LPG Price: LPG বা তরল পেট্রোলিয়াম গ্যাস বর্তমানে আমাদের দৈনন্দিন জীবনের একটি বিশেষ অঙ্গ হয়ে উঠেছে। বর্তমানে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে রান্নার কাজের জন্য ব্যবহৃত জ্বালানি হিসেবে এই LPG-র চাহিদা সবথেকে বেশি। সাধারণত সরকারি নির্দেশ অনুসারে প্রতি মাসের প্রথম দিন জ্বালানি গ্যাসের মূল্য কি হবে তা নিয়ে আলাপ আলোচনা করা হয়। সেই হিসেবে আজ নভেম্বর মাসের 1 তারিখ।
সুতরাং আজ জ্বালানি গ্যাসের মূল্য সম্পর্কে নতুন কোন সিদ্ধান্ত গৃহীত হলো তা বিস্তারিত ভাবে জানানো হবে সরকারের তরফ থেকে। নতুন নেওয়া সিদ্ধান্তের উপর ভিত্তি করে আগামী দিনে গ্যাসের দাম আগের থেকে বেড়ে যেতে পারে অথবা কমতেও পারে। আবার গ্যাসের দাম গত মাসের মতো একই থেকে যাওয়া সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। গত মাসের মতো এমাসেও জ্বালানি গ্যাসের দাম শুনে মধ্যবিত্ত মানুষরা খুশির হাসি হাসতে পারেন কিনা এখন সেটাই দেখার।
LPG Price: গত এক বছরে গ্যাসের মূল্যবৃদ্ধির হিসাব
গতকাল শেষ হয়েছে অক্টোবর মাস। উৎসবের মরশুমে সারা অক্টোবর মাস জুড়ে জ্বালানি গ্যাসের দাম নিয়ে বেশ কিছুটা স্বস্তিতেই ছিলেন সাধারণ মধ্যবিত্ত মানুষরা। কারণ গত মাসে গ্যাসের দাম তার আগের মাসগুলির থেকে কিছুটা কমই ছিল। তবে এলপিজি গ্যাসের মূল্য সংক্রান্ত পরিসংখ্যান থেকে জানা যাচ্ছে গত এক বছরের মধ্যে গ্যাসের দাম বেড়েছে মোট 4 বার। আর এই এক বছরের মধ্যে জ্বালানি গ্যাসের দাম কমেছে মাত্র 1 বার। সব মিলিয়ে সামগ্রিক পরিসংখ্যান অনুযায়ী 1 বছরে জ্বালানি গ্যাসের দাম মোট 150 টাকা বেড়েছে।
LPG Price: বর্তমানে গ্যাস সিলিন্ডারের মূল্য কত?
অক্টোবর মাসের শেষ দিন অর্থাৎ গতকাল পর্যন্ত কলকাতায় জ্বালানি গ্যাসের দাম ছিল 929 টাকা। রাজধানী দিল্লিতে 14.2 কেজির গার্হস্থ্য জ্বালানি গ্যাসের ক্ষেত্রে এই মূল্য ছিল 903 টাকা, এবং 19 কেজি সিলিন্ডারের ক্ষেত্রে 1839 টাকা। উজ্জ্বলা যোজনার অন্তর্ভুক্ত গ্রাহকরা এই গ্যাস কিনতে পারতেন 629 টাকায়। তবে আজ নভেম্বর মাসের প্রথম দিনে গ্যাসের মূল্য নিয়ে সরকার ঠিক কি সিদ্ধান্ত নেয় সেটিই এখন দেখার অপেক্ষা।
নভেম্বর মাসে গ্যাসের দাম সম্পর্কে বিশেষজ্ঞদের বক্তব্য কি?
নভেম্বর মাসে গ্যাসের সম্ভাব্য দাম ঠিক কি হতে পারে সে প্রসঙ্গে বিশেষজ্ঞদের মধ্যে দ্বিমত তৈরি হয়েছে। অনেকে মনে করছেন নভেম্বরের শুরুতেই গ্যাসের দাম কিছুটা কমে যেতে পারে। এই দাম কমার একটি বিশেষ কারণ হলো, সামনেই আসছে মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্রিশগড়, মিজোরাম এবং তেলেঙ্গানা রাজ্যের বিধানসভা নির্বাচন।
তবে আবার একদল বিশেষজ্ঞ মনে করছেন বর্তমানে অপরিশোধিত তেল বেশ চড়া মূল্যে পাওয়া যাচ্ছে। আর অপরিশোধিত তেলের এই মূল্য বৃদ্ধির প্রভাব পড়তে পারে জ্বালানি LPG সিলিন্ডারে মূল্যের উপর। এই কারণে গ্যাসের মূল্য বৃদ্ধি হতে পারে এই নভেম্বর মাসে।
LPG Price: LPG-র মূল্য সম্পর্কে কিছু গুরুত্বপূর্ন তথ্য
এলপিজি গ্যাসের দাম যে সবসময়ই ওঠানামা করে এ কথা তো আর বলার অপেক্ষা রাখে না। অনেক বিশেষজ্ঞরা সামনের বিধানসভা নির্বাচনের কারণে গ্যাসের দাম কমার আশা করলেও ৫ বছর আগে অর্থাৎ 2018 সালে এর ব্যতিক্রমী ঘটনাও দেখা গিয়েছিল। 2018 সালের নভেম্বর-ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হয়েছিল বেশ কিছু রাজ্যের বিধানসভা নির্বাচন। সে সময় মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্রিশগড়, মিজোরাম এবং তেলেঙ্গানায় নির্বাচন সংঘটিত হলেও গ্যাসের দাম কমার বদলে উল্টে বেড়ে গিয়েছিল।
প্রসঙ্গত উল্লেখ্য 2018 সালে উক্ত পাঁচ রাজ্যে নির্বাচনের সময় পরপর তিনবার বদলানো হয়েছিল জ্বালানি গ্যাসের মূল্য। এবং সর্বপ্রথম যে মূল্যটি নির্ধারিত হয়েছিল মাস শেষ হওয়ার আগে সেই মূল্যটি বাড়িয়ে 939 টাকা করা হয়েছিল। অর্থাৎ নির্বাচনের আগে গ্যাসের মূল্য বৃদ্ধির নজির ভারতবর্ষের মধ্যে আছে।
উজ্জ্বলা যোজনার উপভোক্তারা কি সুবিধা লাভ করেন?
কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কয়েক বছর আগেই বিপিএল তালিকাভূক্ত পরিবার গুলিকে উজ্জ্বলা যোজনার মাধ্যমে কম দামে গ্যাস সিলিন্ডার দেওয়ার কথা ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। এই ঘোষণা অনুযায়ী ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষরা কম দামে জ্বালানি গেছে অত্যন্ত উপকৃত হয়েছিলেন।
বর্তমানে উজ্জ্বলা যোজনার অন্তর্ভুক্ত থাকা পরিবার গুলিকে বিনামূল্যে জ্বালানি গ্যাসের সিলিন্ডার দেওয়ার কথা ঘোষণা করেছে উত্তরপ্রদেশের যোগী সরকার। ঘোষণা করা হয়েছে উজ্জ্বলা যোজনার গ্রাহকরা বছরের দুবার বিনামূল্যে এলপিজি গ্যাস-এর সুবিধা উপভোগ করতে পারবেন। উত্তরপ্রদেশ সরকার আশাবাদী তাদের এই ঘোষণার মাধ্যমে উপকৃত হবেন এক কোটিরও বেশি মানুষ।
আমাদের ওয়েবসাইটের নিউজগুলো মিস করতে না চাইল আমাদের Whatsapp এবং Telegram গ্রুপে জয়েন হয়ে থাকুন।
আরো পড়ুন: