Post Office Gram Suraksha Yojana: সচ্ছল জীবনযাপনের আশায় মানুষজন জীবনে ভালো টাকা রোজগার করতে চান। রোজকারের পাশাপাশি সব মানুষের চান ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করতে। জীবনে আর্থিক সঞ্চয় যদি না করা হয় তাহলে বৃদ্ধ বয়সে মানুষ সমস্যায় পড়তে পারেন। আর আর্থিক সঞ্চয় করার জন্য মানুষের প্রয়োজন অর্থ বিনিয়োগ করা।
ভারতবর্ষের মানুষের কাছে টাকা রাখার নির্ভরযোগ্য প্রতিষ্ঠানগুলির মধ্যে অন্যতম হল ইন্ডিয়ান পোস্ট অফিস। পোস্ট অফিসের মাধ্যমে বিনিয়োগ করলে যথাসময়ে মানুষ সেটি রিটার্ন পাবেন এই বিষয়ে কোনো সন্দেহ নেই। বর্তমান সময়ে পোস্ট অফিসে রিটার্নের মাত্রা বেশ ভালো পরিমাণেই রয়েছে। আজকে আমরা পোস্ট অফিসের একটি দুর্দান্ত বিমা সম্পর্কে আলোচনা করব। এই বিমাটির নাম কি? কত টাকা করে এর প্রিমিয়াম জমা দিতে হবে? কারা কারা এই বীমা খুলতে পারেন? সমস্ত কিছু জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
পোস্ট অফিসের অধীনে একটি বীমা রয়েছে যার নাম Post Office Gram Suraksha Yojana। ১৯৯৫ সালে গ্রামের মানুষজনের জন্য এই স্কিমটি প্রথম চালু করা হয়েছিল। গ্রামীণ সুরক্ষা যোজনাতে প্রিমিয়াম হিসেবে একজন ব্যক্তি প্রতিদিন ৫০ টাকা বিনিয়োগ করতে পারেন এবং মেয়াদশেষে ৩৫ লাখ টাকা ফেরত পাবেন। এই বিমাটি শহরের বাসিন্দাদের জন্য নয়। কেবলমাত্র গ্রামের বাসিন্দারাই এই বিমার সুবিধা উপভোগ করতে পারবেন।
Post Office Gram Suraksha Yojana এই স্কিমে বিনিয়োগ করার শর্ত
আরবান এলাকার বাসিন্দারা এই স্কিমের সুবিধা উপভোগ করতে পারবেন না। কেবলমাত্র গ্রামের বাসিন্দারা এই গ্রামীন সুরক্ষা যোজনা স্কিমটিতে বিনিয়োগ করতে পারবেন।
-
- এই স্কিমের সুবিধা পেতে গেলে ব্যক্তিটির বয়স হতে হবে নূন্যতম ১৯ বছর। অপরদিকে সর্বাধিক বয়স হল ৫৫ বছর।
- পুরুষ মহিলা উভয় এই স্কিমে নাম লেখাতে পারেন।
- এই প্রকল্পে ন্যূনতম প্রিমিয়াম হল ১০ হাজার ও সর্বাধিক প্রিমিয়াম ১০ লক্ষ টাকা।
- এই প্রকল্পে বিনিয়োগ করলে প্রকল্পের মাধ্যমে ঋণ নেওয়া যেতে পারে।
- এই স্কিমে প্রিমিয়াম জমা দেওয়ার সময় হল মাসিক, ত্রৈমাসিক, অর্ধ-বার্ষিকী।
এই প্রকল্পের মাধ্যমে ব্যক্তিরা কিভাবে ১৫০০ টাকা বিনিয়োগ করে ৩৫ লক্ষ টাকা রিটার্ন পাবেন?
১৯ বছর বয়স থেকে ১০ লক্ষ টাকার গ্রামীণ সুরক্ষা যোজনা পলিসিতে মাসিক বিনিয়োগের অংকটা দাঁড়াবে ১৫১৫। ৫৫ বছর পর্যন্ত মানুষ এই স্কিমের সুবিধা নিতে পারবেন। যদি মাসে ১৫০০ টাকা করে গ্রামীণ সুরক্ষা যোজনার খাতে জমানো হয় তবে ৫৮ বছর পর ব্যক্তিটি ৩৩.৪০ লক্ষ টাকা পাবেন।
অপরদিকে ব্যক্তিটি যদি মনে করেন ৬০ বছরের জন্য বিনিয়োগ করবেন তবে সেক্ষেত্রে মেয়াদ শেষে ৩৪.৬০ লক্ষ টাকা হাতে পাবেন । ৮০ বছর অতিক্রান্ত হওয়ার পরে যদি পলিসি হোল্ডারের মৃত্যু হয় এক্ষেত্রে পলিসিটি কেনার সময় যার নামে নমিনি করা হবে সেই ব্যক্তিটি সম্পূর্ণ টাকাটি ফেরত পাবেন। যদি কোনো পলিসি হোল্ডার পলিসিটি চালাতে না পারেন সে ক্ষেত্রে তিন বছর পর পলিসিটি স্যারেন্ডার করা যেতে পারে। কিন্তু সে ক্ষেত্রে পলিসি হোল্ডার এই পলিসির লাভের অংশ উপভোগ করতে পারবেন না
Post Office Gram Suraksha Yojana সম্পর্কে যদি আরো কিছু জানার থাকে তাহলে আপনার নিকটবর্তী পোস্ট অফিসে গিয়ে যোগাযোগ করুন অথবা টোল ফ্রি নম্বর 180 5232/155232 ফোন করে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন।