বর্তমানে এই দুর্মূল্যের বাজারে অনেক মানুষই একাধিক জীবিকায় নিজেকে নিযুক্ত করতে চান। কেউ ছোটখাটো চাকরি করার পাশাপাশি কোনো ব্যবসায় আত্মনিয়োগ করতে চান। আবার কেউ কেউ অপরের অধীনে চাকরি না করে ব্যবসাকেই নিজের মূল জীবিকা হিসেবে গ্রহণ করতে চান। তবে কেউ যদি ঘরে বসেই কোন রোজগারের উপায় খোঁজেন তবে তার জন্য বিশেষ সুবিধা নিয়ে এসেছে ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক SBI বা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI Franchise)।
ভারতীয় স্টেট ব্যাঙ্ক তাদের ফ্রাঞ্চাইজি চালু করার মাধ্যমে ঘরে বসেই আপনাকে উপার্জনের সুযোগ করে দিতে চলেছে। কিভাবে আপনি এই উপার্জন করবেন সেই সম্পর্কে বিস্তারিত তথ্য দেব এই প্রতিবেদনে।
স্টেট ব্যাঙ্ক ফ্র্যাঞ্চাইজি (SBI Franchise) ব্যবসা কি?
স্টেট ব্যাংকের ফ্রাঞ্চাইজি ব্যবসা আসলে একটি ATM সম্পর্কিত ব্যবসা (SBI Franchise)। এই ব্যবসা শুরু করলে আপনি মাসিক 80 থেকে 90 হাজার টাকা পর্যন্ত উপার্জন করতে পারবেন। ব্যবসাটি শুরু করার জন্য প্রথমেই আপনাকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ATM এর ফ্র্যাঞ্চাইজির অনুমতি গ্রহণ করতে হবে। আর এই SBI Franchise নিয়ে ব্যবসা শুরু করতে হলে প্রথমেই আপনাকে ভাবতে হবে একটি ATM কেবিনের কথা। কারণ এর জন্য আপনার মোটামুটি 50 থেকে 80 বর্গফুট মতো জায়গার প্রয়োজন হবে।
তবে মনে রাখতে হবে যে জায়গায় আপনি এটিএম কেবিন করতে চলেছেন সেটি যদি রাস্তার কাছাকাছি হয় বা রাস্তা থেকে দেখা যায় তবে এটি সাধারণ মানুষের দৃষ্টি সহজেই আকর্ষণ করবে। এছাড়াও এটিএম কেবিনের মধ্যে ইলেকট্রিক যাতে ঠিকঠাক থাকে সে ব্যবস্থাও আপনাকে করে রাখতে হবে।
ব্যবসা শুরুর পদ্ধতি
স্টেট ব্যাঙ্ক-এর ফ্র্যাঞ্চাইজি (SBI Franchise) গ্রহণ করার জন্য আপনাকে প্রথমেই আপনার নিকটবর্তী স্টেট ব্যাঙ্ক-এর শাখায় গিয়ে যোগাযোগ করতে হবে (SBI Franchise)। তারা আপনাকে এই ব্যবসা শুরু করার অনুমতি দিলে ব্যাঙ্কের কাছে প্রথমে 2 লক্ষ টাকা সিকিউরিটি ডিপোজিট বাবদ রাখতে হবে আপনাকে। এ ছাড়াও ওয়ার্কিং ক্যাপিটাল হিসাবে আরো 3 লক্ষ টাকা জমা দিতে হবে আপনাকে। তবে আপনি যদি কখনো ফ্র্যাঞ্চাইজি বন্ধ করার সিদ্ধান্ত নেন তবে এই সম্পূর্ন টাকাটি ফিরত পেয়ে যাবেন।
এই ফ্র্যাঞ্চাইজি শুরু করতে আপনাকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ব্যাঙ্ক-এর কাছে দেখাতে হবে। যেমন আপনার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ইলেকট্রিক বিলের নথি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, পাসবুক, ছবি ইত্যাদি।
উপার্জনের হিসাব
এটিএম ফ্র্যাঞ্চাইজি পেতে হলে আপনার একটি ভ্যালিড ইমেল আইডি থাকতে হবে। সেই সঙ্গে দরকার হবে GST Number। এই সমস্ত কিছু থাকলেই আপনি এর মাধ্যমে ঘরে বসেই উপার্জন করতে পারবেন। আসলে স্টেট ব্যাঙ্কের এটিএম ফ্র্যাঞ্চাইজি (SBI Franchise) নিলে প্রতি নগদ লেনদেনে 8 টাকা ও নগদবিহীন লেনদেনে 2 টাকা করে কমিশন পাবেন ফ্র্যাঞ্চাইজি হোল্ডার।
অর্থাৎ আপনার এটিএম ফ্র্যাঞ্চাইজিতে প্রতিদিন 250 টি করে লেনদেন হলে আপনি মাসে 45,000 টাকা আয় করতে পারবেন। একইভাবে দিনে 500 লেনদেন হলে 88000 থেকে 90000 টাকা কমিশন বাবদ পাবেন আপনি। সুতরাং এই কাজটির মাধ্যমে যদি অর্থ উপার্জন করতে চান তাহলে শীঘ্রই যোগাযোগ করুন আপনার নিকটবর্তী স্টেট ব্যাঙ্কের শাখায়।
আমাদের ওয়েবসাইটের নিউজগুলো মিস করতে না চাইল আমাদের Whatsapp এবং Telegram গ্রুপে জয়েন হয়ে থাকুন।
এটাও পড়ুন:
PNB তে অ্যাকাউন্ট থাকলেই সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন এই পরিষেবা, আনন্দে লাফাচ্ছে গ্রাহকরা