TATA Share Price: আজকে আমি TATA গ্রুপের এমন একটা কোম্পানির স্টকে নিয়ে কথা বলব যে স্টকটি গত এক বছরে ইনভেস্টারদের দারুন মুনাফা দিয়েছে। যদি কোন ইনভেস্টার ২০২২ সালের প্রথমদিকে এই শেয়ারএ ১ লাখ টাকা লাগিয়ে থাকে তার মূল্য বেড়ে এখন ২ লাখ টাকারও বেশি হয়ে গেছে।
টাটা গ্রুপের এই কোম্পানিটির ব্যবসা প্রত্যেক বছর বৃদ্ধি পাচ্ছে, এই ভাবেই যদি ম্যানেজমেন্ট ভালোভাবে বছরের পর বছর ব্যবসাটাকে ভালোভাবে চালিয়ে নিয়ে যেতে পারে তাহলে আমার মনে হচ্ছে আগামী কয়েক বছর ইনভেস্টারদের টাটা গ্রুপের এই কোম্পানিটি শেয়ার এইভাবেই রিটার্ন দিতে থাকবে। কোম্পানিটির নাম হচ্ছে টরেন্ট (Trent Ltd )
টাটা গ্রুপের এই কোম্পানিটির ব্যবসা কি
১৯৯৮ সালে টাটা গ্রুপের এই কোম্পানিটি তৈরি হয় এবং কোম্পানিটি ফ্যাশন রিলেটেড কাজ করে থাকে ব্র্যান্ডেড জুতো, কাপড়-জামা ইত্যাদি বিক্রি করে। এখন ট্রেন্ড ৪০০ টারও বেশি রিটেল স্টোর অপারেট করছে পুরো ভারত জুড়ে। টাটার এটি একটি মাল্টিন্যাশনাল কোম্পানি ১০০টারও বেশি কান্ট্রিতে এই কোম্পানিটির ব্যবসা ছড়িয়ে আছে।
Trent Ltd ফাইন্যান্সিয়াল
Trent হচ্ছে একটা লার্জ ক্যাপ কোম্পানি এবং কোম্পানিটির মার্কেট ক্যাপিটালিজেশন ১ লক্ষ কোটি টাকারও বেশি। টাটা গ্রুপের এই কোম্পানিটি ফিনান্সিয়ালি ও ফান্ডামেন্টালি দারুণ স্ট্রং একটা কোম্পানি, এই কোম্পানিটির সেলস এবং প্রফিট প্রত্যেক বছর বৃদ্ধি পাচ্ছে।
২০১২ সালে এই Trent ১৮৪৫ কোটি টাকার সেল করেছিল এবং ২০২৩ সালে এই সেল বৃদ্ধি হয়ে ৮২৪২ কোটি টাকা হয়ে গেছে। গত ১০ বছর ধরে টাটা গ্রুপের এই কোম্পানিটির সেল ১৪% হারে বৃদ্ধি পাচ্ছে।
প্রফিটের কথা যদি বলা হয় ২০১২ সালে টাটা গ্রুপের এই কোম্পানিটি একটা লস মেকিং কোম্পানি ছিল, তারপর ২০১৫ সালে কোম্পানিটির মধ্যে একটা বড় চেঞ্জ আসে ২০১৫ সাল থেকেই কোম্পানি প্রফিটেবল হয়ে যায়।
২০১৫ সালে Trent ১২৯ কোটি টাকার প্রফিট করেছিল। আর এই প্রফিট বৃদ্ধি পেয়ে ২০২৩ সালে ৩৯৪ কোটি টাকা হয়ে গেছে। ২০১৫ সালের পর থেকেই এই কোম্পানিটি একটা প্রফিটেবল কোম্পানি হয়ে রয়েছে। গত ১০ বছর ধরে কোম্পানিটির প্রফিট ৩৩% হারে বৃদ্ধি পাচ্ছে।
Trent Share Price এবং রিটার্ন হিস্ট্রি
গত এক বছরে Trent তার শেয়ার হোল্ডারদের ১২৪% রিটার্ন দিয়েছে। গত পাঁচ বছরে এই শেয়ারটি তাদের শেয়ারহোল্ডারদের ৭৫৯% রিটার্ন দিয়েছে। এবং ১৯৯৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত এই শেয়ারটিতে শেয়ারহোল্ডাররা ৩০ হাজার পার্সেন্ট রিটার্ন জেনারেট করেছে।
এই কোম্পানিটির অ্যাভারেজ রিটার্ন ১০ বছরের ৩৮% এবং পাঁচ বছরের এভারেজ রিটার্ন ৫৪% তিন বছরে ৬৫% বর্তমানে এই শেয়ারটির মূল্য ২৯৯৯ টাকা। আপনি ভাবলে অবাক হবেন যে ২০১৯ সালে এই শেয়ারটির দাম ছিল মাত্র ৩৪৯ টাকা।
শেয়ারের নাম | আজকের দাম বাজার খোলার সময় |
Trent Ltd | ₹2999 প্রতি শেয়ার |
My Opinion
TATA গ্রুপের এই শেয়ারটি ইনভেস্টারদের কাছে সব সময়তেই একটা রিস্ক ফ্রি ইনভেস্টমেন্ট প্রমাণিত হয়েছে। কোম্পানিটির ব্যবসা বছর বছর যেভাবে বৃদ্ধি পাচ্ছে এখনো আগামী 10 বছরেও ইনভেস্টারদের ক্রমাগত রিটার্ন দেয়ার ক্ষমতা রাখে।
Disclaimer
এই আর্টিকেলটার পারপাস কোনরকম ভাবেই কোন শেয়ারের উপর কেনা বেচার প্রস্তাব দেয় না, এটি সম্পূর্ণ ইনফরমেশন মুলক আর্টিকেল। কোন শেয়ারকে কেনা বেচার আগে অবশ্যই রেজিস্টার্ড ফাইন্যান্সিয়াল এডভাইজার এর সঙ্গে আলোচনা করে তারপর ডিসিশন নিন।
এইটাও পড়তে পারেন