অক্টোবরের প্রথমার্ধে শুরু হতে চলেছে, Flipkart’s Big Billion Days sale 2023। এই ই-কমার্স প্ল্যাটফর্মের বহু প্রতীক্ষিত সেল স্মার্টফোনে বেশ কয়েকটি ডিল, ছাড় এবং অফার নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে। আপনি যদি আগামী কয়েক দিনের মধ্যে একটি নতুন ফোন কিনতে চান, সেই ক্ষেত্রে, Flipkart ইতিমধ্যেই কিছু স্মার্টফোনের তালিকা তৈরি করেছে। তালিকায় রয়েছে Nothing Phone 1, Samsung Galaxy F13, Poco M5 এবং Google এর Pixel 7। এই ফোনগুলির দাম আরও কমাতে ব্যাঙ্ক অফার এবং অতিরিক্ত এক্সচেঞ্জ ডিসকাউন্টও পেতে পারেন।
“Sale Price Live” সেকশন আপডেট করলো ফ্লিপকার্ট
বুধবার, ফ্লিপকার্ট তার বিগ বিলিয়ন ডেস সেল মাইক্রোসাইটের “Sale Price Live” সেকশন আপডেট করেছে। সেখানে অতিরিক্ত অফার সহ বেশ কয়েকটি স্মার্টফোন মডেলে ছাড় রয়েছে৷ Samsung Galaxy F13, ভারতে লঞ্চ হয়েছে Rs. 11,999 টাকায় কেনা যাবে। 9,199। এদিকে, Nothing Phone 1 বিক্রি হচ্ছে Rs. 23,999। এই হ্যান্ডসেটটি ভারতে লঞ্চ করা হয়েছিল 32,999 টাকায়।
Mobile Deals প্রকাশিত হলো
গুগলের ফ্ল্যাগশিপ Pixel 7 হ্যান্ডসেট গত বছর ভারতে লঞ্চ হয়েছিল Rs. 59,999 টাকায়। তবে ফোনটি বর্তমানে Rs. 36,499 টাকায় কেনা যাচ্ছে। মাইক্রোসাইটে তালিকাভুক্ত অন্যান্য স্মার্টফোনের ক্ষেত্রে, এই ছাড়ের মূল্য ফ্লিপকার্ট অনুসারে সমস্ত অফার সহ পাওয়া যাবে। Infinix Smart 7 5,939 টাকায় কেনা যাবে। ভারতে লঞ্চিং এর সময় দাম ছিল 7,299 টাকা।
Vivo V29e গত মাসে 26,999 টাকায় লঞ্চ করে। Flipkart এর মাধ্যমে 24,999 টাকায় ফোনটি কেনা যাবে। Realme C55 কিনতে পারবেন 9,499 টাকাতে। এছাড়াও গ্রাহকরা Redmi Note 12 কিনতে পারেন Rs. 10,799 টাকায়। Poco M5 বিক্রি হচ্ছে 6,999 টাকায়। 12,499 প্রাইস পয়েন্ট এটি গত বছর চালু হয়েছিল।
Oppo Reno 10 Pro 5G বর্তমানে Rs. 35,999 টাকায় পাওয়া যাচ্ছে। এর লঞ্চ মূল্য 39,999 taka। এছাড়াও Moto G14 এবং Moto G32 কেনা যাবে যথাক্রমে 8,099 টাকায় এবং 8.999 টাকায়। Realme 10 Pro 5G পাওয়া যাচ্ছে 15,999 টাকায়। এর লঞ্চ মূল্য 18,999 টাকা।
📨সরকারি সুবিধা এবং গুরুত্বপূর্ণ খবর মিস করতে না চাইলে আমাদের Whatsapp এবং Telegram গ্রুপে জয়েন হয়ে থাকুন।
এটাও পড়ুন: