Parag Desai Death: দেশের তৃতীয় সবথেকে বড় চা কোম্পানি Wagh Bakri Tea এর এক্সিকিউটিভ ডাইরেক্টর Parag Desai এর মৃত্যু কুকুরের কামড়ে হলো। ৪৯ বছরের এই ব্যক্তিকে সকালে মর্নিং ওয়ার্ক এর সময় কুকুরে কামড়ে ছিল। তারপর থেকেই তিনি হাসপাতালে ভর্তি ছিলেন, ডাক্তারের পুরো একটা টিম তাকে সাত দিন পর্যন্ত ভেন্টিলেটরে রেখেছিলেন।
১৯৯৫ সালে Desai এই Wagh Bakri Chai কোম্পানিতে যোগদান করেন। তখন এই কোম্পানিটির টার্নওভার ছিল মাত্র ১০০ কোটি টাকা। কিন্তু আজ Wagh Bakri কোম্পানিটির টার্নওভার ২০০০ কোটি টাকাও ছাড়িয়ে গেছে। তো চলুন তাহলে জেনে নিই কিভাবে এই কোম্পানিটি এত বড় হল।
১৯১৫ সালে ভারতে ফিরে এসেছিল পরিবারটি
Parag Desai এর পরিবার চার পুরুষ ধরে এই চায়ের ব্যবসায় জড়িয়ে রয়েছে। তিনি একটা ইন্টারভিউতে বলেছিলেন তার ঠাকুর দাদা, নারান্দাস দেশাই এর সাউথ আফ্রিকায় টোটাল চারটে চায়ের বাগান ছিল। ওখানে তিনি মহাত্মা গান্ধী সংস্পর্শে আসেন। এখানে দেশাই জাতিগত বৈষম্যের শিকার হন এবং সেই কারণে দক্ষিণ আফ্রিকা ছেড়ে ভারতে আসতে হয়।
তারপর তার পরিবার ১৯১৫ সালে ভারতে ফিরে আসেন। তিনি শুধু চায়ের ব্যবসায়ী জানতেন, তাই প্রাথমিকভাবে তিনি পুরানো Ahmedabad এবং কানপুরে চায়ের দোকান খোলেন।
১৯৮০ সালে নেয়া সব থেকে বড় সিদ্ধান্ত
প্রথমে তিনি গুজরাট চা ডিপো নামে দোকান শুরু করেন। তার চায়ের নাম বাজারে ছড়াতে দুই থেকে তিন বছর লেগেছে। ১৯৮০ সাল পর্যন্ত তিনি লুজ চা বিক্রি করতেন, কিন্তু ১৯৮০ সালেই এই চা কোম্পানিটি একটা বড় সিদ্ধান্ত নেয়। ভারতবর্ষের তারা প্রথম সিদ্ধান্ত নেয় যে লুজ চা এর বদলে তারা প্যাকেট চা বিক্রি করা শুরু করবে। এই সিদ্ধান্তটি তাদের বেশ চ্যালেঞ্জিং প্রমাণিত হয়েছিল। একটা সময়ে তাদের এই প্যাকেট চা এর ব্যবসা প্রায় বন্ধ হতেই বসেছিল।
পাঁচ সাত বছর খুব খারাপ সময় চলেছে
80 এর দশকে মানুষের মধ্যে সচেতনতার অভাব ছিল এবং প্যাকেটজাত চা বিক্রি করা সহজ ছিল না। আর তখন এটি তৈরি করতে খরচও ছিল বেশি। পরাগ দেশাই বলেছিলেন যে প্যাকেট চা শুরু করার পরে, কোম্পানির পাঁচ থেকে সাত বছর খুব খারাপ সময় ছিল । কিন্তু খুব সংগ্রামের মধ্য দিয়েও ২০০৩ সালে Wagh Bakri এই চা কোম্পানিটি গুজরাটের একটি বৃহত্তম চা প্রস্তুতকারক কোম্পানি হয়ে ওঠে।
১৯৮০ সালে এবং তারও পরে এই গুজরাট চা ডিপো কোম্পানিটি হোলসেললে চা বিক্রি করতো। টোটাল সাতটা দোকানে তারা হোলসালে চা সেল করার কাজ করতো। তারপর ধীরে ধীরে লোকজনেরা বুঝতে শুরু করলো এবং Wagh Bakri, এই চা ব্রেন্টির ওপর মানুষের আস্তে আস্তে বিশ্বাস জন্মাতে শুরু করল।
প্রথমে এই চা মার্কেটে, টি ব্যাগের সূচনা এই ওয়াঘ বাকরি করেছিল। পরাগ নিউইয়র্ক থেকে এমবিএ করার পর কোম্পানিকে নিয়ে যান এক নতুন উচ্চতায়। ১৯৯৫ সালে যখন তিনি যোগদান করেন, তখন কোম্পানির টার্নওভার ছিল ১০০ কোটি টাকা। আজ ওয়াঘ বাকরির বার্ষিক টার্নওভার ২০০০ কোটি টাকা ছাড়িয়েছে। Wagh Bakri চা বিশ্বের ৬০টি দেশে রপ্তানি হচ্ছে। এছাড়াও সারা দেশে Wagh Bakri চা লাউঞ্জ এবং ক্যাফে রয়েছে।
আমাদের ওয়েবসাইটের টেকনোলজি নিউজগুলো মিস করতে না চাইল আমাদের Whatsapp এবং Telegram গ্রুপে জয়েন হয়ে থাকুন।
এটাও পড়ুন: