Part Time Jobs: ছাত্র জীবনই হল একজন মানুষের জীবনের একমাত্র বড় সময় যেখানে তারা নিজেদের দায়িত্ববোধ তৈরি করতে সচেষ্ট হন। এই সময় মানুষেরা পরিবারকে সাহায্য করা, নিজের হাত খরচা চালানোর জন্য কোনো কাজ করতে চান। বহু ছাত্রছাত্রীরা আছে যারা চান পড়াশোনার পাশাপাশি ভালো টাকা আর্নিং করতে।
পড়াশুনার সাথে তাদের চাকরি করা সম্ভব হয়ে ওঠে না। কারণ স্কুল কলেজ সবকিছু নিয়ে তারা দিনের বেশিরভাগ সময় ব্যস্ত থাকে। সেজন্য অনেকেই চান পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব করতে। আজকে আমরা এই কন্টেন্টের মাধ্যমে বেশ কয়েকটি পার্ট টাইম জব সম্পর্কে আলোচনা করব।
ফুড ডেলিভারি
বর্তমান সময়ে সাংসারিক জীবনের স্বামী স্ত্রী দুইজনেই কাজে বেরিয়ে যান। এই সমস্ত মানুষের বাড়িতে খাবার তৈরি করার কোনো সময় নেই তাই তারা অনেক সময়ই বাইরের খাবার আনিয়ে খান। আর খাবারগুলি অর্ডার করেন Zoomato বা Swiggy থেকে। জম্যাটো বা সুইগিতে বাড়িতে খাবার ডেলিভারি করার জন্য ডেলিভারি বয় নিয়োগ করে। স্কুল কলেজ পড়ুয়া ছেলেরা এই ডেলিভারি বয়ের কাজ করে আর্থিক উপার্জন করতে পারেন। অনেকেই এই ডেলিভারি বয় এর কাজ করে প্রতি মাসে ২০ হাজার টাকা বা তার বেশি উপার্জন করেন।
টিউটর
কলেজে পড়াশুনা করার পাশাপাশি মাধ্যমিক স্তর বা ছোট বাচ্চাদের টিউশনি করে প্রতিমাসে মোটা টাকা অর্থ উপার্জন করতে পারেন।
কনটেন্ট রাইটিং
বর্তমান যুগ হল সোশ্যাল মিডিয়ার যুগ। এই যুগে দিনে বহু কনটেন্ট ভাইরাল হয়। আর সেই কনটেন্টগুলিকে লেখার জন্য বিভিন্ন ওয়েবসাইটের মালিক কনটেন্ট রাইটার নিয়োগ করে থাকেন। কলেজে পড়াশোনা করার পাশাপাশি বহু ছেলে মেয়েরাই কনটেন্ট রাইটিং করে মাসে 10 থেকে 15 হাজার টাকা ইনকাম করতে করে থাকে।
ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট
বিভিন্ন বড় বড় কোম্পানি কখনো কখনো সাময়িক সময়ের জন্য ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করে থাকে। যদি কোনো ছাত্র বা ছাত্রীর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এর কাজ সম্পর্কে জ্ঞান থেকে থাকে তাহলে তারা ঘরে বসে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এর কাজ করতে পারেন।
অনলাইন রিসেল
বর্তমান যুগের মানুষজন নানান ধরনের জিনিস কেনার জন্য দোকানে কমই যান। প্রতিদিন অনলাইনে বহু জিনিস কেনেন বর্তমান যুগের মানুষজন। তাই যে সমস্ত ছাত্র বা ছাত্রী পার্টটাইম হিসেবে কাজ করতে চান তারা রিসেলারের কাজ করতে পারেন। Mesho, GlowRoad এর মত বেশ কিছু অ্যাপ থেকে নানান প্রোডাক্টের ছবি নিয়ে সেগুলি ফেসবুকের মাধ্যমে বিক্রি করেও মোটা টাকা উপার্জন কররা যায়।
ইউটিউবের মাধ্যমে ভিডিও বানিয়ে রোজগার
এখনকার মানুষের কাছে ইউটিউব বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। শিক্ষার্থী পার্ট টাইম উপার্জন হিসেবে youtube কেও বেছে নিতে পারেন। ছাত্র বা ছাত্রীটির যে বিষয়ের জ্ঞান আছে সেই বিষয়ের ভিডিও বানিয়ে ইউটিউবে পোস্ট করা হলে সেই ভিডিওটি বহু মানুষের কাছে পৌঁছে যাবে। আর ভিডিওতে চলা অ্যাডের মাধ্যমে ভালো টাকা উপার্জন করা যেতে পারে।
বেকারি
জন্মদিন হোক বা বিবাহ বার্ষিকী হোক ভারতবর্ষে কিন্তু কেকের যথেষ্ট প্রচলন রয়েছে। তাই বাড়িতে যদি নিজের হাতে কেক তৈরি করে বিক্রি করা যায় তাহলে ভালো টাকা উপার্জন হয়। কেক বিক্রিটাকেও শিক্ষার্থীরা পার্ট টাইম আর্থিক উপার্জন হিসেবে বেছে নিতে পারে।
আমাদের ওয়েবসাইটের নিউজগুলো মিস করতে না চাইল আমাদের Whatsapp এবং Telegram গ্রুপে জয়েন হয়ে থাকুন।
এটাও পড়ুন: