Whiskey Price: দূর্গা পূজার মরসুম শুরু হয়ে গেছে এবং এই উৎসবটাকে কেন্দ্র করে বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল এ অনেক জিনিসের চাহিদা বেড়ে যায়। মদ তারি মধ্যে একটা। তবে মদের অনেক ভাগ আছে এর মধ্যে সবথেকে নামকরা মদ হচ্ছে হুইস্কি। এবারের পূজাকে রঙিন করতে করতে আসুন জেনে নিই রাজ্যের নামকরা এবং বেশি চাহিদা 5টি হুইস্কি ব্রান্ড।
- রাজ্যে মদপ্রেমী প্রচুর।
- আবার এই দুর্গাপুজোকে কেন্দ্র করে মদের চাহিদা অনেক বেড়ে যায়।
- পশ্চিমবঙ্গ রাজ্যে 5টি নামকরা হুইস্কি কোম্পানির price জেনে নিন।
ভারতে মদকে ভালোবাসে এরকম অনেক লোক আছে। ভারতে মদের মার্কেট বিশাল। প্রত্যেক বছরই এই মার্কেট বদলে যাচ্ছে। অনেক ধরনের মদ নতুন নতুন ব্রান্ড এসে মার্কেট কে প্রত্যেক বছরই বদলে দিচ্ছে। নানা ধরনের মদের ডিমান্ড ক্রমাগত বেরিয়ে যাচ্ছে। আর দুর্গাপূজা হচ্ছে বাঙ্গালীদের কাছে সব থেকে আনন্দের উৎসব। আর সুরাপ্রেমীরা এই উৎসবে একটু সুরাপান করতে বেশি ভালোবাসে। তাই বাঙালির এই উৎসবে মদের বিক্রি অনেক বেড়ে যায়। তবে পশ্চিমবঙ্গ রাজ্যে কিছু এমন মদের ব্র্যান্ড আছে যেগুলোর সেল সবসময় ভালই থাকে।
তবে যত যাই হোক হুইস্কি কিন্তু যুগ যুগ ধরে সুরারাপ্রেমীদের মনে জায়গা করে রেখেছে। লং উইকএন্ড থাকলেই এই হুইস্কির সঙ্গে সময় কাটাতে চায় অনেক সুরাপ্রেমী। তাও আবার যদি ছুটিটা হয় দুর্গা পুজোর তাহলে তো একদম সোনায় সোহাগা। তাহলে চলুন জেনে নিই সেই 5টি নামকরা হুইস্কি ব্র্যান্ডের নাম।
পশ্চিমবঙ্গ রাজ্যের 5টি নামকরা হুইস্কি ব্যান্ডের দাম:
1. এন্টিকুইটি ব্লু আল্ট্রা প্রিমিয়াম হুইস্কি: এন্টিকুইটি ব্লু আল্ট্রা প্রিমিয়াম হুইস্কির 180 ml এর দাম 320 টাকা 375 ml এর দাম 600 টাকা এবং 750 দাম 1130 টাকা।
2. সিগনেচার প্রিমিয়াম গ্রিন হুইস্কি: সিগনেচার প্রিমিয়াম গ্রিন হুইস্কির 180 ml এর দাম 210 টাকা 375 এর দাম 500 টাকা আর 750-র দাম 990 টাকা।
3. রয়েল গ্রীন প্রিমিয়াম ব্লেন্ডেড হুইস্কি: রয়েল গ্রিন প্রিমিয়াম ব্লেন্ডেড হুইস্কির 180 ml এর দাম 210 টাকা 375 এর দাম 500 টাকা এবং 750 ml এর দাম 1000 টাকা।
4. রয়েল চ্যালেঞ্জ প্রিমিয়াম গোল্ড হুইস্কি: রয়েল চ্যালেঞ্জ প্রিমিয়াম গোল্ড হুইস্কির 180 mlএর দাম 241 টাকা 375 র এর দাম 500 টাকা আর 750 এর দাম 1000 টাকা।
5. স্টারলিং রিজার্ভ B10 ব্লেন্ডেড প্রিমিয়াম হুইস্কি: স্টারলিং রিজারভ B10 ব্লেন্ডেড প্রিমিয়াম হুইস্কির 180 ml এর দাম 329 টাকা 375 ml এর দাম 680 টাকা এবং 750 ml এর দাম 1360 টাকা।
আমাদের রাজ্যে মদের চাহিদা প্রচুর। বর্তমান সময়ে প্রায় প্রত্যেক রাজ্যের সরকার মদ থেকে প্রচুর টাকা আয় করছে। আমাদের রাজ্যে রাজ্য সরকারের ইনকামের একটা বড় অংশ, এই রাজ্যের মদ বিক্রি করার ট্যাক্সের টাকা থেকে আসে। তাহলে এই মদ বিক্রি হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ইনকামের একটা বিশাল জায়গা।
আমাদের ওয়েবসাইটের নিউজগুলো মিস করতে না চাইল আমাদের Whatsapp এবং Telegram গ্রুপে জয়েন হয়ে থাকুন।
এটাও পড়ুন: