Vande Bharat Express: ১৮৫১ সাল থেকে ভারতের বুকে যে রেলের চাকা গড়ানো শুরু হয়েছিল তার ক্রমেও অগ্রগতি হতে হতে যে কতটা আধুনিকতার শীর্ষে পৌঁছে গেছে তা আর বলার অপেক্ষা রাখে না। ভারতীয় রেলের এই আধুনিকতার একটি প্রতীক হলো বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি। ভারতের বিভিন্ন রুটে বন্দে ভারত ট্রেনটি চালু হওয়ার পর থেকেই এ নিয়ে যাত্রীদের উন্মাদনা তুঙ্গে। আর এবার যাত্রীদের বিশেষ সুবিধা প্রদান করতে বন্দে ভারতে যুক্ত হতে চলেছে স্লিপার ক্লাস।
বন্দে ভারতে নতুন কি পরিষেবা পাওয়া যাবে (Vande Bharat Express)?
ভারতীয় রেলের উচ্চপদস্থ কর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী জানা গেছে সাধারণ মানুষের সুবিধার জন্যই এবার বন্দে ভারত ট্রেনের নতুন সংযোজন হতে চলেছে বন্দে ভারত স্লিপার। সেই সঙ্গে এবার আসতে চলেছে বন্দে ভারত মেট্রো পরিষেবা। বেশি দূরত্বের যাত্রার জন্য আনা হচ্ছে এই বন্দে ভারত স্লিপার ট্রেন। আর কম দূরত্বে যাত্রীদের পরিষেবা দেবে বন্দে ভারত মেট্রো। জানা গেছে খুব তাড়াতাড়ি পশ্চিমবঙ্গেও এই সুবিধা দুটি মিলবে।
কবে থেকে নতুন দুটি পরিষেবা চালু হবে?
ভারতীয় রেলের একজন উচ্চপদস্থ কর্তা জানিয়েছেন আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের মার্চ মাসের মধ্যে প্রথম ভারতের বুকে গড়াতে চলেছে বন্দে ভারত স্লিপার ট্রেনের চাকা। আইসিএফ-এর কর্মকর্তা বিজি মাল্য এ প্রসঙ্গে জানিয়েছেন “বন্দে ভারত-এর স্লিপার কোচ বর্তমান আর্থিক বছরে চালু করা হবে যেখানে প্রথম ট্রেনটি উৎপাদনের অধীনে রয়েছে এবং 2024 -এর মার্চ মাসে বন্দে ভারত স্লিপার চালু করা হবে।”
কোন রুটে চালু হবে বন্দে ভারত স্লিপার ট্রেন?
ভারতীয় রেলের তথ্য অনুযায়ী জানা গেছে মূলত দূরের শহরগুলিকেই আপাতত আধা উচ্চ গতির বন্দে ভারত স্লিপার ট্রেনের মাধ্যমে সংযুক্ত করা হবে। প্রসঙ্গত উল্লেখ্য বর্তমানে কলকাতা-মুম্বাই এবং কলকাতা-দিল্লি বন্দে ভারত স্লিপার চালু হওয়ার জল্পনা চলছে । এই ট্রেনটি এই দুটি রুটে নিজের যাত্রা শুরু করলে ট্রেনে করে কলকাতা থেকে মুম্বাই বা দিল্লি যাওয়া অত্যন্ত সহজ হয়ে যাবে।
বন্দে ভারত মেট্রো কবে থেকে চালু হবে?
Vande Bharat Express: শুধু বন্দে ভারত স্লিপার ট্রেনই নয়, এবার চালু হতে চলেছে বন্দে ভারত মেট্রো। বন্দে ভারত মেট্রো হল বন্দে ভারত এক্সপ্রেসের একটি ছোট সংস্করণ। এটি মূলত অল্পতে শহরগুলির মধ্যেই চালানো হবে। ভারতীয় রেলের তথ্য অনুযায়ী জানা গেছে ১২ কোচের ভারত মেট্রো আগামী বছর জানুয়ারি মাসের মধ্যেই ভারতের বুকে নিজের যাত্রা শুরু করবে।
পশ্চিমবঙ্গ বর্তমানে কটি বন্দে ভারত ট্রেনের সুবিধা পায়?
বর্তমানে আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে মোট পাঁচটি Vande Bharat Express ট্রেনের সুবিধা পাওয়া যায়। সেই পাঁচটি ট্রেন হল হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস, হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস, নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস, হাওড়া-রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস এবং হাওড়া-পাটনা বন্দে ভারত এক্সপ্রেস।
প্রসঙ্গত উল্লেখ্য পশ্চিমবঙ্গের ষষ্ঠ বন্দে ভারত এক্সপ্রেস হিসেবে টাটানগর-বারাণসী সে বন্দে ভারত ট্রেনটি চালানোর কথা শুরু হয়েছে। পুরুলিয়া জংশনের উপর দিয়ে এই ট্রেন চললে উপকৃত হবেন বহু মানুষ। আর সেই সঙ্গে বন্দে ভারত স্লিপার ট্রেন এবং বন্দে ভারত মেট্রো চালু হলে সাধারণ মানুষের অনেক সুবিধা হবে বলে মনে করছেন রেল কর্তৃপক্ষ।
আমাদের ওয়েবসাইটের টেকনোলজি নিউজগুলো মিস করতে না চাইল আমাদের Whatsapp এবং Telegram গ্রুপে জয়েন হয়ে থাকুন।
আরো পড়ুন: