অক্টোবর মাস হল উৎসবের মরশুম। এই মাসে বাঙ্গালীদের সবথেকে বড় উৎসব দুর্গা পূজা অনুষ্ঠিত হয়। এত কিছুর মাঝেই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গ্রাহকদের জন্য বড় ধরনের সুখবর এসেছে। এবার থেকেই এই ব্যাংকের কারেন্ট অ্যাকাউন্ট গ্রাহকদের অনলাইনে টাকা ট্রানজাকশন করতে গেলে কোনো অতিরিক্ত চার্জ দিতে হবে না। অতএব এখন থেকে গ্রাহকরা RTGS, NEFT এবং IMPS-এর পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করতে পারবেন।
PNB কারেন্ট অ্যাকাউন্ট হোল্ডারদের দিল বিশাল সুখবর
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করে জানানো হয়েছে যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কারেন্ট অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য রয়েছে সুখবর কারেন্ট একাউন্ট হোল্ডারা যদি অনলাইনের মাধ্যমে অর্থাৎ ইন্টারনেট ব্যাংকিং ও পিএনবি ওয়ান অ্যাপ এর মাধ্যমে RTGS, NEFT এবং IMPS করলে ব্যাংককে কোনো টাকা দিতে হবে না।
অনলাইনে মানি ট্রান্সফারের সুবিধা কি?
আগে মানি ট্রান্সফার করতে হলে গ্রাহকদের ব্যাংকের লাইনে দাঁড়িয়ে ভোগান্তির শিকার হতে হতো। কিন্তু অনলাইনের মাধ্যমে মানি ট্রান্সফারের সুবিধা হওয়ার পর কিছু সময়ের মধ্যেই RTGS, NEFT এবং IMPS হয়ে যায়। আর গ্রাহকরা এই ব্যবস্থা সপ্তাহে সাত দিন ২৪ ঘন্টায় পেয়ে থাকে। আর এই ব্যবস্থা পরিচালনার দায়িত্বে থাকে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অর্থাৎ NPCI ।
এর পাশাপাশি অনলাইন ও অফ লাইনে RTGS, NEFT এর মাধ্যমে টাকা ট্রান্সফার হয়। ভারতবর্ষে আরেকটি মানি ট্রান্সফারের পদ্ধতি বিপুল পরিমাণের জনপ্রিয়তা লাভ করেছে সেটা হল ইউপিআই আইডির মাধ্যমে টাকা ট্রান্সফার। এই ইউপিআই এর পুরো অর্থ হল ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস। ভারতবর্ষে ২০১৬ সালের ১১ এপ্রিল ইউপিআই আইডির মাধ্যমে টাকা ট্রান্সফার প্রথম চালু হয়।
কোন কোন দেশে ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট শুরু হচ্ছে
কম্বোডিয়া, হংকং, তাইওয়ান, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়ায় ইউপিআই আইডির মাধ্যমে QR কোড পেমেন্ট ব্যবস্থা চালুর জন্য মউ স্বাক্ষরিত হয়েছে। ক্রস বর্ডার ডিজিটাল পেমেন্ট পরিষেবা প্রদানকারী লিকুইড গ্রুপ এবং NIPL-এর মধ্যে মাউ সাক্ষরিত হয়েছে।
আমাদের ওয়েবসাইটের নিউজগুলো মিস করতে না চাইল আমাদের Whatsapp এবং Telegram গ্রুপে জয়েন হয়ে থাকুন।
আরো পড়ুন: