KTM Duke 390: স্পোর্টস বাইকের পাশাপাশি অ্যাডভেঞ্চার বাইকের প্রতি আকৃষ্ট তরুণ প্রজন্ম। এই বিষয়টি মাথায় রেখে বিভিন্ন স্পোর্টস বাইক নির্মাতারা তাদের স্পোর্টস বাইকের পাশাপাশি একটি অ্যাডভেঞ্চার বাইক লঞ্চ করার কথা চিন্তাভাবনা করছে। সম্প্রতি KTM নামক স্পোর্টস বাইক প্রস্তুতকারক সংস্থা অ্যাডভেঞ্চার বাইক সেগমেন্ট Duke-এর একটি নতুন ভ্যারিয়েন্ট লঞ্চ করতে চলেছে।
2023 সালের সেপ্টেম্বরে KTM Duke 390 2024 KTM আসতে চলেছে বলে জানা গিয়েছে। নতুন এই স্পোর্টস বাইকটি আন্তর্জাতিক বাজারে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সাথে লঞ্চ করা হচ্ছে। এই বাইকের লঞ্চের তারিখ, দাম, ফিচারস এবং স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নিন আজকের প্রতিবেদনে।
KTM Duke 390 লঞ্চের তারিখ এবং দাম
KTM Duke 390 2024 বাইকটি 2023 সালের সেপ্টেম্বরে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। এই নতুন স্পোর্টস বাইকটি কোম্পানির আগের মডেল থেকে আলাদা হবে এবং এটিকে এপ্রিলিয়ার সমতুল্য মডেল হিসেবে দেখা হচ্ছে। এই দুর্দান্ত ফিচারের বাইকটির দাম নয়াদিল্লিতে 3,20,000 টাকার এক্স-শোরুম মূল্যে পাওয়া যাবে। আরটিও এবং বীমা সহ, বাইকের অন-রোড দাম হবে প্রায় 3 লাখ 73,000 টাকা। তবে এই বাইকটি শুধুমাত্র একটি ভ্যারিয়েন্টই পাওয়া যাবে বলে জানা গিয়েছে। দুটি কালার অপশন থাকবে।
KTM Duke 390 ফিচার এবং স্পেসিফিকেশন
KTM Duke 390 2024 এর বেশ কিছু আকর্ষণীয় ফিচারস এবং স্পেসিফিকেশন থাকবে।
গিয়ার ট্রান্সমিশন: এই বাইকটিতে ম্যানুয়াল গিয়ার ট্রান্সমিশন দেওয়ার কথা রয়েছে, যা রাইডারদের আরও ভাল নিয়ন্ত্রণক্ষমতা দেবে। আশা করা হচ্ছে , এই কারণেই এই বাইকটি প্রচুর বিক্রি হবে।
ইঞ্জিন: এই বাইকে একটি 399 cc ইঞ্জিন থাকবে, যা 9000 rpm এ 43.5 PS এর পাওয়ার এবং 7000 rpm এ 37 Nm টর্ক দেবে।
ফুয়েল ক্যাপাসিটি: এই বাইকটির ফুয়েল ক্যাপাসিটি বা জ্বালানি ক্ষমতা 13.5 লিটার। দীর্ঘ ভ্রমণের জন্য উপযোগী এই বাইক। দূর দূরান্তের ভ্রমণ করলেও বারবার পেট্রোল পাম্পে যাওয়ার প্রয়োজন নেই।
KTM Duke 390 স্পোর্টস বাইকের পাশাপাশি অ্যাডভেঞ্চার বাইকের প্রতি যাদের ভালোবাসা আছে, তাঁদের জন্য একটি উপযুক্ত বাইক। 2023 সালের সেপ্টেম্বর মাসে লঞ্চ করা হবে এই বাইক। তাই অপেক্ষার আর বেশি দিন নেই।
আরো পড়ুন:
বাজার কাঁপাতে আসছে Yamaha RX100-র আপডেট ভার্সন! থাকছে দুর্দান্ত লুক এবং আধুনিক ফিচার
TVS Apache RTR 310: আধুনিক ফিচারস এবং দারুন মাইলেজ এর সঙ্গে TVS সবাইকে আবার তাক লাগিয়ে দিল