Aadhaar Fraud: বর্তমানে ভারতের সচিত্র পরিচয়পত্র হিসেবে আধার কার্ডের গুরুত্ব অপরিসীম। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রতিটি ভারতীয় নাগরিকের যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে আধার কার্ড বাধ্যতামূলক করা হয়েছে। কারণ এই আধার কার্ডে গ্রাহকের বায়োমেট্রিক সহ সমস্ত প্রয়োজনীয় তথ্য বিস্তারিতভাবে দেওয়া থাকে।
তবে বর্তমানে এই আধার কার্ডকে হাতিয়ার করে জালিয়াতরা বিভিন্ন রকম প্রতারণার ফাঁদ পাতছে। আধার সক্ষম পেমেন্ট সিস্টেম বা AePS এর বিভিন্ন ধরনের দুর্বলতা গুলিকে হাতিয়ার করে কোনো রকম OTP বা SMS ছাড়াই এর মাধ্যমে প্রতারকরা ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে যে কোনো মূল্যের টাকা তুলে নিচ্ছে। এই কারণেই বিভিন্ন বিভাগের পক্ষ থেকে গ্রাহকদের উদ্দেশ্যে নিজের আধার কার্ড সম্পর্কে কিছু সুরক্ষা মেনে চলতে বলা হচ্ছে।
Aadhaar Fraud: AePS সিস্টেম কি?
AePS হলো এমন এক বিশেষ প্রযুক্তি যার মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টধারীর বায়োমেট্রিক তথ্যের সাহায্য অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়া সম্ভব। শুধু টাকা তোলাই নয়, যে কোনো আধার সক্ষম ব্যাংক অ্যাকাউন্ট-এ আধার সক্ষম পেমেন্ট সিস্টেম দ্বারা ব্যাংক ব্যালেন্স চেক, রেমিট্যান্স ইত্যাদি কাজগুলিও করা সম্ভব।
আধার কার্ড জালিয়াতি রুখতে সরকারি কর্তারা কি বার্তা দিচ্ছেন?
বর্তমানে ভারতের বিভিন্ন স্থানে আধার সংক্রান্ত এই জালিয়াতির মাধ্যমে নিমেষের মধ্যে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনাটি অত্যন্ত বেড়ে গেছে। এই কারণেই বিভিন্ন উচ্চপদস্থ কর্তাদের তরফ থেকে সাধারণ মানুষের উদ্দেশ্যে নানা সতর্কবার্তা দেওয়া হচ্ছে। সম্প্রতি বেঙ্গালুরু পুলিশ কমিশনার তার X হ্যান্ডেলে একটি পোস্টের মাধ্যমে আধার সংক্রান্ত জালিয়াতির বিষয়ে সাধারণ মানুষকে সতর্ক করেছিলেন। এই পোস্টে তিনি প্রত্যেকের উদ্দেশ্য বলেছিলেন, আধার জালিয়াতি থেকে নিজেকে সুরক্ষিত রাখতে অতি শীঘ্রই যেন প্রতিটি মানুষ নিজের আধারে বায়োমেট্রিক লক করে রাখেন।
এবার এই প্রসঙ্গে বিশেষ সতর্কবার্তা জারি করেছে ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। স্টেট ব্যাংকের গ্রাহকরা যাতে আধার সংক্রান্ত এই জালিয়াতি গুলি থেকে রক্ষা পেতে পারেন, সে কারণে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে গ্রাহকদের সুরক্ষিত থাকার পরামর্শ দিয়েছে তারা। স্টেট ব্যাংকের পক্ষ থেকে গ্রাহকদের উদ্দেশ্যে বলা হয়েছে যত শীঘ্র সম্ভব তারা যেনো m-Aadhaar অ্যাপ বা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)-র পোর্টাল থেকে নিজেদের আধার কার্ডের বায়োমেট্রিক্স লক করে রাখেন।
Aadhaar Fraud: আধার সংক্রান্ত জালিয়াতি রুখতে প্রশাসন কতটা তৎপর?
আধার কার্ড বায়োমেট্রিক হ্যাক করে একাউন্ট থেকে টাকা তুলে নেয়ার ঘটনাটি বর্তমানে অত্যন্ত বেড়ে গেছে। তবে এই জালিয়াতি রুখতে প্রশাসনের তরফ থেকে বিশেষ তৎপরতা লক্ষ্য করা গেছে। কলকাতা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী জানা গেছে AePS বা আধার সক্ষম পেমেন্ট সিস্টেম ব্যবহার করে অর্থ সংক্রান্ত জালিয়াতির সঙ্গে যুক্ত দুজন ব্যক্তিকে ইতিমধ্যে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ।
কলকাতা পুলিশের সিনিয়র একজন উচ্চপদস্থ কর্তা এ প্রসঙ্গে বলেছেন “এই অভিযুক্তরা জাল আঙ্গুলের ছাপ তৈরি করেছিল যা অভিযোগকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে ব্যবহার করা হয়েছিল। আর এর জন্য ইলেকট্রনিক ডেটা বিভিন্ন পাবলিক ডোমেন বা ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয়েছে।”
নিজের আধার কার্ডের বায়োমেট্রিক লক কিভাবে করবেন?
বিভিন্ন উচ্চপদস্থ বিভাগের পক্ষ থেকে সাধারণ মানুষকে আধার লক করার জন্য বারবার সতর্ক করা হচ্ছে। SBI তার গ্রাহকদের জন্য m-Aadhaar অ্যাপ বা UIDAI ওয়েবসাইটের মাধ্যমে আধার লক করার পরামর্শ দিয়েছে। শুধু ভারতীয় স্টেট ব্যাংকই নয়, এই সংক্রান্ত একই পরামর্শ দিয়েছে কর্নাটকের CID বিভাগও। এছাড়াও বিভিন্ন সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের তরফ থেকে সাধারণ মানুষের উদ্দেশ্যে একই বার্তা দেওয়া হয়েছে।
UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে যেকোনো মানুষ খুব সহজেই নিজের আধার কার্ডের বায়োমেট্রিক লক এবং আনলক প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন। তবে আধার কার্ড লক সিস্টেমটি একটি অস্থায়ী প্রক্রিয়া। অর্থাৎ কোনো ব্যবহারকারী চাইলে নিজের যে কোনো কাজের প্রয়োজন অনুযায়ী লক আধার কার্ডটিকে সহজেই আনলক করতে পারেন। এই সম্পর্কিত আরো বিস্তারিত তথ্য পেতে অবশ্যই UIDAI ওয়েবসাইটের দিকে নজর রাখুন।
সরকারি সুবিধা এবং গুরুত্বপূর্ণ খবর মিস করতে না চাইলে আমাদের Whatsapp এবং Telegram গ্রুপে জয়েন হয়ে থাকুন।
আরো পড়ুন: