Bank holiday: চলছে উৎসবের মরশুম। চলতি অক্টোবর মাসে বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, লক্ষ্মীপুজো সম্পন্ন হলো। কিন্তু এ মাসেই সব উৎসব শেষ হয়ে গেছে এমনটা নয়। আগামীকাল থেকেই শুরু হবে নভেম্বর মাস। নভেম্বর মাসে থাকবে এই উৎসবের রেশ। ফলে এত উৎসবের মাঝে অক্টোবর মাসের মতন নভেম্বর মাসেও বেশ অনেক দিনই বন্ধ থাকবে ব্যাংক। তাই ব্যাংকের কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকলে আগে থেকেই ছুটির তালিকা জেনে হাতের কাজ গুলি সেরে রাখুন। তাহলে আর আপনাকে কোনো সমস্যায় পড়তে হবে না।
Bank holiday: নভেম্বর মাসে ব্যাংক ছুটির সম্পূর্ণ তালিকাটি দেখে নিন।
সাধারণত Reserve Bank of India-র দ্বারা পরিচালিত হয় দেশের সমস্ত ব্যাংক গুলি। তবে বিভিন্ন রাজ্যের অনুষ্ঠান অনুযায়ী রাজ্য ভেদে ব্যাংকের ছুটি আলাদা আলাদা হয়। সাধারণত মাসে চারটি রবিবার এবং মাসের ২ টি শনিবার ব্যাংক ছুটি থাকে। এছাড়া কোনো উৎসব অনুষ্ঠান সরকারি আওতায় পড়লে সেই দিনগুলিতে ব্যাংকে ছুটি দেওয়া হয়। সেই হিসেবে সমস্ত রাজ্যের ভিত্তিতে নভেম্বর মাসে কোন কোন দিন ব্যাংক ছুটি থাকবে সেই তালিকাটি নীচে দেওয়া হল।
1. ১ নভেম্বর- এই দিনটি কন্নড়দের করভা চৌথ উৎসবটি রাজ্যোৎসব হিসেবে পালিত হবে।সেই কারণে কর্ণাটক, মণিপুর এবং হিমাচল প্রদেশ রাজ্যে এই দিন ব্যাংক সম্পূর্ন বন্ধ থাকবে।
2. ৫ নভেম্বর- এই দিনটি রবিবার হওয়ায় স্বাভাবিক নিয়মে ব্যাংক ছুটি থাকবে।
3. ১০ নভেম্বর- এই দিন মেঘালয় রাজ্যের ওয়ানগালা উৎসব। এই কারণে এই দিনে মেঘালয়ের সমস্ত ব্যাংকগুলি বন্ধ থাকবে।
4. ১১ নভেম্বর- মাসের দ্বিতীয় শনিবার হওয়ায় এই দিন ব্যাংক বন্ধ থাকবে।
5. ১২ নভেম্বর- এই দিনটি রবিবার। দীপান্বিতা কালীপুজোও পড়েছে এই দিনে।
6. ১৩ নভেম্বর- এই দিনটি দীপাবলি এবং গোবর্ধন পূজার কারণে ছুটি থাকবে। তাই ত্রিপুরা, উত্তরাখণ্ড, সিকিম, মণিপুর, রাজস্থান, উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্রে ব্যাংকগুলি এই দিন বন্ধ থাকবে।
7. ১৪ নভেম্বর- বালি প্রতিপদ হওয়ার কারণে এই দিন গুজরাট, কর্ণাটক, সিকিম এবং মহারাষ্ট্রের ব্যাংকগুলি বন্ধ থাকবে।
8. ১৫ নভেম্বর- ভাইফোঁটা বা ভাই দুজ এবং চিত্রগুপ্ত জয়ন্তী উপলক্ষে এইদিন সিকিম, মণিপুর, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ এবং হিমাচল প্রদেশে ব্যাংক ছুটি থাকবে।
9. ১৯ নভেম্বর- এই দিনটি রবিবার।
10. ২০ নভেম্বর- ছট পুজো উপলক্ষে বিহারের ও রাজস্থানে ব্যাংক ছুটি থাকবে।
11. ২৩ নভেম্বর- সেং কুটস্নেম এবং ইগাস বাগওয়াল উৎসবের কারণে এদিন উত্তরাখণ্ড ও সিকিমে ব্যাঙ্কগুলি ব্যাংক থাকবে।
12. ২৫ নভেম্বর- এই দিনটি চতুর্থ শনিবার হওয়ায় ছুটি থাকবে।
13. ২৬ নভেম্বর – রবিবার স্বাভাবিকভাবেই ব্যাংক ছুটি থাকবে।
14. ২৭ নভেম্বর- গুরু নানক জয়ন্তী এবং কার্তিক পূর্ণিমা উপলক্ষে এই দিন ত্রিপুরা, মিজোরাম, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ওড়িশা, চণ্ডীগড়, উত্তরাখণ্ড, তেলেঙ্গানা, রাজস্থান, জম্মু ও কাশ্মীর, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, নয়াদিল্লি, বিহার, ঝাড়খণ্ড এবং হিমাচল প্রদেশ রাজ্যে ব্যাংক বন্ধ থাকবে।
15. ৩০ নভেম্বর- এদিন কর্নাটকে কনকদাস জয়ন্তী উৎসব উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে।
অর্থাৎ আগামী নভেম্বর মাসে ব্যাংকের ছুটির তালিকা বেশ দীর্ঘ। তাই হাতের দরকারি কাজ গুলি ফেলে না রেখে অবশ্যই তা আগে থেকে সেরে ফেলুন।
সরকারি সুবিধা এবং গুরুত্বপূর্ণ খবর মিস করতে না চাইলে আমাদের Whatsapp এবং Telegram গ্রুপে জয়েন হয়ে থাকুন।
আরো পড়ুন:
PNB তে অ্যাকাউন্ট থাকলেই সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন এই পরিষেবা, আনন্দে লাফাচ্ছে গ্রাহকরা
RD Interest Rate: এই সরকারি ব্যাংকে টাকা জমালে পেয়ে যাবেন প্রতিমাসে অবিশ্বাস্য সুদ, বিশদে জানুন