Google Pay: বর্তমান সময়ে আধুনিকতার সঙ্গে পাল্লা দিয়ে অনেক মানুষই ক্যাসলেস পরিষেবায় বেশি স্বাচ্ছন্দ বোধ করেন। ফলে মানুষের কাছে গুগল পে অ্যাপটির চাহিদা এখন তুঙ্গে । বর্তমানে তরুণ প্রজন্ম থেকে শুরু করে ব্যবসায়ীদের মধ্যেও UPI-এর মাধ্যমে আর্থিক লেনদেন এক জনপ্রিয় মাধ্যম হয়ে উঠেছে।
গুগুল পে-র নতুন সুবিধাটি কি?
বর্তমানে UPI লেনদেনের ক্ষেত্রে অন্যতম ভরসার জায়গা তৈরি করে নিয়েছে Google Pay। যে কোনো পরিমাণ অর্থ এর মাধ্যমে সহজেই এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউণ্ট-এ পাঠানো সম্ভব হয়। এবার Google Pay-র তরফ থেকে তার ব্যবহারকারীদের জন্য এল অর্থ আয়ের দুর্দান্ত সুযোগ। কারণ এই অ্যাপটির মাধ্যমেই অর্থ রিটার্ন হিসাবে পেতে পারেন UPI ব্যবহারকারীরা ।
কিভাবে টাকা দেবে গুগল পে?
জানা যাচ্ছে অর্থ লেনদেনের জন্য গুগল পে ব্যবহার করেন এমন ব্যক্তিরা এবার পেয়ে যাবেন নগদ ১৫০০০ টাকা। এটি আসলে গুগল পে দ্বারা পরিচালিত একটি ঋণগ্রহণ প্রকল্প। গুগল পে-র পক্ষ থেকে ‘সচেত লোন’ প্রকল্প চালু করা হয়েছে। ভারতীয় ব্যবহারকারীরাও এর সুবিধা উপভোগ করতে পারবেন।
টাকা পাওয়ার পদ্ধতি
Google Pay অ্যাপের মাধ্যমে কয়েকটি তথ্য জানিয়ে গ্রাহককে প্রথমে ঋণের জন্য আবেদন করতে হবে। আবেদন করার পর গ্রাহকের অ্যাকাউন্টে মুহুর্তের মধ্যে ঢুকে যাবে ১৫০০০ টাকা। তবে এই ঋণ গ্রহণ এর জন্য প্রতি মাসে গ্রাহককে মাত্র ১১১ টাকা করে দিতে হবে।
কারা এই ঋণ গ্রহণের সুবিধা পাবেন?
সব ব্যবহারকারীদের জন্য গুগল পে এখনও এই সুবিধাটি চালু করেনি। বর্তমানে এটি কেবলমাত্র ছোট ব্যবসায়ীরা এই ঋণের সুবিধা পাবেন । তবে সেইসব ব্যবসায়ীরাই সুযোগ গ্রহণ করতে পারবেন যারা Google Pay-র মাধ্যমে পেমেন্ট করেন। এই বিশেষ প্রকল্পটি চালু করার জন্য Google Pay ডিএমআই ফাইন্যান্সের সঙ্গে সংযুক্ত হয়েছে। এছাড়াও বর্তমানে গুগল পে ePayLater-র সঙ্গে জোট বেঁধে এই প্রকল্পের সুবিধা চালু করার চেষ্টা করছে।
সাধারণ মানুষের কি সুবিধা পাবেন?
ব্যবসায়ীরা ছাড়াও সাধারণ ব্যবহারকারীদের জন্যও এই ঋণ গ্রহণের একটি বিশেষ সুবিধা চালু করছে গুগল পে। সাধারণ মানুষ ব্যক্তিগত ঋণ গ্রহণ করতে পারবেন। এর জন্য গুগল পে ICICI Bank ও Axis Bank এর সঙ্গে জোটবদ্ধ হয়েছে।
এই প্রকল্পের জনপ্রিয়তা
গত এক বছরে তাদের এই উদ্যোগ ভারতীয় ব্যবসায়ীদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়েছে। মার্কিন টেক জায়ান্ট সংস্থার Google Pay শাখার ভারতের আধিকারিকরা জানিয়েছেন, গত ১২ মাসে তাঁদের UPI পেমেন্ট গেটওয়ের মাধ্যমে দেওয়া ঋণের পরিমাণ ১৬৭ লক্ষ কোটি টাকারও বেশি।আগামী দিনে এর সুরক্ষা শক্তিশালী করতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI এর সাহায্যে নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই Google Pay-র শক্তিশালী সুরক্ষা ব্যবস্থার মাধ্যমে ১২০০০ কোটি টাকার আর্থিক প্রতারণা ঠেকানো সম্ভব হয়েছে।
সরকারি সুবিধা এবং গুরুত্বপূর্ণ খবর মিস করতে না চাইলে আমাদের Whatsapp এবং Telegram গ্রুপে জয়েন হয়ে থাকুন।
এটাও পড়ুন: