Jeevan Pramaan Patra: সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিরা অবসর গ্রহণের পর নির্দিষ্ট পরিমাণ পেনশনের সুবিধা লাভ করেন। তাদের এই পেনশন প্রক্রিয়াটিকে অব্যাহত রাখতে নির্দিষ্ট সময় অন্তর জীবন প্রমাণপত্র বা Life Certificate জমা দিতে হন। তা না হলে প্রতি মাসে পেনশন পাওয়ার ক্ষেত্রে বিঘ্ন সৃষ্টি হয়। আর এবার সরকারের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে এই Life Certificate জমা না দিলে পেনশন প্রাপকের পেনশনের সুবিধাটি বন্ধ হয়ে যেতে পারে।
জীবন প্রমাণপত্র জমা দেওয়ার শেষ তারিখ কবে?
সরকারের পক্ষ থেকে পেনশনভোগীদের জন্য জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পেনশন সংক্রান্ত যে কোনো সমস্যা এড়িয়ে চলার জন্য নভেম্বর মাসের মধ্যেই যেন পেনশন প্রাপকরা তাদের Life Certificate টি জমা করে দেন। এই গুরুত্বপূর্ণ নথিটি জমা দেওয়ার শেষ তারিখ হল আগামী ৩০ নভেম্বর। এই সময়ের মধ্যে জীবন প্রমাণপত্রটি জমা না দিলে পেনশন পাওয়ার ক্ষেত্রে নানা ধরনের সমস্যা হতে পারে।
Life Certificate টি কোথায় জমা দিতে হবে?
যেসব ব্যক্তিরা পেনশনের সুবিধা উপভোগ করেন আগে তাদের সাধারণত ব্যাংকে গিয়েই নিজের লাইফ সার্টিফিকেটটি জমা দিতে হতো। তবে বর্তমানে এই ব্যবস্থাকে আরো অনেক সহজ সরল করে তুলেছে সরকার। তাই বর্তমানে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে অনলাইনে অ্যাপের মাধ্যমে ডিজিটাল লাইফ সার্টিফিকেট তৈরি করে অনলাইনের মাধ্যমেই তা জমা দেওয়ার প্রক্রিয়া চালু হয়েছে। যার ফলে উপকৃত হচ্ছেন বহু পেনশনভোগী মানুষ।
ডিজিটাল জীবন প্রমাণপত্র কি?
ডিজিটাল জীবন প্রমাণপত্র হলো অনলাইন অ্যাপের মাধ্যমে আধুনিক পদ্ধতিতে তৈরি বায়োমেট্রিক তথ্য যুক্ত একটি বিশেষ নথি। এটি সরকারের পক্ষ থেকে বিশেষভাবে পেনশন প্রাপকদের জন্যই তৈরি করা হয়েছে।
ডিজিটাল ভাবে শুধু লাইফ সার্টিফিকেট তৈরি করাই নয়, এটি জমাও করা যাবে অনলাইনের মাধ্যমে। ব্যাংক, CSC এবং সরকারি বিভিন্ন অফিসের মাধ্যমে পরিচালিত যে কোনো জীবন মান সেন্টার বা কম্পিউটার, মোবাইল বা ট্যাবলেটের মাধ্যমে ক্লায়েন্ট অ্যাপ্লিকেশন সাপোর্ট সিস্টেমগুলি ব্যবহার করে অনলাইনের মাধ্যমে লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার কাজটি সম্পন্ন করতে পারবেন।
অনলাইনের মাধ্যমে কিভাবে লাইফ সার্টিফিকেট ডাউনলোড করা সম্ভব?
পরপর কয়েকটি পদ্ধতি অনুসরণ করলেই অনলাইনের মাধ্যমে ডিজিটাল লাইফ সার্টিফিকেট ডাউনলোড করে নেওয়া যায়। কি কি পদ্ধতি অবলম্বন করে এই কাজটি সম্পন্ন করতে পারবেন তা নিচে বিস্তারিত ভাবে জানানো হলো।
1. অনলাইনের মাধ্যমে জীবন প্রমাণপত্র পাওয়ার জন্য প্রথমেই এই সংক্রান্ত একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। এটি ডাউনলোড করার জন্য প্রথমেই Jeevanpramaan লিঙ্কটি ওপেন করে ‘ডাউনলোড’ অপশনে ক্লিক করে সেটি ডাউনলোড করে নিতে হবে।
2. এরপর আপনার ইমেইল আইডি চাওয়া হবে। সঠিক ভাবে সেটি বসিয়ে স্ক্রিনে দেওয়া ক্যাপচা কোডটি লিখতে হবে।
3. এরপর ‘I agree to Download’ অপশনে ক্লিক করতে হবে।
4. এই সময় আপনি আপনার দেওয়া ইমেল আইডি-তে একটি OTP পাবেন। নির্দিষ্ট জায়গায় সঠিকভাবে সেই OTP টি বসাতে হবে।
5. এরপর স্ক্রিনে আপনার সামনে ডাউনলোড পেজ খুলে যাবে। এবং আপনাকে ‘ডাউনলোড ফর উইনডোজ ওএস’ অপশনে ক্লিক করতে হবে।
6. এরপর আবার আপনি আপনার দেওয়া ইমেল আইডি- তে একটি ডাউনলোড লিংক পাবেন।
7. এরপর একটি জিপ ফাইলে আপনার জীবনপ্রমাণ অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হয়ে যাবে। এবং এটি ব্যাবহার করতে আপনাকে ফাইলটি আনজিপ করতে হবে।
মোবাইল অ্যাপের মাধ্যমে কিভাবে ডিজিটাল জীবন প্রমাণপত্র ডাউনলোড করবেন?
মোবাইল অ্যাপের মাধ্যমে এই লাইফ সার্টিফিকেট ডাউনলোড করতেও আপনাকে কয়েকটি পদ্ধতি পরপর মেনে চলতে হবে। সেগুলি হল-
1. প্রথমেই আপনাকে https:// jeevanpramaan.gov.in – এ প্রবেশ করতে হবে। এবং এর মধ্যে থাকা ‘ডাউনলোড’ অপশনে ক্লিক করতে হবে।
2. পূর্বোক্ত পদ্ধতির মতোই এখানে আপনাকে ইমেল আইডি এবং ক্যাপচা কোড সঠিক ভাবে বসিয়ে দিতে হবে।
3. এরপর ‘I agree to Download’ অপশনে ক্লিক করতে হবে।
4. এরপর আপনার দেওয়া মেল আইডিতে একটি OTP আসবে। সেটি স্ক্রিনের নির্দিষ্ট জায়গায় বসিয়ে দিলেই ডাউনলোড পেজটি দেখতে পাবেন।
5. ডাউনলোড অপশনে মধ্যে আপনি ‘মোবাইল অ্যাপ ডাউনলোড’ নামক একটি অপশন পাবেন।সেখানে ক্লিক করতে হবে।
6. এরপর আপনার দেওয়া মেল আইডিতে একটি ডাউনলোড লিংক আসবে। সেই লিংক ক্লিক করলে apk ফাইল হিসাবে আপনার ডিজিটাল Life Certificate ডাউনলোড হয়ে যাবে।
সরকারি সুবিধা এবং গুরুত্বপূর্ণ খবর মিস করতে না চাইলে আমাদের Whatsapp এবং Telegram গ্রুপে জয়েন হয়ে থাকুন।
আরো পড়ুন:
7th Pay Commission: আপনি কি পেনশনভোগী? 20 শতাংশ পেনশন বৃদ্ধি পাচ্ছে! জানুন বিস্তারিত