নতুন BajajPulsar N150 হল একটি দুর্দান্ত বাইক যা এই কিছুদিন আগে বাজাজ লঞ্চ করেছে। এটি হচ্ছে, Bajaj Pulsar N150 cc সেগমেন্টের তৃতীয় ভার্সন মোটরসাইকেল হয়ে উঠেছে। যার মধ্যে এটি সবচেয়ে স্টাইলিশ এবং আধুনিক আপডেট রয়েছে। এটি 149.6 cc BS6 ইঞ্জিন দ্বারা চালিত হয়। এটি একটি ভেরিয়েন্ট এবং তিনটি রঙের সাথে কেনা যাবে। ভারতীয় বাজারে এর দাম 1.17 লাখ টাকা এক্স-শোরুম।
নতুন Pulsar N150 স্পেসিফিকেশন:
- ইঞ্জিন: 149.6 cc BS6 একক-সিলিন্ডার ইঞ্জিন
- পাওয়ার: 8,500 rpm এ 14.5 bhp
- টর্ক: 6,000 rpm এ 13.5 Nm
- ট্রান্সমিশন: 5-স্পীড গিয়ারবক্স
- ওজন: 145 কেজি
- ফুয়েল ট্যাঙ্ক ক্ষমতা: 14 লিটার
- মাইলেজ: প্রতি লিটারে প্রায় 50 কিমি
বাজাজ পালসার হচ্ছে বাজাজের একটা আগে থেকেই লঞ্চ করা বাইক P150, N160 এবং 150 যা ইতিমধ্যেই বাজারে পাওয়া যাচ্ছে। এর পরে, বাজারে টিভিএসের সাথে প্রতিযোগিতা করতে বাজাজ একটি আকর্ষণীয় ডিজাইনের N150 নিয়ে এসেছে। এখন 150 সিসি সেগমেন্টে মোট তিনটি বাইক বাজাজের পোর্টফোলিওতে যোগ করা হলো। যার মধ্যে এই N150 সবচেয়ে আধুনিক আপডেটে লঞ্চ হলো।
নতুন BajajPulsar N150 Look
বাজাজ পালসার N150- বাইকটির স্টাইল অনেকটা N160 থেকে ধার করা হয়েছে। এটির সামনের দিকে সেট করা রয়েছে এলইডি প্রজেক্টর হেডলাইট। দুই পাশে ডিআরএল লাগানো আছে। বাইকটিকে আরো আকর্ষণীয় লুক দেয়ার জন্য, যাতে বাইকটি অনেকটা স্পোর্টস বাইকের মতো দেখতে হয় সেই কারণে এটিতে দারুন ডিজাইনের একটা ফুয়েল ট্যাংক সেট করা হয়েছে।
নতুন BajajPulsar N150 বৈশিষ্ট্য
Bajaj Pulsar N150 ফিচারস লিস্ট এ রয়েছে একটি এনালগ মিটার এবং একটি সেমি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। সাথে আরও কিছু বিশেষ ফিচারস দেওয়া আছে যেগুলো আপনারা দেখতে পাবেন যেমন ওডোমিটার, ট্রিপমিটার, টেকোমিটার, স্পিডোমিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, ফুয়েল লেভেল নির্দেশক, সময় দেখার জন্য ঘড়ি, স্ট্যান্ড এলাম এবং সার্ভিস ইন্ডিকেটরের মতো সুবিধা দেওয়া হয়েছে। এছাড়াও এতে মোবাইল চার্জ করার জন্য একটি USB পোর্ট দেওয়া আছে সাথে LED প্রজেক্টর লাইট এবং টার্ন ইন্ডিকেটর রয়েছে ।
বৈশিষ্ট্য | বর্ণনা |
ইঞ্জিন | 149.6 cc BS6 একক-সিলিন্ডার ইঞ্জিন |
শক্তি | 8,500 rpm এ 14.5 bhp |
টর্ক | 6,000 rpm-এ 13.5 Nm |
ট্রান্সমিশন | 5-স্পীড গিয়ারবক্স |
ওজন | 145 কেজি |
ফুয়েল ট্যাঙ্ক ক্ষমতা | 14 লিটার |
মাইলেজ | প্রতি লিটারে প্রায় 50 কিমি |
হেডলাইট | ডিআরএল সহ এলইডি প্রজেক্টর |
ক্লাস্টার সিস্টেম | সেমি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ডোমিটার, ট্রিপ মিটার, টেকোমিটার, স্পিডোমিটার, গিয়ার পজিশন, ফুয়েল লেভেল ইন্ডিকেটর, ঘড়ি, স্ট্যান্ড অ্যালার্ট, সার্ভিস ইন্ডিকেটর) |
স্পেশাল ফিচারস | চার্জ করার জন্য ইউএসবি পোর্ট, টার্ন ইন্ডিকেটর, একক-চ্যানেল ABS (অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম) |
ব্রেক | সামনে: 260 mm ডিস্ক ব্রেক, পিছনে: 130 mm ড্রাম ব্রেক |
রং | রেসিং রেড, এবোনি ব্ল্যাক, মেটালিক পার্ল হোয়াইট |
নতুন BajajPulsar N150 ইঞ্জিন
নতুন Bajaj Pulsar N150 কে পাওয়ার দেওয়ার জন্য, এতে একটি 149.6 cc BS6 OBD2 কমপ্লায়েন্ট সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিন দেওয়া হয়েছে। যা 8500 rpm-এ 14.5bhp শক্তি এবং 6,000 rpm-এ 13.5nm পিক টর্ক জেনারেট করে। এটি একটি 5 স্পিড গিয়ার বক্স মোটরবাইক। এটি Racing Red, Ebony Black এবং Metallic Pearl White এই তিনটি রঙে পাওয়া যাচ্ছে।
নতুন BajajPulsar N150 Safty
Bajaj Pulsar 150 কে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং ডুয়াল রিয়ার সাসপেনশন এর মাধ্যমে কন্ট্রোল করা হয়। এবং এই বাইকটির সেফটির তালিকায় রয়েছে একটা সিঙ্গেল চ্যানেল ABS, সাথে অ্যান্টি লকিং ব্রেকিং সিস্টেম। এর সামনের চাকায় একটি 260mm ডিস্ক ব্রেক এবং পেছনের চাকায় 130mm রিয়েল ড্রাম ব্রেক রয়েছে।
নতুন BajajPulsar N150 Competitor
বাজাজ পালসার N150 এর মোট ওজন 145 কেজি এবং এর সম্পূর্ণ তেলের ট্যাংকের ক্ষমতা 14 লিটার। চমৎকার পারফরম্যান্স সহ, Bajaj Pulsar N150 প্রতি লিটার 50 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেয়। এটি ভারতীয় বাজারে TVS Apache RTR 160 4V , Suzuki Gixxer SF এবং Hero Xtreme 160R এর সাথে প্রতিযোগিতা চলবে।
FAQ: BajajPulsar N150 কে নিয়ে সাধারণ জিজ্ঞাসিত প্রশ্ন
Pulsar N150 Mileage?
এর সম্পূর্ণ তেলের ট্যাংকের ক্ষমতা 14 লিটার। চমৎকার পারফরম্যান্স সহ, Bajaj Pulsar N150 প্রতি লিটার 50 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেয়।
Pulsar N150 Price?
এটি একটি ভেরিয়েন্ট এবং তিনটি রঙের সাথে কেনা যাবে। ভারতীয় বাজারে এর দাম 1.17 লাখ টাকা এক্স-শোরুম।
📨আমাদের ওয়েবসাইটের নিউজগুলো মিস করতে না চাইল আমাদের Whatsapp এবং Telegram গ্রুপে জয়েন হয়ে থাকুন।
এটাও পড়তে পারেন:
Odysse Vader Electric Bike: বাজার কাঁপাতে এলো দুর্দান্ত ইলেকট্রিক বাইক এক চার্জে চলবে 130 কিলোমিটার,