Aadhar card update: বর্তমানে ভারতীয় নাগরিকদের সচিত্র পরিচয় পত্র হিসেবে আধার কার্ডের গুরুত্ব অপরিসীম। ভারতের মধ্যে বসবাস করে যে কোনো গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করার জন্য বর্তমানে আধার কার্ডের প্রয়োজন হয়। তাই একটি নির্দিষ্ট বয়সের পর প্রতিটি ভারতীয়কেই নিজস্ব আধার কার্ড বানিয়ে রাখতে হয়। তবে আধার কার্ড একবার বানিয়ে নিলেই হলো না, একটি সময় পর তার আপডেট করারও প্রয়োজন পড়ে। এবার সেই আধার আপডেট করার সময়সীমা নির্ধারণ করে দিলো আধার কতৃপক্ষ। কি ভাবে কোন পদ্ধতিতে কাজটি করবেন দেখে নিন।
কারা আধার কার্ড আপডেট করবেন?
Aadhar card update: আপনার কি আধার কার্ড বানানোর পর ১০ বছর পূর্ণ হয়ে গেছে? তবে আপনার আধার কার্ডটি এবার আপডেট করানোর প্রয়োজন । তবে যদি এই ১০ বছরের মধ্যে আপনার নাম, ঠিকানা ইত্যাদি গুরুত্বপূর্ন কোনো তথ্য বদল হয়ে থাকে তবেই আপনার জন্য আধার আপডেট করা বাধ্যতামূলক।
কিন্তু এই সংক্রান্ত কোনো বদল না হলে আপডেট করার প্রয়োজন নেই। কারণ কোনো বদল না হওয়ায় আপনি যদি আধার আপডেট না করেন, তাহলেও আপনার আধার কার্ড ও আধার নম্বর কোনোটাই বাতিল হবে না। পুরনো হলেও সেটি আপনি আগের মতোই ব্যবহার করতে পারবেন।
আধার আপডেটের সময়সীমা
সরকারের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে কোনো ব্যক্তি আধার আপডেট করতে চাইলে ওয়েবসাইটের মাধ্যমে তা করতে পারেন ১৪ জিসেম্বর ২০২৩ এর মধ্যে। যদিও তার পরেও এই আপডেটের কাজটি করা যাবে। তবে সেটি হবে খরচ সাপেক্ষ।
আধার আপডেট করতে খরচ কত হবে?
সরকারি নিয়ম মেনে যদি নির্দিষ্ট সময় অর্থাৎ আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে আপনার আধার আপডেটের কাজটি সম্পন্ন করেন তবে তার জন্য আপনাকে কোনো চার্জ দিতে হবে না। আপনার আধার কার্ডটি সম্পূর্ন বিনামূল্যে আপডেট হয়ে যাবে।
তবে নির্দিষ্ট সময়সীমার পর অর্থাৎ ১৫ ডিসেম্বর থেকে এই কাজ নিজে অনলাইনের মাধ্যমে করতে গেলে ২৫ টাকা করে লাগবে। আর যে কোনো আধার পরিষেবা কেন্দ্রে এই কাজ করলে আপনাকে ৫০ টাকা দিয়ে কাজটি সম্পন্ন করতে হবে।
আধার আপডেট (Aadhar card update) সম্পর্কে কতৃপক্ষের বক্তব্য
আধার কার্ড কতৃপক্ষের তরফ থেকে এই আপডেটের উপকারিতা সম্পর্কে কয়েকটি বিষয় তুলে ধরা হয়েছে। সেগুলি নিচে উল্লেখ করা হলো।
- আধার কার্ড বর্তমানে আপনার একটি গুরুত্বপূর্ন নথি। তাই আপনার আধারকে আরো শক্তিশালী করে রাখতে ডেমোগ্রাফিক তথ্য দিয়ে সেটি আপডেট করা উচিত।
- আপনার আধার কার্ড যদি ১০ বছরের আগে তৈরি হয়ে থাকে এবং পরবর্তীকালে আর কখনো আপডেট না হলে নির্দিষ্ট এই সময়সীমার মধ্যে বিনামূল্যে তা করে নিতে পারেন।
অনলাইনের মাধ্যমে কিভাবে আধার আপডেট করবেন?
- অনলাইনে নিজের আধার কার্ড আপডেট করার জন্য প্রথমেই আপনাকে আধার UIDAI ওয়েবসাইট-এ যেতে হবে।
- এই ওয়েবসাইটে লগইন করার পর ‘নেম/জেন্ডার/ডেট অফ বার্থ অ্যান্ড অ্যাড্রেস আপডেট’ নামক একটি অপশন দেখতে পাবেন। সেটি ক্লিক করতে হবে।
- এরপর ‘আপডেট আধার অনলাইন’-এ ক্লিক করতে হবে।
- এরপর ডেমোগ্রাফিক অপশন গুলি দেখতে পাবেন। সেখান থেকে ‘অ্যাড্রেস’ অপশনটি সিলেক্ট করতে হবে। এবং তারপর ক্লিক করে ‘প্রসিড টু আপডেট আধার’ এ যেতে হবে।
- এরপর সঠিক তথ্য সম্পন্ন স্ক্যানড কপি আপলোড করতে হবে।
- এরপর আপনার কাছে প্রয়োজনীয় ডেমোগ্রাফিক তথ্য জানতে চাওয়া হবে। সঠিক তথ্য দিয়ে সেগুলি পূরণ করে এন্টার ক্লিক করুন।
- ১৪ ডিসেম্বরের মধ্যে হলে কাজটি বিনামূল্যে হবে। তবে ১৫ ডিসেম্বর থেকে এই স্তরে আপনাকে ২৫ টাকা পেমেন্ট করতে হবে। এবং আপনার আপডেটের কাজটি সম্পন্ন হবে।
- পরে আপনি আপনার আধার আপডেটের ট্র্যাকিং স্ট্যাটাস জানতে পারবেন। তবে এটি জানার জন্য আপডেট করার সময় আসা সার্ভিস রিকোয়েস্ট নম্বরটি সেভ করে রাখতে হবে।
- সব শেষে ইন্টার্নাল কোয়ালিটি চেক করা হবে। এবং তারপর আপনি আপনার মোবাইল নম্বরে একটা এসএমএস পাবেন।
কাদের আধার আপডেট বাতিল হবে?
- আধার আপডেটের নথি দেওয়ার সময় যদি আপনি ভুল অ্যাড্রেস প্রুফ বা আইডেন্টিটি প্রুফ আপলোড করেন তবে তা বাতিল হয়ে যাবে ।
- অ্যাড্রেস প্রুফ বা আইডেন্টিটি প্রুফ এর জন্য যে নথিগুলি আপনি দিয়েছেন তা যদি সেল্ফ অ্যাটেস্টেড না করা থাকে তবে তা বাতিল হবে।
- আধার আপডেটের ফর্ম পূরণের সময় মোবাইল নম্বর বা আধার নম্বর ভুল থাকলে তা বাতিল হবে।
- আবেদনকারী ব্যক্তির নামে কোনো গুরুত্বপূর্ন নথি না দেওয়া থাকলে আবেদন বাতিল হয়।
আধার আপডেটের স্ট্যাটাস কিভাবে চেক করবেন?
- অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে আপনার আধার আপডেট সফল ভাবে সম্পন্ন হলে আপনি একটি ইউআরএন নম্বর পাবেন। তার দ্বারা এই আপডেট স্ট্যাটাস চেক করতে পারবেন।
- স্ক্রিনে 0000/00XXX/XXXXX এই ফর্ম্যাটের ইউআরএন নম্বরটি দেখা যাবে।
- আবেদনকারীর আবেদন সম্পন্ন হলে তার রেজিস্টার মোবাইল নম্বরেও তা এসএমএসের মাধ্যমে আসবে।
- যে ইউআরএন নম্বরটি আপনি পাবেন, সেটি দিয়েই checkupdatestatus -এ গিয়ে আধার আপডেট স্ট্যাটাস ট্র্যাক করতে পারবেন।
সরকারি সুবিধা এবং গুরুত্বপূর্ণ খবর মিস করতে না চাইলে আমাদের Whatsapp এবং Telegram গ্রুপে জয়েন হয়ে থাকুন।
আরো পড়ুন: