Best Small Cap Stocks: ভারতীয় শেয়ার মার্কেটে অনেক কোম্পানির স্টকই লিস্টিং আছে, আপনি যদি শেয়ার মার্কেটে ইনভেস্ট করে টাকা কামাতে চান তাহলে আপনি যেকোনো কোম্পানির স্টকে টাকা লাগিয়ে শেয়ারবাজার থেকে টাকা রোজগার করতে পারবেন না।
আপনি যদি ভাল কোম্পানির স্টকে ইনভেস্টমেন্ট না করেন, যে কোম্পানিগুলো ব্যবসা ভালো করছে, যাদের ম্যানেজমেন্ট ভালো বছরের পর বছর ইনভেস্টারদের একটা ভালো রিটার্ন দিচ্ছে সেই সব কোম্পানিগুলো ছেড়ে আপনি যদি কোন বাজে কোম্পানির স্টকে ইনভেস্টমেন্ট করে ফেলেন তাহলে আপনি কোনদিনই শেয়ার বাজার থেকে টাকা রোজগার করতে পারবেন না। সেই কারণে শেয়ারবাজার থেকে আপনাকে টাকা রোজগার করতে হলে সব সময় ভালো কোম্পানির স্টোকেতেই টাকা ইনভেস্ট করতে হবে।
সেই রকমই আজকে আমি আপনাদের একটি স্মল ক্যাপ কোম্পানির সম্বন্ধে বলব যে কোম্পানিটি ইন্ডাস্ট্রিতে খুব ভালো ব্যবসা করছে। কোম্পানিটির সেল প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে। প্রফিট প্রত্যেক বছর বৃদ্ধি পাচ্ছে। ম্যানেজমেন্টও কোম্পানিটির খুব ভালো। এই স্মল ক্যাপ কোম্পানিটির নাম হচ্ছে ফিনেওটেক্স কেমিকেল লিমিটেড (Fineotex Chemical Ltd)।
এই কোম্পানিটি কি ব্যবসা করে
Best Small Cap Stocks: ফিনেওটেক্স কেমিকেল লিমিটেড কোম্পানিটি কেমিক্যাল ব্যবসার সঙ্গে যুক্ত নানা ধরনের বিশেষ কেমিক্যাল বানিয়ে থাকে আলাদা আলাদা ইন্ডাস্ট্রির জন্য। ১৯৭৯ সালে এই কোম্পানিটির জন্ম হয়েছিল, টেক্সটাইল ইন্ডাস্ট্রির কেমিক্যাল ম্যানুফ্যাকচারিং এ এই কোম্পানিটি মার্কেট লিডার। টেক্সটাইল ইন্ডাস্ট্রি ছাড়াও কোম্পানিটি ওয়াটার ট্রিটমেন্ট, কন্সট্রাকশন, ফার্টিলাইজার, লেদার এবং পেইন্ট ইন্ডাস্ট্রির জন্য কেমিক্যাল বানিয়ে থাকে। Fineotex Chemical Ltd এর ব্যবসা শুধু ইন্ডিয়াতে নয়, সারা বিশ্বব্যাপী ছড়িয়ে রয়েছে।
Fineotex Chemical Ltd ফিনান্সিয়াল
কোম্পানিটি ২০১৯ সালে ১৮২ কোটি টাকার সেল করেছিল। সেই সেল বৃদ্ধি পেয়ে ২০২৩ সালে ৫১৭ কোটি টাকা হয়েছে। পাঁচ বছরে কোম্পানিটির সেল ৩০% হারে বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটির প্রফিট ২০১৯ সালে ২৪ কোটি টাকা ছিল, এই প্রফিট বৃদ্ধি পেয়ে ২০২৩ সালে ৯০ কোটি টাকা হয়েছে। গত পাঁচ বছরে কোম্পানিটির প্রফিট ৩১% হারে বৃদ্ধি পেয়েছে। ২০২৩ সালে কোম্পানিটি অপারেটিং প্রফিট মার্জিন ২৩% পোস্ট করেছে এবং অপারেটিং প্রফিট ১১৮ কোটি টাকা পোস্ট করেছে।
ফিনেওটেক্স কেমিকেল রিটার্ন হিস্ট্রি
গত দশ বছরে কোম্পানিটি তার শেয়ারহোল্ডারদের ১,১৫৯% রিটার্ন দিয়েছে। গত পাঁচ বছরে ৬৩২% রিটার্ন দিয়েছে। গত ছয় মাসে ২১% রিটার্ন দিয়েছে। এই কোম্পানিটি তার শেয়ারহোল্ডারদের গত পাঁচ বছর ধরে ৪৯ শতাংশ হারে অ্যাভারেজ রিটার্ন দিয়ে চলেছে। এই কোম্পানিটির ব্যবসা প্রত্যেক বছর ভালো হচ্ছে তাই আশা করা যাচ্ছে আগামী দিনেও এই কোম্পানিটি তার শেয়ারহোল্ডারদের অনবরত একটা ভালো রিটার্ন দিতে থাকবে। ফিনেওটেক্স কেমিকেল লিমিটেডের প্রোমোটার নিজেদের কাছে ৬৫% এরও বেশি শেয়ার হোল্ড করে রেখেছে।
ফিনেওটেক্স কেমিক্যাল ফিনান্সিয়াল রেশিও
বর্তমানে এই কোম্পানিটির মার্কেট ক্যাপ ৩,৩০০ কোটি টাকার এবং এটি একটি স্মল ক্যাপ কেমিক্যাল কোম্পানি। শেয়ারটির এখন মার্কেটে PE চলছে ৩৫ এর মাল্টিপ্লাইএ। ROCE ৩৬% ROE ২৮% এবং EPS ৮.৫১। এই কোম্পানির শেয়ারটি ৫২ সপ্তাহে হাই করেছিল ৩৮৩ টাকা এবং ৫২ সপ্তাহ লো করেছিল ২০৩ টাকা।
বর্তমানে ফিনেওটেক্স কেমিক্যাল লিমিটেডের শেয়াররের দাম চলছে ২৯৮ টাকা করে প্রতি শেয়ার। এখন এই শেয়ারটি তার ৫২ সপ্তাহের হাই থেকে ১৮% ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে।
আপনি যদি শেয়ার বাজারে Fineotex Chemical Ltd এর শেয়ার কিনতে চান অথবা শেয়ার বাজারে আপনার টাকা ইনভেস্ট করতে চান তবে এর জন্য আপনার একটি Demat Account প্রয়োজন। একটি ডিম্যাট অ্যাকাউন্ট ছাড়া, আপনি শেয়ার বাজারে কোনো কোম্পানির শেয়ার কিনতে পারবেন না। একটি Demat Account খুলতে, আপনি Upstox , Zerodha এর মতো স্টক ব্রোকার প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারেন। এই সমস্ত প্ল্যাটফর্মগুলির সাহায্যে, আপনি সহজেই বিনামূল্যে একটি Demat Account তৈরি করে Fineotex Chemical Ltd এর Share-এ আপনার টাকা ইনভেস্ট করতে পারেন।
Disclaimer
এই প্রতিবেদনটা কোনরকম ভাবে কোন স্টক এর উপর কেনা বেচার রিকমেন্ডেশন দেয় না এটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশন এর জন্য দেওয়া হয়েছে। কোন স্টকে ইনভেস্টমেন্ট করার আগে ভালো করে রিসার্চ করে তবেই ইনভেস্টমেন্ট করুন।
আমাদের ওয়েবসাইটের নিউজগুলো মিস করতে না চাইল আমাদের Whatsapp এবং Telegram গ্রুপে জয়েন হয়ে থাকুন।
এটাও পড়ুন: