Post Office Account: অর্থ বিনিয়োগ করার জন্য অনেক মানুষই পোস্ট অফিসের বিভিন্ন স্কিমকে বেছে নেন। পোস্ট অফিসও সাধারণ গ্রাহকদের সুবিধার জন্য বিভিন্ন অ্যাকাউন্টে নানা ধরনের অফার দিয়ে থাকে। তাই এগুলির প্রতি বেশি আকর্ষিত হন সাধারণ মানুষ। কিন্তু এবার একটি বিশেষ কাজ না করলে অফিসের স্মল সেভিংস অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অ্যাকাউন্ট চালু রাখতে কি কি করতে হবে সেটিই আপনাকে জানাবো এই প্রতিবেদনে।
অ্যাকাউন্ট চালু রাখতে কি করতে হবে?
বর্তমানে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আধার কার্ড এবং ফোন নাম্বার লিঙ্ক করা বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় সরকার। পোস্ট অফিসের ক্ষেত্রেও সেই নিয়মকে জারি রাখা হয়েছে। সরকারের পক্ষ থেকে স্মল সেভিংস অ্যাকাউন্ট-এর জন্য গত 1 এপ্রিল 2023 তারিখ থেকে তার পরবর্তী ছ’মাসের মধ্যে আধার নম্বর এবং মোবাইল নম্বর লিঙ্ক করার কথা বলা হয়েছিল। অন্যথায় গ্রাহকের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে বলে জানানো হয়েছিল। বর্তমানে পোস্ট অফিসের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে আগামী এক মাসের মধ্যে Post Office স্মল সেভিংস অ্যাকাউন্ট চালু রাখার জন্য গ্রাহকের আধার ও বৈধ মোবাইল নম্বর লিঙ্ক করার কথা বলা হয়েছে।
আধার ও মোবাইল নম্বর লিঙ্কের উদ্দেশ্য
ভারতের সচিত্র পরিচয় পত্র হিসেবে বর্তমানে Aadhar Card এর গুরুত্ব অপরিসীম। সরকারের তরফ থেকে মনে করা হয়েছিল Small Savings Account এর সঙ্গে গ্রাহকরা যদি তাদের আধার কার্ড এবং মোবাইল নম্বর সংযুক্ত করেন তবে একদিকে যেমন অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়া অনেক সহজ হয়ে যাবে অন্যদিকে এর নিরাপত্তা ও বৃদ্ধি পাবে।
সময়সীমা
সরকারের পক্ষ থেকে এর আগে জানানো হয়েছিল ১ এপ্রিল ২০২৩ থেকে পরবর্তী ৬ মাসের মধ্যে Post Office অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড এবং মোবাইল নম্বর লিঙ্ক করে ফেলতে হবে। এসব মতো অক্টোবর মাসে সেই ছয় মাস পূর্ণ হওয়ার কথা। যেহেতু পোস্ট অফিসের ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প বা Small Savings Account চালু রাখার জন্য আধার কার্ড এবং মোবাইল নাম্বার বাধ্যতামূলক তাই অ্যাকাউন্টটি বন্ধ করতে না চাইলে অতি শীঘ্র গ্রাহকদের এই কাজটি সম্পন্ন করার কথা জানানো হয়েছে পোস্ট অফিস এর পক্ষ থেকে।
আধার ও মোবাইল নম্বর লিঙ্ক করলে গ্রাহকরা কি সুবিধা পাবেন?
শুধুমাত্র নিরাপত্তা প্রদানই নয়, এই দুটি গুরুত্বপূর্ণ নথি অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত করলে গ্রাহকরাও নানাভাবে উপকৃত হব বলে জানানো হয়েছে Post Office এর তরফ থেকে। মোবাইল নাম্বার সংযুক্ত থাকার কারণে গ্রাহকরা এসএমএসের মাধ্যমে এবং ইলেকট্রনিক পদ্ধতিতে অ্যাকাউন্টের নানা পরিসেবা উপভোগ করতে পারবেন।
পোস্ট অফিসের বিভিন্ন স্কিমের সুযোগ সুবিধা
Post Office Small Saving Scheme গুলির দ্বারা সরকার নানাভাবে অর্থনৈতিক সহায়তা প্রদান করেন গ্রাহকদের। গ্রাহকদের বেশ ভালো পরিমাণ সুদ দেওয়া হয় বিভিন্ন স্কিমের মাধ্যমে। বেশিরভাগ পোস্ট অফিসের স্কিম আবার 80C ধারায় করমুক্ত। তাই সেক্ষেত্রে 150000 টাকা পর্যন্ত কর ছাড় পান গ্রাহকরা। পোস্ট অফিসের কয়েকটি জনপ্রিয় সেভিংস স্কিম হলো পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF), ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC),সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY), কিষাণ বিকাশ পত্র (KVP), পোস্ট অফিস টাইম ডিপোজিট স্কিম ও পোস্ট অফিস রেকারিং ডিপোজিট(RD) স্কিম ইত্যাদি।
সরকারি সুবিধা এবং গুরুত্বপূর্ণ খবর মিস করতে না চাইলে আমাদের Whatsapp এবং Telegram গ্রুপে জয়েন হয়ে থাকুন।
এটাও পড়ুন: