Recurring Deposit Interest Rates: কেন্দ্রীয় সরকার কিছুদিন আগে অক্টোবর-ডিসেম্বর 2023 কোয়ার্টারে পোস্ট অফিসের 5 বছরের Recurring Deposit (RD) স্কিমের সুদের হার বাড়িয়েছে। সরকার সুদের হার 20 বেসিস পয়েন্ট (BPS) বাড়িয়ে 6.7 শতাংশ করেছে। যাইহোক, RD-এর সুদের হার বিভিন্ন ব্যাংকের বিভিন্ন ধরনের হয়ে থাকে। আজ আমরা আপনাকে জানাবো আপনি কোথায় RD করলে সব থেকে বেশি সুদ পাবেন।
হাইলাইট
- সরকার অক্টোবর-ডিসেম্বর 2023 কোয়ার্টারে 5 বছরের পোস্ট অফিস রিকারিং ডিপোজিট (RD) স্কিমের উপর সুদের হার বাড়িয়েছে।
- সুদের হার 20 বেসিস পয়েন্ট (BPS) বাড়িয়ে 6.7 শতাংশ করা হয়েছে।
- SBI আপনাকে SBI RD স্কিমে 3 থেকে 5 বছর বা তার কম মেয়াদের জন্য 5.45 শতাংশ সুদ দেয়।
বর্তমানে আপনার কাছে টাকা জমানোর অনেক বিকল্প রয়েছে। এই কিছুদিন আগে, কেন্দ্রীয় সরকার অক্টোবর-ডিসেম্বর 2023 কোয়ার্টারে 5 বছরের পোস্ট অফিস রিকারিং ডিপোজিট (RD) স্কিমের উপর সুদের হার বাড়িয়েছে।
সরকার পোস্ট অফিসের জন্য এই সুদের হার বাড়িয়ে ২০ বেসিস পয়েন্ট (বিপিএস) ৬.৭ শতাংশ করেছে। কিন্তু এই Recurring deposit এর ওপর ব্যাংকের ক্ষেত্রে সুদের হার এক থাকে না বিভিন্ন ব্যাংকে বিভিন্ন ধরনের হয়ে থাকে। আজ আমরা আপনাকে পোস্ট অফিস রেকারিং ডিপোজিটের সুদের হার এবং SBI, ICICI Bank এবং HDFC Bank মতো কিছু প্রথম সারির ব্যাংকের রেকারিং ডিপোজিটের সঙ্গে তুলনা করে দেখাবো।
Post Office Recurring Deposit:
আপনি এই স্কিমে সর্বনিম্ন বিনিয়োগ করতে পারেন প্রতি মাসে 100 টাকা এবং এর কোনো সর্বোচ্চ লিমিট নেই। আপনি যদি পোস্ট অফিসে রেকারিং করেন তাহলে আপনি 1 অক্টোবর থেকে 31 ডিসেম্বর, 2023 পর্যন্ত সুদ পাবেন প্রতিবছর 6.7 শতাংশ (quarterly compounding) করে। পোস্ট অফিস রেকারিং ডিপোজিটের মেয়াদ 5 বছর।
SBI Recurring Deposit Interest Rates:
SBI Bank আপনাকে 3 থেকে 5 বছর বা তার কম মেয়াদের জন্য রেকারিং ডিপোজিট এর ওপর (RD) 5.45 শতাংশ সুদ দেয়। SBI 5 বছর থেকে 10 বছর পর্যন্ত দীর্ঘ মেয়াদের জন্য 5.50 শতাংশ সুদ অফার করে।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া,RDতে সুদের হার সাধারণ পাবলিক এবং সিনিয়র সিটিজেনদের জন্য এফডি সমানি সুদ দেয়।
HDFC Recurring Deposit Interest Rates:
HDFC Bank 6 মাস থেকে 10 বছরের মেয়াদের জন্য 4.50 শতাংশ থেকে 7.10 শতাংশের মধ্যে সুদের হার অফার করে। ব্যাংকটি 5 বছরের মেয়াদে 7 শতাংশ সুদ দেয়।
ICICI Recurring Deposit Interest Rates:
ICICI Bank সাধারণ নাগরিকদের জন্য 4.75 শতাংশ থেকে 7.10 শতাংশ এবং সিনিয়র সিটিজেনদের জন্য 5.25 শতাংশ থেকে 7.50 শতাংশের মধ্যে সুদের হার অফার করে। ব্যাঙ্কটি 3 বছর থেকে 5 বছরের মেয়াদের জন্য RDতে 7 শতাংশ সুদ দেয়।
Yes Bank Recurring Deposit Interest Rates:
Yes Bank 6 মাস থেকে 10 বছরের মেয়াদের জন্য সিনিয়ার সিটিজেনের আওতায় যারা পড়ে না সেইসব বয়সী লোকদের জন্য 6.10 শতাংশ থেকে 7.50 শতাংশ এবং সিনিয়ার সিটিজেনদের জন্য 6.60 শতাংশ থেকে 8 শতাংশের মধ্যে সুদের হার অফার করে। ব্যাঙ্কটি 36 মাস থেকে 5 বছরের মধ্যে মেয়াদে 7.25 শতাংশ সুদ দেয়।
Kotak Mahindra Bank Recurring Deposit Rates:
Kotak Mahindra Bank 6 মাস থেকে 10 বছরের মেয়াদের জন্য সাধারণ সিটিজেনদের 6 শতাংশ থেকে 7.20 শতাংশ এবং বয়স্ক লোকেদের জন্য 6.50 শতাংশ থেকে 7.70 শতাংশের মধ্যে সুদের হার অফার করে ৷ ব্যাংকটি 4 বছর থেকে 5 বছরের কম মেয়াদে 6.25 শতাংশ সুদ দেয়।
আমাদের ওয়েবসাইটের নিউজগুলো মিস করতে না চাইল আমাদের Whatsapp এবং Telegram গ্রুপে জয়েন হয়ে থাকুন।
এটাও পড়ুন:
পোস্ট অফিসে এই স্কিমে মাত্র 50 টাকা জমা রাখলেই পেয়ে যাবেন 35 লক্ষ টাকা, জানুন পুরো ডিটেলস