আপনি যদি ইনিশিয়াল পাবলিক অফারিং (IPO ) এ টাকা ইনভেস্ট করতে চান তাহলে আপনার জন্য একটি বিরাট সুযোগ আছে। কারণ IRM Energy IPO আগামীকাল মানে বুধবার ১৮ অক্টোবর সাবস্ক্রিপশনের জন্য ওপেন হচ্ছে।
ইনভেস্টাররা ২০ শে অক্টোবর শুক্রবার পর্যন্ত এই IPO তে ইনভেস্টমেন্ট করতে পারবেন। এই IPOর প্রাইজ ব্যান্ড ৪৮০ থেকে ৫০৫ টাকা মধ্যে রাখা হয়েছে। IRM Energy-র IPO এর লট সাইজ হলো ২৯ টার। গ্রে মার্কেটে এই কোম্পানিটি শেয়ারের প্রিমিয়াম চলছে ৮০ টাকা।
তারমানে আপনি যদি এই কোম্পানির IPO-তে ইনভেস্টমেন্ট করেন যখন শেয়ারটা লিস্টিং হবে মার্কেটে আপনি এই কোম্পানির শেয়ারটি থেকে কমপক্ষে ১৬% মুনাফা করতে পারবেন। বড় বড় ইনভেস্টার রা IRM Energy-র IPO তে মঙ্গলবার ১৭ ই অক্টোবর থেকে টাকা লাগাতে শুরু করেছে।
IRM Energy IPO ডিটেইলস:
IRM Energy IPO পুরোটাই ১ কোটি ৮০ লাখ শেয়ারের একটা ফ্রেশ ইস্যু। এই আইপিওতে অফার ফর সেলের (OFS ) কোন ব্যাপার নেই। এই কোম্পানির প্রোমোটার হল Cadila Pharmaceutical লিমিটেডের ডক্টর রাজিব ইন্দ্রবদন মোদি এবং IRM ট্রাস্ট।
৩১ শে মার্চ ২০২৩ এবং মার্চ ২০২২ এর শেষ অর্থবছরে কোম্পানিটির মুনাফা ৯০.৩% বৃদ্ধি পেয়েছে। কিন্তু ট্যাক্স দেয়ার পর (PAT) কোম্পানিটির মুনাফা ৫০.৬৯% কমে গেছে।
কোম্পানির ব্যবসা:
IRM ENERGY হল একটি ভারতীয় সিটি গ্যাস ডিস্ট্রিবিউটর কোম্পানি। কোম্পানি Banaskantha (গুজরাট), Fatehgarh Sahib (পাঞ্জাব) এবং Diu ও Gir Somnath (দমন ও দিও) গুজরাটের কেন্দ্রশাসিত অঞ্চলে কাজ করে। এবং কোম্পানির ব্যবসা কিছুটা Namakkal এবং Tiruchirapalli (তামিলনাড়ু) অঞ্চলের ছড়িয়ে আছে।
কোম্পানিটির ব্যবসা হল শহর এবং গ্রামে প্রাকৃতিক গ্যাস ডিস্ট্রিবিউট করা এই গ্যাস বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ব্যবহার হয়, কোম্পানির প্রোডাক্ট কমার্শিয়াল, ইন্ডাস্ট্রিয়াল, ডোমেস্টিক এবং অটোমোবাইল ইন্ডাস্ট্রি তে ইউজ করা হয়।
আপনি যদি কোন শেয়ারে বা আইপিওতে ইনভেস্ট করতে চান তাহলে আপনাকে একটা ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করতে হবে বিনা Demat Account আপনি কোন শেয়ারে বা আইপিওতে ইনভেস্টমেন্ট করতে পারবেননা। ভারতে অনেক ব্রোকিং কোম্পানি আছে যারা ডিম্যাট অ্যাকাউন্ট সার্ভিস প্রোভাইড করে। এদের মধ্যে অন্যতম হচ্ছে Zerodha এবং Upstox আপনি যদি চান এই দুটো ব্রেকিং কোম্পানির মধ্যে যে কোন একটা ব্রোকিং কোম্পানিতে সম্পূর্ণ বিনামূল্যে ডিমাট একাউন্ট ওপেন করে শেয়ারে বা আইপিওতে ইনভেস্টমেন্ট করতে পারেন।
আমাদের ওয়েবসাইটের নিউজগুলো মিস করতে না চাইল আমাদের Whatsapp এবং Telegram গ্রুপে জয়েন হয়ে থাকুন।
এটাও পড়ুন: