ খবর মিস করতে না চাইলে আমাদের Whatsapp এবং Telegram গ্রুপে জয়েন হয়ে থাকুন।
আরো পড়ুন: